ETV Bharat / city

বেশি সংখ্যক লোকাল ট্রেন চালানোর পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর - সামাজিক দূরত্ব

আজ নবান্ন সভাঘরে রাজ্য়ের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্য়মন্ত্রী ৷ সেখানেই কোরোনা আবহের মধ্য়ে লোকাল ট্রেন চালানো নিয়ে আলোচনা হয় ৷

maximum_number_of_local_train_should_run_cm_mamata_banarjee_asked
বেশি সংখ্যক লোকাল ট্রেন চালানোর পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Nov 5, 2020, 6:22 PM IST

কলকাতা, 5 নভেম্বর : বেশি করে লোকাল ট্রেন চালানোর পক্ষে সওয়াল করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে একথা বলেন তিনি ৷ পাশাপাশি স্বাস্থ্য়বিধিকে মান্য়তা দিয়ে ট্রেন স্য়ানিটাইজ় করার কথা বলেন মুখ্য়মন্ত্রী ৷

আজ নবান্ন সভাঘরে রাজ্য়ের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্য়মন্ত্রী ৷ সেখানেই কোরোনা আবহের মধ্য়ে লোকাল ট্রেন চালানো নিয়ে আলোচনা হয় ৷ কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকাল ট্রেন চলবে তা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে নবান্ন ও রেলের আধিকারিকদের কপালে ৷

এনিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, বেশি করে লোকাল ট্রেন চললে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে ৷ রোগ সংক্রমণের ঝুঁকিও অনেকটাই কমবে ৷ নবান্ন সভাঘর থেকে এভাবেই বেশি ট্রেন চালানোর পক্ষে সওয়াল করেন তিনি ৷ গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হাওড়া ও শিয়ালদহ রুটে মোট 200 জোড়া ট্রেন চলাচল করবে। অর্থাৎ এক-তৃতীয়াংশ লোকাল ট্রেন চলবে বলে আপাতত ঠিক রয়েছে। তবে এত কম সংখ্যক লোকাল ট্রেন চলার ফলে কীভাবে সামাজিক দূরত্ব বজায় থাকবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যেও ফুটে উঠেছে সেই সংশয়। নবান্ন সভাঘরের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, ট্রেনগুলিকে যাতে নিয়মিত স্যানিটাইজ় করা হয় এবং কোভিড স্বাস্থ্যবিধি বজায় রাখা যায়।

কলকাতা, 5 নভেম্বর : বেশি করে লোকাল ট্রেন চালানোর পক্ষে সওয়াল করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে একথা বলেন তিনি ৷ পাশাপাশি স্বাস্থ্য়বিধিকে মান্য়তা দিয়ে ট্রেন স্য়ানিটাইজ় করার কথা বলেন মুখ্য়মন্ত্রী ৷

আজ নবান্ন সভাঘরে রাজ্য়ের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্য়মন্ত্রী ৷ সেখানেই কোরোনা আবহের মধ্য়ে লোকাল ট্রেন চালানো নিয়ে আলোচনা হয় ৷ কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকাল ট্রেন চলবে তা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে নবান্ন ও রেলের আধিকারিকদের কপালে ৷

এনিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, বেশি করে লোকাল ট্রেন চললে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে ৷ রোগ সংক্রমণের ঝুঁকিও অনেকটাই কমবে ৷ নবান্ন সভাঘর থেকে এভাবেই বেশি ট্রেন চালানোর পক্ষে সওয়াল করেন তিনি ৷ গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হাওড়া ও শিয়ালদহ রুটে মোট 200 জোড়া ট্রেন চলাচল করবে। অর্থাৎ এক-তৃতীয়াংশ লোকাল ট্রেন চলবে বলে আপাতত ঠিক রয়েছে। তবে এত কম সংখ্যক লোকাল ট্রেন চলার ফলে কীভাবে সামাজিক দূরত্ব বজায় থাকবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যেও ফুটে উঠেছে সেই সংশয়। নবান্ন সভাঘরের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, ট্রেনগুলিকে যাতে নিয়মিত স্যানিটাইজ় করা হয় এবং কোভিড স্বাস্থ্যবিধি বজায় রাখা যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.