ETV Bharat / city

Metro Dairy Case: মেট্রো ডেয়ারি মামলায় হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট অধীর যাচ্ছেন সুপ্রিম দ্বারে - অধীর চৌধুরী

মেট্রো ডেয়ারি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ (Metro Dairy Case) হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury challenges Calcutta HC order)৷ আগামী সপ্তাহে তিনি সুপ্রিম কোর্টে আর্জি জানাবেন ৷

metro-dairy-case-adhir-chowdhury-challenges-calcutta-hc-order-moves-to-supreme-court
মেট্রো ডেয়ারি মামলায় হাইকোর্টের রায়ে অসুন্তুষ্ট অধীর যাচ্ছেন সুপ্রিম দ্বারে
author img

By

Published : Jun 30, 2022, 3:36 PM IST

Updated : Jun 30, 2022, 3:55 PM IST

কলকাতা, 30 জুন: মেট্রো ডেয়ারি মামলার রায়ে অসন্তুষ্ট কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Metro Dairy Case)৷ এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি । মেট্রো ডেয়ারির শেয়ার কেনাবেচায় রাজ্য সরকার কারচুপি করেছে বলে অভিযোগ করে সিবিআই বা নিরপেক্ষ কোনও সংস্থার তদন্তের আর্জি জানিয়ে মামলা করেছিলেন অধীর।

কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ দীর্ঘদিন ধরে মামলার শুনানি করার পর মেট্রো ডেয়ারির শেয়ার কেনাবেচা বেআইনি নয় বলে নির্দেশ দেয় । এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যাচ্ছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury challenges Calcutta HC order)। এ ব্যাপারে তাঁর আইনজীবী প্রতীপকুমার চট্টোপাধ্যায় জানালেন, "মেট্রো ডেয়ারির মত লাভজনক সংস্থার শেয়ার জলের দরে বিক্রি করেছিল রাজ্য সরকার । শেয়ার বিক্রিতে কারচুপির জন্য অন্তত 500 কোটি টাকা রাজ্যের ক্ষতি হয়েছে । সাধারণ মানুষের সম্পত্তি জলের দরে বিক্রির পেছনে রাজনৈতিক নেতৃত্ব জড়িত রয়েছে, না হলে এটা সম্ভব নয় । তার সিবিআই, ইডি বা নিরপেক্ষ কোনও তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করার আর্জি আমরা জানিয়েছিলাম । কিন্তু হাইকোর্ট সেই আর্জি খারিজ করায় আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ।"

আরও পড়ুন: Metro Dairy Case : বিক্ষোভের জের ! মেট্রো ডেয়ারির শুনানিতে কোর্ট চত্বরেই এলেন না চিদাম্বরম

অধীরের অভিযোগ, মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার কলকাতার সংস্থা জালান কোম্পানির ক্যাভেনটার গ্রুপকে মাত্র 85 কোটি টাকায় চুপিচুপি বিক্রি করা হয় । 47 শতাংশের মধ্যে থেকে ক্যাভেনটার গ্রুপ মাত্র 15 শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে দেয় 135 কোটি টাকায় । শেয়ার বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা না মেনে এই কাজ করা হয়েছিল বলে দাবি করে 2018 সালে কলকাতা হাইকোর্টে এর সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করেন তিনি (Adhir Chowdhury moves to Supreme Court)।

কলকাতা, 30 জুন: মেট্রো ডেয়ারি মামলার রায়ে অসন্তুষ্ট কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Metro Dairy Case)৷ এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি । মেট্রো ডেয়ারির শেয়ার কেনাবেচায় রাজ্য সরকার কারচুপি করেছে বলে অভিযোগ করে সিবিআই বা নিরপেক্ষ কোনও সংস্থার তদন্তের আর্জি জানিয়ে মামলা করেছিলেন অধীর।

কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ দীর্ঘদিন ধরে মামলার শুনানি করার পর মেট্রো ডেয়ারির শেয়ার কেনাবেচা বেআইনি নয় বলে নির্দেশ দেয় । এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যাচ্ছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury challenges Calcutta HC order)। এ ব্যাপারে তাঁর আইনজীবী প্রতীপকুমার চট্টোপাধ্যায় জানালেন, "মেট্রো ডেয়ারির মত লাভজনক সংস্থার শেয়ার জলের দরে বিক্রি করেছিল রাজ্য সরকার । শেয়ার বিক্রিতে কারচুপির জন্য অন্তত 500 কোটি টাকা রাজ্যের ক্ষতি হয়েছে । সাধারণ মানুষের সম্পত্তি জলের দরে বিক্রির পেছনে রাজনৈতিক নেতৃত্ব জড়িত রয়েছে, না হলে এটা সম্ভব নয় । তার সিবিআই, ইডি বা নিরপেক্ষ কোনও তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করার আর্জি আমরা জানিয়েছিলাম । কিন্তু হাইকোর্ট সেই আর্জি খারিজ করায় আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ।"

আরও পড়ুন: Metro Dairy Case : বিক্ষোভের জের ! মেট্রো ডেয়ারির শুনানিতে কোর্ট চত্বরেই এলেন না চিদাম্বরম

অধীরের অভিযোগ, মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার কলকাতার সংস্থা জালান কোম্পানির ক্যাভেনটার গ্রুপকে মাত্র 85 কোটি টাকায় চুপিচুপি বিক্রি করা হয় । 47 শতাংশের মধ্যে থেকে ক্যাভেনটার গ্রুপ মাত্র 15 শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে দেয় 135 কোটি টাকায় । শেয়ার বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা না মেনে এই কাজ করা হয়েছিল বলে দাবি করে 2018 সালে কলকাতা হাইকোর্টে এর সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করেন তিনি (Adhir Chowdhury moves to Supreme Court)।

Last Updated : Jun 30, 2022, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.