ETV Bharat / city

প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা

গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, 16 হাজার 500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে । এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয় ।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা 2021
প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা 2021
author img

By

Published : Feb 16, 2021, 10:38 AM IST

Updated : Feb 16, 2021, 12:26 PM IST

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে । বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর ঘোষিত সেই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের দুটি ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org -তে গিয়ে রোল নম্বর দিয়ে মেধাতালিকায় নিজের স্থান দেখতে পাবেন প্রার্থীরা।

পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি
পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি

২০১৪ সালে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল । তাতে উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ২০ হাজার প্রার্থী । কিন্তু, টেট পরীক্ষা হলেও তার পরবর্তী নিয়োগের প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে স্থগিত ছিল । অবশেষে গত বছর ২২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২০১৪ সালের TET উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে । ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ হবে বলেও ওইদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তাঁর ঘোষণার পরের দিনই বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে ২৫ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত । ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলে ইন্টারভিউ প্রক্রিয়া । প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করতে তৎপরতা দেখিয়ে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । সেই তৎপরতা বজায় রেখেই বিধানসভা ভোটের আগে প্রাথমিক স্তরে ১৬ হাজার ৫০০ শূন্যপদে সহকারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে দিল পর্ষদ । সোমবার রাতেই প্রকাশ করে দেওয়া হয়েছে সেই মেধাতালিকা ।

আরও পড়ুন : সিঙ্গল বেঞ্চের নির্দেশ পেয়ে টেট পরীক্ষায় বসা প্রার্থীদের পরীক্ষা বাতিল ডিভিশন বেঞ্চের

পর্ষদের তরফে জানানো হয়েছে, অনলাইনে ১৬ হাজার ৫০০ শূন্যপদের মধ্যে ১৫ হাজার ২৮৪টি শূন্যপদের নিয়োগ করা হবে এই মেধাতালিকার ভিত্তিতে । তাহলে বাকি এক হাজার ২১৬টি শূন্যপদে কাদের নিয়োগ করা হবে? তাও মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার ২১৬টি শূন্যপদ ফাঁকা রাখা হয়েছে । সেইসব বাকি থাকা প্রার্থীদের জন্য যারা অনলাইনে আবেদন জমা করেছেন, কিন্তু মেধার ভিত্তিতে এই তালিকায় স্থান পাননি এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে যে প্রার্থীরা অফলাইনে আবেদন জমা করেছেন ।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে ডেপুটেশন

পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, অফলাইনে আবেদনকারীদের মধ্যে ৭৩৮ জন প্রার্থী রয়েছেন, যাদের বাড়তি নম্বর দেওয়া হলে তারা ২০১৪ সালের TET উত্তীর্ণ হয়ে যেতে পারেন । যেহেতু মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন, তাই ওই সকল অফলাইনে আবেদনকারী প্রার্থীদের এখন মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হয়নি । কিন্তু, এক হাজার ২১৬ জনের মধ্যে যে প্রার্থী তাঁর বিষয় ও ক্যাটাগরিতে মেধাতালিকায় থাকা সর্বশেষ প্রার্থীর সমান বা বেশি নম্বর পাবেন তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন । যদি তাঁরা ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের আইন অনুযায়ী অন্য সব যোগ্যতার মাপকাঠি পূরণ করেন, সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য । সোমবার রাতে পর্ষদের প্রকাশিত মেধাতালিকাটি রাজ্যভিত্তিক । খুব শীঘ্রই বিষয় ও ক্যাটাগরি অনুযায়ী জেলাভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ।

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে । বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর ঘোষিত সেই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের দুটি ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org -তে গিয়ে রোল নম্বর দিয়ে মেধাতালিকায় নিজের স্থান দেখতে পাবেন প্রার্থীরা।

পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি
পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি

২০১৪ সালে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল । তাতে উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ২০ হাজার প্রার্থী । কিন্তু, টেট পরীক্ষা হলেও তার পরবর্তী নিয়োগের প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে স্থগিত ছিল । অবশেষে গত বছর ২২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২০১৪ সালের TET উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে । ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ হবে বলেও ওইদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তাঁর ঘোষণার পরের দিনই বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে ২৫ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত । ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলে ইন্টারভিউ প্রক্রিয়া । প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করতে তৎপরতা দেখিয়ে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । সেই তৎপরতা বজায় রেখেই বিধানসভা ভোটের আগে প্রাথমিক স্তরে ১৬ হাজার ৫০০ শূন্যপদে সহকারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে দিল পর্ষদ । সোমবার রাতেই প্রকাশ করে দেওয়া হয়েছে সেই মেধাতালিকা ।

আরও পড়ুন : সিঙ্গল বেঞ্চের নির্দেশ পেয়ে টেট পরীক্ষায় বসা প্রার্থীদের পরীক্ষা বাতিল ডিভিশন বেঞ্চের

পর্ষদের তরফে জানানো হয়েছে, অনলাইনে ১৬ হাজার ৫০০ শূন্যপদের মধ্যে ১৫ হাজার ২৮৪টি শূন্যপদের নিয়োগ করা হবে এই মেধাতালিকার ভিত্তিতে । তাহলে বাকি এক হাজার ২১৬টি শূন্যপদে কাদের নিয়োগ করা হবে? তাও মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার ২১৬টি শূন্যপদ ফাঁকা রাখা হয়েছে । সেইসব বাকি থাকা প্রার্থীদের জন্য যারা অনলাইনে আবেদন জমা করেছেন, কিন্তু মেধার ভিত্তিতে এই তালিকায় স্থান পাননি এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে যে প্রার্থীরা অফলাইনে আবেদন জমা করেছেন ।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে ডেপুটেশন

পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, অফলাইনে আবেদনকারীদের মধ্যে ৭৩৮ জন প্রার্থী রয়েছেন, যাদের বাড়তি নম্বর দেওয়া হলে তারা ২০১৪ সালের TET উত্তীর্ণ হয়ে যেতে পারেন । যেহেতু মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন, তাই ওই সকল অফলাইনে আবেদনকারী প্রার্থীদের এখন মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হয়নি । কিন্তু, এক হাজার ২১৬ জনের মধ্যে যে প্রার্থী তাঁর বিষয় ও ক্যাটাগরিতে মেধাতালিকায় থাকা সর্বশেষ প্রার্থীর সমান বা বেশি নম্বর পাবেন তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন । যদি তাঁরা ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের আইন অনুযায়ী অন্য সব যোগ্যতার মাপকাঠি পূরণ করেন, সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য । সোমবার রাতে পর্ষদের প্রকাশিত মেধাতালিকাটি রাজ্যভিত্তিক । খুব শীঘ্রই বিষয় ও ক্যাটাগরি অনুযায়ী জেলাভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ।

Last Updated : Feb 16, 2021, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.