ETV Bharat / city

Baguiati Double Murder: 'কালীঘাটে গিয়ে পাঁচবার ফিরে এসেছিল নিহত দুই ছাত্রের পরিবার !' দাবি সেলিমের

বাগুইআটি জোড়া খুনের ঘটনায় (Baguiati Double Murder) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর অধীনে থাকা পুলিশ দফতরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) ৷ কী বললেন তিনি ?

MD Salim slams Mamata Banerjee over Baguiati Double Murder case
Baguiati Double Murder: 'কালীঘাটে গিয়ে পাঁচবার ফিরে এসেছিল নিহত দুই ছাত্রের পরিবার !' দাবি সেলিমের
author img

By

Published : Sep 8, 2022, 9:17 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: বাগুইআটি জোড়া খুনের ঘটনায় (Baguiati Double Murder) এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় তুলল সিপিএম ৷ বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) এ নিয়ে একের পর এক তোপ দাগেন ৷ তাঁর নিশানায় ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা পুলিশ মন্ত্রী ৷ সেলিম তাঁর বক্তব্যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ তোলেন ৷ তাঁর গুরুতর দাবি, "বাগুইআটি কাণ্ডে নিহত অতনুর পরিবারের সদস্যরা পাঁচ-পাঁচবার কালীঘাটে (মুখ্যমন্ত্রীর বাড়ি) গিয়েও ফিরে এসেছিলেন ! পুলিশ দূর ছাই করে তাঁদের তাড়িয়ে দিয়েছে !" সেলিমের দাবি, নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরাই তাঁকে এবং তাঁর দলের অন্য় নেতা ও কর্মীদের কাছে এই ঘটনার কথা জানিয়েছেন ৷

প্রসঙ্গত, বাগুইআটিতে দুই স্কুলপড়ুয়ার খুনের ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ বুধবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যের মতো একাধিক নেতা নিহত ছাত্রদের বাড়িতে যান ৷ দুই ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ তাঁদের সমবেদনা জানান ৷ কিন্তু, নিহত ছাত্রদের পরিবার এই বাম প্রতিনিধিদের তাড়িয়ে দেয় বলে বেশ কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচার হয়েছে ! যা সর্বৈব মিথ্যা বলে এদিন দাবি করেন সেলিম ৷

আরও পড়ুন: বাগুইআটি কাণ্ডে ব্যবহৃত গাড়িতে মিলল 7টি আঙুলের ছাপ

এই প্রসঙ্গে সিপিএমের এই প্রবীণ নেতা বলেন, "বেশ কিছু মিডিয়া টিআরপি-এর দৌড়ে টিকে থাকতে আগে থেকে তৈরি করা খবর সম্প্রচার করেছে ! যদিও পরে নিজেদের ভুল সংশোধন করে নিয়েছে তারা !" বুধবারের ঘটনা প্রসঙ্গে সেলিম আরও বলেন, "অতনুদের পরিবারের সদস্যরাই আমাদের মোটরবাইকে করে তাঁদের বাড়িতে নিয়ে যান ৷ তাঁদের সঙ্গে প্রায় 40 মিনিট কথা হয় আমাদের ৷ তাঁরা কালীঘাটে গিয়ে কীভাবে বারবার দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন, সেই ঘটনাও আমাদের জানান ৷ অথচ সেই খবর কোনও সংবাদমাধ্যমেই সম্প্রচারিত হতে দেখলাম না !"

সেলিমের দাবি, "নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক, সংসদ, থানা, সকলের দরজায় ছুটে গিয়েছেন ৷ সন্তানদের ফিরিয়ে আনতে দরবার করেছেন ৷ কিন্তু, কেউ তাঁদের কথার গুরুত্ব দেয়নি ৷ তাহলে কোটি কোটি টাকা খরচ করে দিদিকে বলো, ভাইপোকে বলো-র প্রচার করে কী লাভ হল ?"

কলকাতা, 8 সেপ্টেম্বর: বাগুইআটি জোড়া খুনের ঘটনায় (Baguiati Double Murder) এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় তুলল সিপিএম ৷ বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) এ নিয়ে একের পর এক তোপ দাগেন ৷ তাঁর নিশানায় ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা পুলিশ মন্ত্রী ৷ সেলিম তাঁর বক্তব্যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ তোলেন ৷ তাঁর গুরুতর দাবি, "বাগুইআটি কাণ্ডে নিহত অতনুর পরিবারের সদস্যরা পাঁচ-পাঁচবার কালীঘাটে (মুখ্যমন্ত্রীর বাড়ি) গিয়েও ফিরে এসেছিলেন ! পুলিশ দূর ছাই করে তাঁদের তাড়িয়ে দিয়েছে !" সেলিমের দাবি, নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরাই তাঁকে এবং তাঁর দলের অন্য় নেতা ও কর্মীদের কাছে এই ঘটনার কথা জানিয়েছেন ৷

প্রসঙ্গত, বাগুইআটিতে দুই স্কুলপড়ুয়ার খুনের ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ বুধবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যের মতো একাধিক নেতা নিহত ছাত্রদের বাড়িতে যান ৷ দুই ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ তাঁদের সমবেদনা জানান ৷ কিন্তু, নিহত ছাত্রদের পরিবার এই বাম প্রতিনিধিদের তাড়িয়ে দেয় বলে বেশ কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচার হয়েছে ! যা সর্বৈব মিথ্যা বলে এদিন দাবি করেন সেলিম ৷

আরও পড়ুন: বাগুইআটি কাণ্ডে ব্যবহৃত গাড়িতে মিলল 7টি আঙুলের ছাপ

এই প্রসঙ্গে সিপিএমের এই প্রবীণ নেতা বলেন, "বেশ কিছু মিডিয়া টিআরপি-এর দৌড়ে টিকে থাকতে আগে থেকে তৈরি করা খবর সম্প্রচার করেছে ! যদিও পরে নিজেদের ভুল সংশোধন করে নিয়েছে তারা !" বুধবারের ঘটনা প্রসঙ্গে সেলিম আরও বলেন, "অতনুদের পরিবারের সদস্যরাই আমাদের মোটরবাইকে করে তাঁদের বাড়িতে নিয়ে যান ৷ তাঁদের সঙ্গে প্রায় 40 মিনিট কথা হয় আমাদের ৷ তাঁরা কালীঘাটে গিয়ে কীভাবে বারবার দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন, সেই ঘটনাও আমাদের জানান ৷ অথচ সেই খবর কোনও সংবাদমাধ্যমেই সম্প্রচারিত হতে দেখলাম না !"

সেলিমের দাবি, "নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক, সংসদ, থানা, সকলের দরজায় ছুটে গিয়েছেন ৷ সন্তানদের ফিরিয়ে আনতে দরবার করেছেন ৷ কিন্তু, কেউ তাঁদের কথার গুরুত্ব দেয়নি ৷ তাহলে কোটি কোটি টাকা খরচ করে দিদিকে বলো, ভাইপোকে বলো-র প্রচার করে কী লাভ হল ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.