ETV Bharat / city

রেলের উদাসীনতায় থমকে মাঝেরহাট ব্রিজের কাজ, অভিযোগ মেয়রের

আজ কলকাতা পৌরনিগম, পূর্তদপ্তর, KMDA এবং কলকাতা পুলিশের সঙ্গে ব্রিজগুলির অবস্থা নিয়ে রিভিউ মিটিং করেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ জানান, রেলের অনুমতি না মেলায় আটকে রয়েছে মাঝেরহাট ব্রিজের কাজ ৷

Review Meeting
রিভিউ মিটিং
author img

By

Published : Feb 14, 2020, 9:20 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : উত্তর কলকাতার টালা এবং দক্ষিণ কলকাতার মাঝেরহাট ব্রিজের জন্য প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের । আজ কলকাতা পৌরনিগম, পূর্ত দপ্তর, KMDA এবং কলকাতা পুলিশের সঙ্গে ব্রিজগুলির অবস্থা নিয়ে রিভিউ মিটিং করলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷

মিটিং শেষে মেয়র জানান, মাঝেরহাট ব্রিজ নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে । পাশাপাশি রেলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন । তিনি বলেন, "এখনও রেলের অনুমতি না মেলায় মাঝেরহাট ব্রিজের কাজ আটকে রয়েছে । রেললাইনের উপর ব্রিজের যে অংশে কাজ হবে তারজন্য এখনও রেল অনুমতি দেয়নি । রেলের গাফিলতির জন্যই মাঝেরহাট ব্রিজের কাজ শেষ করতে দেরি হচ্ছে ৷ " তিনি জানান, আরও বিকল্প রাস্তা তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে । সেইসঙ্গে তিনি জানিয়েছেন কাঁটাপুকুর থেকে যাতে গার্ডেনরিচ ফ্লাইওভারে ওঠা যায় তার জন্য বিকল্প রাস্তা তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

রেলের উদাসীনতায় থমকে মাঝেরহাট ব্রিজের কাজ

টালা ব্রিজের কাজ চলছে যার জেরে ওই এলাকায় যানজটের সমস্যা হচ্ছে । যানজট কাটাতে কয়েকটি রাস্তাকে আরও চওড়া করা হবে বলে জানান মেয়র ৷ রাস্তা চওড়া করার বিষয়ে এদিন মিটিংয়ে PWD-র সঙ্গে কথা হয়েছে । মেয়র আরও জানান, ইতিমধ্যে PWD কয়েকটি রাস্তাকে ইতিমধ্যেই চওড়া করে দিয়েছে । ওই এলাকায় পানীয় জলের পাইপলাইনের কাজ চলছে ৷ পাশাপাশি রাস্তার কাজও করা হচ্ছে ৷

আজকের বৈঠকে কাশীপুর ব্রিজ নিয়েও আলোচনা হয় । কাশীপুর ব্রিজের অবস্থা বিশেষ ভালো নয় । ইতিমধ্যেই এ বিষয়ে সর্তক করা হয়েছে রেল কর্তৃপক্ষকে ৷ কারণ কাশীপুর ব্রিজটি রেলের ৷ রেলকে ইতিমধ্যেই চিঠি দিয়ে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে মেরামতের কাজ শুরুর কথা জানানো হয়েছে ৷ কারণ ব্রিজের নীচে প্রায় 200 জন মানুষ বাস করে । তাঁদের স্থানান্তরিত বা পুনর্বাসন দেওয়া সম্ভব নয় । মেয়র জানান, তাই রেলের কাছে আবেদন করা হয়েছে ব্রিজটি মেরামতের যথাযথ ব্যবস্থা নিতে ।

কলকাতা, 14 ফেব্রুয়ারি : উত্তর কলকাতার টালা এবং দক্ষিণ কলকাতার মাঝেরহাট ব্রিজের জন্য প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের । আজ কলকাতা পৌরনিগম, পূর্ত দপ্তর, KMDA এবং কলকাতা পুলিশের সঙ্গে ব্রিজগুলির অবস্থা নিয়ে রিভিউ মিটিং করলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷

মিটিং শেষে মেয়র জানান, মাঝেরহাট ব্রিজ নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে । পাশাপাশি রেলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন । তিনি বলেন, "এখনও রেলের অনুমতি না মেলায় মাঝেরহাট ব্রিজের কাজ আটকে রয়েছে । রেললাইনের উপর ব্রিজের যে অংশে কাজ হবে তারজন্য এখনও রেল অনুমতি দেয়নি । রেলের গাফিলতির জন্যই মাঝেরহাট ব্রিজের কাজ শেষ করতে দেরি হচ্ছে ৷ " তিনি জানান, আরও বিকল্প রাস্তা তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে । সেইসঙ্গে তিনি জানিয়েছেন কাঁটাপুকুর থেকে যাতে গার্ডেনরিচ ফ্লাইওভারে ওঠা যায় তার জন্য বিকল্প রাস্তা তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

রেলের উদাসীনতায় থমকে মাঝেরহাট ব্রিজের কাজ

টালা ব্রিজের কাজ চলছে যার জেরে ওই এলাকায় যানজটের সমস্যা হচ্ছে । যানজট কাটাতে কয়েকটি রাস্তাকে আরও চওড়া করা হবে বলে জানান মেয়র ৷ রাস্তা চওড়া করার বিষয়ে এদিন মিটিংয়ে PWD-র সঙ্গে কথা হয়েছে । মেয়র আরও জানান, ইতিমধ্যে PWD কয়েকটি রাস্তাকে ইতিমধ্যেই চওড়া করে দিয়েছে । ওই এলাকায় পানীয় জলের পাইপলাইনের কাজ চলছে ৷ পাশাপাশি রাস্তার কাজও করা হচ্ছে ৷

আজকের বৈঠকে কাশীপুর ব্রিজ নিয়েও আলোচনা হয় । কাশীপুর ব্রিজের অবস্থা বিশেষ ভালো নয় । ইতিমধ্যেই এ বিষয়ে সর্তক করা হয়েছে রেল কর্তৃপক্ষকে ৷ কারণ কাশীপুর ব্রিজটি রেলের ৷ রেলকে ইতিমধ্যেই চিঠি দিয়ে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে মেরামতের কাজ শুরুর কথা জানানো হয়েছে ৷ কারণ ব্রিজের নীচে প্রায় 200 জন মানুষ বাস করে । তাঁদের স্থানান্তরিত বা পুনর্বাসন দেওয়া সম্ভব নয় । মেয়র জানান, তাই রেলের কাছে আবেদন করা হয়েছে ব্রিজটি মেরামতের যথাযথ ব্যবস্থা নিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.