কলকাতা , 2 এপিল : অস্থায়ী রেশন কার্ড বিলি নিয়ে জরুরি বৈঠকে বসলেন মেয়র ফিরহাদ হাকিম । আজ মেয়র বোরো চেয়ারম্যানদের নিয়ে ভিডিয়ো কলের মাধ্যমে মিটিং করেন কলকাতা পৌর নিগমের সদর দপ্তরে ।
অস্থায়ী রেশন কার্ড তৈরি করে কিভাবে তা সাধারণের মধ্যে বিলি করা হবে সেই নিয়ে আজ জরুরি বৈঠক করেন ফিরহাদ হাকিম । মেয়র জানিয়েছেন, " 2 লক্ষ 70 হাজার মানুষ এই অস্থায়ী রেশন কার্ডের মাধ্যমে চাল নিতে পারবে রেশন দোকান থেকে । আগামীকালই সেই অস্থায়ী রেশন কার্ড তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে বলে জানিয়েছেন তিনি । কলকাতায় অস্থায়ী রেশন কার্ড তৈরি করে খাদ্য বিলি করার দায়িত্ব কলকাতা পৌর নিগমকে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ।" তিনি আরও বলেন যে , "পৌরনিগম এই মুহূর্তে দুটি কাজের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে । একটি হল কলকাতা শহরকে জীবাণুমুক্ত করা ও দ্বিতীয়টি হল কলকাতাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার জন্য নিয়মিত সাফ সাফাই এর কাজ চালিয়ে যাওয়া ।