ETV Bharat / city

বিধানসভা ঘুরে দেখলেন জার্মানির কনসাল জেনেরাল - the assembly

পশ্চিমবঙ্গ বিধানসভা ঘুরে দেখে খুশি কনসাল জেনারেল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিবেশন কক্ষ আজ ঘুরে দেখেন তিনি । সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সবকটি রাজনৈতিক দল সম্পর্কে জানতে চান । বিধানসভার অধিবেশন কক্ষে শাসক এবং বিরোধী শিবিরের আসন বণ্টন পদ্ধতিও খুঁটিয়ে দেখেন মাইকেল ফেনিয়ার ।

Members of the German parliament
বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন জার্মানির কনসাল জেনারেল
author img

By

Published : Dec 25, 2019, 12:05 AM IST

কলকাতা, 24 ডিসেম্বর : বিধানসভা ভবন ঘুরে দেখলেন কলকাতায় নিযুক্ত জার্মানির কনসাল জেনেরাল মাইকেল ফেনিয়ার । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জার্মানির কনসাল জেনেরালকে সংবিধান উপহার দেন । সঙ্গে দেন নতুন বছরের একটি ডায়েরি ।


পশ্চিমবঙ্গ বিধানসভা ঘুরে দেখে খুশি কনসাল জেনারেল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিবেশন কক্ষ আজ ঘুরে দেখেন তিনি । সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সবকটি রাজনৈতিক দল সম্পর্কে জানতে চান । বিধানসভার অধিবেশন কক্ষে শাসক এবং বিরোধী শিবিরের আসন বণ্টন পদ্ধতিও খুঁটিয়ে দেখেন মাইকেল ফেনিয়ার ।

নতুন বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের সদস্যরা পশ্চিমবঙ্গ বিধানসভায় আসতে চান । ডিবেট করতে চান এরাজ্যের বিধায়কদের সঙ্গেও । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে জার্মানির পার্লামেন্টের সাদৃশ্য রয়েছে । ফেব্রুয়ারি মাসে যদি অধিবেশন না চলে তাহলে, জার্মানির পার্লামেন্টের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে । এর ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে জার্মানির রাজনৈতিক সংস্কৃতির আদান-প্রদান হবে বলে মনে করেন তিনি ।"

কলকাতা, 24 ডিসেম্বর : বিধানসভা ভবন ঘুরে দেখলেন কলকাতায় নিযুক্ত জার্মানির কনসাল জেনেরাল মাইকেল ফেনিয়ার । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জার্মানির কনসাল জেনেরালকে সংবিধান উপহার দেন । সঙ্গে দেন নতুন বছরের একটি ডায়েরি ।


পশ্চিমবঙ্গ বিধানসভা ঘুরে দেখে খুশি কনসাল জেনারেল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিবেশন কক্ষ আজ ঘুরে দেখেন তিনি । সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সবকটি রাজনৈতিক দল সম্পর্কে জানতে চান । বিধানসভার অধিবেশন কক্ষে শাসক এবং বিরোধী শিবিরের আসন বণ্টন পদ্ধতিও খুঁটিয়ে দেখেন মাইকেল ফেনিয়ার ।

নতুন বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের সদস্যরা পশ্চিমবঙ্গ বিধানসভায় আসতে চান । ডিবেট করতে চান এরাজ্যের বিধায়কদের সঙ্গেও । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে জার্মানির পার্লামেন্টের সাদৃশ্য রয়েছে । ফেব্রুয়ারি মাসে যদি অধিবেশন না চলে তাহলে, জার্মানির পার্লামেন্টের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে । এর ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে জার্মানির রাজনৈতিক সংস্কৃতির আদান-প্রদান হবে বলে মনে করেন তিনি ।"

Intro:বিধানসভা ভবন ঘুরে গেলেন কলকাতায় নিযুক্ত জার্মানির কনসাল জেনারেল ডঃ মাইকেল ফেনিয়ার। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জার্মানির কনসাল জেনারেলকে বিধানসভার সংবিধান উপহার দেন। সঙ্গে দেন নতুন বছরের একটি ডায়েরিও।


Body:কলকাতা নিযুক্ত জার্মানির কনসাল জেনারেল পশ্চিমবঙ্গ বিধানসভা ঘুরে দেখে আপ্লুত। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ঘুরলেন অধিবেশন কক্ষ। পশ্চিমবঙ্গের সবকটি রাজনৈতিক দল সম্পর্কে জানতে চাইলেন তিনি। বিধানসভার অধিবেশন কক্ষে শাসক এবং বিরোধী শিবিরের আসন বন্টন পদ্ধতিও খুঁটিয়ে দেখেন মাইকেল ফেনিয়ার। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের সদস্যরা পশ্চিমবঙ্গ বিধানসভায় আসতে চান। ডিবেট করতে চান এরাজ্যের বিধায়কদের সঙ্গেও। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে জার্মানির পার্লামেন্টের বেশ কিছু সাদৃশ্য রয়েছে। ফেব্রুয়ারি মাসে যদি অধিবেশন না চলে তাহলে, জার্মানির পার্লামেন্টের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে। এর ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে জার্মানির রাজনৈতিক সংস্কৃতির আদান-প্রদান হবে বলে মনে করেন তিনি। জার্মানির কনসাল জেনারেল ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা খুঁটিয়ে দেখেছেন তিনি। বিধানসভার কার্যপ্রণালী দেখে আপ্লুত মাইকেল ফেনিয়ার।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.