ETV Bharat / city

বাড়ি থেকে জিনিসপত্র বের করতে 10 মিনিট পেলেন বউবাজারের বাসিন্দারা - বউবাজার

ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে প্রয়োজনীয় নথিপত্র বের করার অনুমতি দিল মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ আজ প্রথম পর্যায়ে দুর্গাপুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে নথি বের করে আনেন পরিবারের সদস্যরা ৷ প্রতিটি পরিবারকে 10 মিনিট করে সময় দেওয়া হয় ৷

চলছে নথিপত্র উদ্ধারের কাজ
author img

By

Published : Sep 4, 2019, 1:53 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : বউবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের প্রয়োজনীয় নথি বের করে আনার অনুমতি দিল মেট্রোরেল কর্তৃপক্ষ৷ প্রয়োজনীয় নথিপত্র বের করে আনার জন্য প্রতিটি পরিবারকে 10 মিনিট করে সময় দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ মেট্রোর তালিকা অনুযায়ী পরিবারগুলোকে এই অনুমোদন দেওয়া হয়েছে৷ 65টি বাড়ির তালিকা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে ৷ আজ দুপুর 12টা থেকে এই মালপত্র ও নথি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় ৷ প্রতি পরিবারের পক্ষ থেকে একজন সদস্য বাড়ির ভিতরে প্রবেশ করে তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র বের করে আনেন ৷ পুলিশ ও ডিজ়াস্টার ম্যানেজমেন্টের সদস্যরাও ঘটনাস্থানে উপস্থিত রয়েছেন ৷

আজ প্রথম পর্যায়ে দুর্গাপুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করবেন সেখানে বাসকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ৷ এরপরের পর্যায়ে শাঁখারি পাড়া লেনের বাড়িগুলো থেকে নথি উদ্ধারের অনুমতি দেওয়া হবে ৷ এজন্য গোয়েঙ্কা কলেজের ভিতরে কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কন্ট্রোলরুমে নিজেদের নাম লিখিয়ে টোকেন সংগ্রহ করতে হচ্ছে ৷ পুলিশি নিরাপত্তায় বাসিন্দারা একের পর এক বাড়িতে প্রবেশ করে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র ও জিনিসপত্র বার করে আনছেন৷

আরও পড়ুন : বউবাজারে আবার ভেঙে পড়ল বাড়ির একাংশ

মেট্রো কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বহুবার আবেদন জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে তাদের প্রয়োজনীয় ওষুধ, নথিপত্র ও টাকা নেওয়ার অনুমতি দেওয়া হোক ৷ গতকালই মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা প্রয়োজনীয় জিনিস উদ্ধার করার আবেদন জানিয়েছিলেন ৷ অবশেষে আজ তাঁদের বাড়ি থেকে প্রয়োজনীয় ওষুধ, নথি ও টাকা নেওয়ার অনুমোদন দেয় মেট্রো কর্তৃপক্ষ ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর : বউবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের প্রয়োজনীয় নথি বের করে আনার অনুমতি দিল মেট্রোরেল কর্তৃপক্ষ৷ প্রয়োজনীয় নথিপত্র বের করে আনার জন্য প্রতিটি পরিবারকে 10 মিনিট করে সময় দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ মেট্রোর তালিকা অনুযায়ী পরিবারগুলোকে এই অনুমোদন দেওয়া হয়েছে৷ 65টি বাড়ির তালিকা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে ৷ আজ দুপুর 12টা থেকে এই মালপত্র ও নথি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় ৷ প্রতি পরিবারের পক্ষ থেকে একজন সদস্য বাড়ির ভিতরে প্রবেশ করে তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র বের করে আনেন ৷ পুলিশ ও ডিজ়াস্টার ম্যানেজমেন্টের সদস্যরাও ঘটনাস্থানে উপস্থিত রয়েছেন ৷

আজ প্রথম পর্যায়ে দুর্গাপুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করবেন সেখানে বাসকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ৷ এরপরের পর্যায়ে শাঁখারি পাড়া লেনের বাড়িগুলো থেকে নথি উদ্ধারের অনুমতি দেওয়া হবে ৷ এজন্য গোয়েঙ্কা কলেজের ভিতরে কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কন্ট্রোলরুমে নিজেদের নাম লিখিয়ে টোকেন সংগ্রহ করতে হচ্ছে ৷ পুলিশি নিরাপত্তায় বাসিন্দারা একের পর এক বাড়িতে প্রবেশ করে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র ও জিনিসপত্র বার করে আনছেন৷

আরও পড়ুন : বউবাজারে আবার ভেঙে পড়ল বাড়ির একাংশ

মেট্রো কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বহুবার আবেদন জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে তাদের প্রয়োজনীয় ওষুধ, নথিপত্র ও টাকা নেওয়ার অনুমতি দেওয়া হোক ৷ গতকালই মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা প্রয়োজনীয় জিনিস উদ্ধার করার আবেদন জানিয়েছিলেন ৷ অবশেষে আজ তাঁদের বাড়ি থেকে প্রয়োজনীয় ওষুধ, নথি ও টাকা নেওয়ার অনুমোদন দেয় মেট্রো কর্তৃপক্ষ ৷

Intro:অবশেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রয়োজনীয় নথি অর্থকরী উদ্ধার করার অনুমতি পেল। মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বহুবার আবেদন জানিয়েছিল তাদের প্রয়োজনীয় অর্থকরী ওষুধ টাকা-পয়সা কাগজপত্র উদ্ধার করার অনুমতি দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর কাছে তারা প্রয়োজনীয় জিনিস উদ্ধার করার আবেদন জানিয়ে এসেছিল গতকালই। আজ অবশেষে মেট্রো রেল কর্তৃপক্ষ সেই অনুমতি দিল।


Body: মেট্রো রেলের তালিকা অনুযায়ী পরিবার গুলিকে এই অনুমতি দেয়া হয়েছে। 65 টি বাড়ি তালিকা রয়েছে কতৃপক্ষের কাছে। আজ দুপুর বারোটা নাগাদ থেকে এই মাল উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতি পরিবারের পক্ষ থেকে একজন সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবে। 10 মিনিট করে সময় দেয়া হয়েছে তাদের জিনিসপত্র নেওয়ার জন্য। পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সদস্যরা উপস্থিত রয়েছেন।


Conclusion:আজ প্রথম পর্যায়ে দূর্গাপুরি লেনের ক্ষতিগ্রস্থ বাড়ী গুলিতে অনুমতি দেওয়া হয়েছে। এরপরের পর্যায় শাখারী পাড়া লেনের বাড়ি গুলিতে অনুমতি দেওয়া হবে। গোয়েনকা কলেজ এর ভেতরে কন্ট্রোলরুম করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার কন্ট্রোলরুমে নিজেদের নাম লিখে টোকেন সংগ্রহ করতে হচ্ছে। পুলিশি নিরাপত্তায় বাসিন্দারা একের পর এক কলিগের বাড়িতে প্রবেশ করে মাল পত্র বার করছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.