ETV Bharat / city

Rakhi Bandhan: রাখি বন্ধন উৎসবে সামিল বিশেষভাবে সক্ষমরাও - Rakhi Bandhan

বেহালার ‘ঈশ্বর সংকল্প‘, এখানেই বাস বিশেষভাবে সক্ষম 64 জন আবাসিক (Mentaly Challenge Patient Celebrate Raksha Bandhan) ৷ তাঁরাও পালন করলেন রাখি বন্ধন উৎসব ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী-সহ সরকারি স্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ।

Rakhi Bandhan
রাখি বন্ধন উৎসবে সামিল বিশেষভাবে সক্ষমরাও
author img

By

Published : Aug 11, 2022, 10:36 PM IST

কলকাতা, 11 অগস্ট: সমাজের মূল স্রোত থেকে তাঁরা অনেকটাই দূরে। সমাজের চোখে তাঁরা মানসিক রোগী (Mentaly Challenge Patient Celebrate Raksha Bandhan) বা বিশেষভাবে সক্ষম । এই সকল আবাসিকদেরও এক সময় বাড়ি-পরিবার ছিল ৷ আজ তাঁদের ঠিকানা 19 বি চেতলা হাট রোডের ‘ঈশ্বর সংকল্প‘। বাড়ির লোকজনও তাঁদের আজ ব্রাত্য করেছেন ৷ তাঁরা মাসনিকভাবে সক্ষম ৷ তবে ‘ঈশ্বর সংকল্প‘ তাঁদের আপন করে নিয়েছে ৷ বর্তমানে সেখানকার আবাসিকরাই একে অপরের আপন হয়ে গিয়েছন ৷ তাঁদের নিয়েই পালিত হল রাখিবন্ধন উৎসব।

চেতলার ‘ঈশ্বর সংকল্প‘ একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৷ যারা বিশেষভাবে সক্ষমদের নিয়ে কাজ করে এই সংগঠন ৷ এই স্বেচ্ছাসেবী সংস্থায় বর্তমানে রয়েছে 64 জন আবাসিক । নিজেদের হাতের তৈরি রাখি একে অপরের হাতে বেঁধে আজকের সম্প্রীতির রাখি বন্ধন উৎসবে মাতলেন তাঁরা। ওই সংস্থারই একজন সদস্য শ্রীয়াঙ্কা রায় বলেন, "আমাদের এখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় । সেরকমই রাখি একটি উৎসব । এই অনুষ্ঠান ঘিরে মেয়েদের উত্তেজনা তুঙ্গে । কারণ ওরা রোজ আমাদের দেখতে পায় । আজ বহু মানুষ এসেছেন তাঁদের রাখি পড়িয়াছেন ওরা সবাই খুশি।"

আরও পড়ুন: অন্য রাখি ! সারমেয়দের রাখি বেঁধে আগলে রাখার অঙ্গিকার অবন্তিকার
এই স্বেচ্ছাসেবী সংগঠনের আবাসিক মামনি চন্দ্র বলেন," এখানে বহুদিন ধরেই বিভিন্ন উৎসব পালন করা হয় । আমরা নিজেরা সুতো পুঁথি দিয়ে রাখি তৈরি করেছিলাম । বেশ ভালো লাগছে।"

কলকাতা, 11 অগস্ট: সমাজের মূল স্রোত থেকে তাঁরা অনেকটাই দূরে। সমাজের চোখে তাঁরা মানসিক রোগী (Mentaly Challenge Patient Celebrate Raksha Bandhan) বা বিশেষভাবে সক্ষম । এই সকল আবাসিকদেরও এক সময় বাড়ি-পরিবার ছিল ৷ আজ তাঁদের ঠিকানা 19 বি চেতলা হাট রোডের ‘ঈশ্বর সংকল্প‘। বাড়ির লোকজনও তাঁদের আজ ব্রাত্য করেছেন ৷ তাঁরা মাসনিকভাবে সক্ষম ৷ তবে ‘ঈশ্বর সংকল্প‘ তাঁদের আপন করে নিয়েছে ৷ বর্তমানে সেখানকার আবাসিকরাই একে অপরের আপন হয়ে গিয়েছন ৷ তাঁদের নিয়েই পালিত হল রাখিবন্ধন উৎসব।

চেতলার ‘ঈশ্বর সংকল্প‘ একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৷ যারা বিশেষভাবে সক্ষমদের নিয়ে কাজ করে এই সংগঠন ৷ এই স্বেচ্ছাসেবী সংস্থায় বর্তমানে রয়েছে 64 জন আবাসিক । নিজেদের হাতের তৈরি রাখি একে অপরের হাতে বেঁধে আজকের সম্প্রীতির রাখি বন্ধন উৎসবে মাতলেন তাঁরা। ওই সংস্থারই একজন সদস্য শ্রীয়াঙ্কা রায় বলেন, "আমাদের এখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় । সেরকমই রাখি একটি উৎসব । এই অনুষ্ঠান ঘিরে মেয়েদের উত্তেজনা তুঙ্গে । কারণ ওরা রোজ আমাদের দেখতে পায় । আজ বহু মানুষ এসেছেন তাঁদের রাখি পড়িয়াছেন ওরা সবাই খুশি।"

আরও পড়ুন: অন্য রাখি ! সারমেয়দের রাখি বেঁধে আগলে রাখার অঙ্গিকার অবন্তিকার
এই স্বেচ্ছাসেবী সংগঠনের আবাসিক মামনি চন্দ্র বলেন," এখানে বহুদিন ধরেই বিভিন্ন উৎসব পালন করা হয় । আমরা নিজেরা সুতো পুঁথি দিয়ে রাখি তৈরি করেছিলাম । বেশ ভালো লাগছে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.