কলকাতা, 24 ডিসেম্বর : বিধানসভা ভবন ঘুরে দেখলেন কলকাতায় নিযুক্ত জার্মানির কনসাল জেনেরাল মাইকেল ফেনিয়ার । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জার্মানির কনসাল জেনেরালকে সংবিধান উপহার দেন । সঙ্গে দেন নতুন বছরের একটি ডায়েরি ।
পশ্চিমবঙ্গ বিধানসভা ঘুরে দেখে খুশি কনসাল জেনারেল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিবেশন কক্ষ আজ ঘুরে দেখেন তিনি । সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সবকটি রাজনৈতিক দল সম্পর্কে জানতে চান । বিধানসভার অধিবেশন কক্ষে শাসক এবং বিরোধী শিবিরের আসন বণ্টন পদ্ধতিও খুঁটিয়ে দেখেন মাইকেল ফেনিয়ার ।
নতুন বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের সদস্যরা পশ্চিমবঙ্গ বিধানসভায় আসতে চান । ডিবেট করতে চান এরাজ্যের বিধায়কদের সঙ্গেও । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে জার্মানির পার্লামেন্টের সাদৃশ্য রয়েছে । ফেব্রুয়ারি মাসে যদি অধিবেশন না চলে তাহলে, জার্মানির পার্লামেন্টের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে । এর ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে জার্মানির রাজনৈতিক সংস্কৃতির আদান-প্রদান হবে বলে মনে করেন তিনি ।"