কলকাতা, 1 মে: মে দিবসে (May Day 2022) সব কর্মীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on Labour Day)৷ কর্মী ভাই-বোনেদের জন্য তিনি গর্বিত ৷ টুইটে এ কথাই লিখেছেন তৃণমূল নেত্রী ৷
আজ আন্তর্জাতিক শ্রমদিবস ৷ এই বিশেষ দিনে টুইট (Mamata Banerjee tweets on May Day) করে সব কর্মীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on International Labour Day2022)৷ টুইটে তিনি লেখেন, "আন্তর্জাতিক কর্মী দিবসে আন্তরিক শুভেচ্ছা ৷ বাংলায়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কর্মরত ভাই, বোন ও সাথীদের জন্য আমরা গর্বিত ৷ আপনাদের সবাইকে ও আপনাদের পরিবারের উদ্দেশে কৃতজ্ঞতার সঙ্গে শুভেচ্ছা জানাই ৷"
-
Heartiest greetings on International Workers’ Day.
— Mamata Banerjee (@MamataOfficial) May 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We are proud of our working brothers and sisters, our Sathis, internationally, nationally, and in Bengal. Grateful best wishes to all of them and their family members.
">Heartiest greetings on International Workers’ Day.
— Mamata Banerjee (@MamataOfficial) May 1, 2022
We are proud of our working brothers and sisters, our Sathis, internationally, nationally, and in Bengal. Grateful best wishes to all of them and their family members.Heartiest greetings on International Workers’ Day.
— Mamata Banerjee (@MamataOfficial) May 1, 2022
We are proud of our working brothers and sisters, our Sathis, internationally, nationally, and in Bengal. Grateful best wishes to all of them and their family members.
প্রতি বছর 1 মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমদিবস ৷ বিভিন্ন ক্ষেত্রে মেহনতি কর্মী ও শ্রমিকদের সম্মান জানাতেই এই বিশেষ দিন ৷ এটাই তাঁদের অধিকারগুলিকে আরও বলিষ্ঠ রূপে বুঝে নেওয়ার দিন ৷ 80টিরও বেশি দেশে এই দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয় ৷ ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে, চেন্নাইতে ৷ উদ্যোক্তা ছিল দ্য লেবার কিষান পার্টি অফ হিন্দুস্থান ৷
আরও পড়ুন: মে দিবসে ছুটি নয়, কাজ চাইছেন মালদার শ্রমিকরা