ETV Bharat / city

Fire at Tangra : ট্যাংরায় বিধ্বংসী আগুন, দমকল ও পুরমন্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর - massive fire at Tangra

ঘটনাস্থলে গিয়েছে দমকলের 15টি ইঞ্জিন ৷ ট্যাংরার এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে (massive fire at Tangra) 4 জনের আহত হওয়ার খবর মিলেছে ৷

Fire at Tangra
http://10.10.50.85:6060///finalout4/west-bengal-nle/finalout/12-March-2022/14715021_wb_fire.mp4
author img

By

Published : Mar 12, 2022, 7:45 PM IST

Updated : Mar 12, 2022, 9:25 PM IST

কলকাতা, 12 মার্চ : ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড । এবার ঘটনাস্থল ট্যাংরা থানা এলাকার চিনা বাজারের একটি কাপড়ের গুদাম (massive fire breaks out at Tangra) । শনিবার বিকেল নাগাদ হঠাৎই আগুন লেগে যায় ওই কাপড়ের গুদামে ৷ আগুনের লেলিহান শিখা ক্রমে ছড়াতে শুরু করে ৷ ঘটনাস্থলে গিয়েছে দমকলের 15টি ইঞ্জিন ৷ আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ আগুন নেভাতে গিয়ে দমকল বিভাগের চারজন অসুস্থ হয়ে পড়েন ৷ প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের এনআরএস নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমসিম খাচ্ছেন দমকলের কর্মীরা ৷ দমকল মন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করে এদিন এই অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ট্যাংরায় কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন

আরও পড়ুন : ক্লাব নির্বাচনের মনোনয়নকে ঘিরে মোহনবাগানে ধুন্ধুমার, আহত বেশ কয়েকজন

ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । দমকল সূত্রে খবর ওই কাপড়ের গুদামে একাধিক দাহ্য বস্তু মজুত থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে । আগুনের গ্রাসে চলে গিয়েছে ওই কারখানার একাংশ ৷ আগুন ছড়িয়েছে পাশের এক বহুতলেও ৷ কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা ৷

কলকাতা, 12 মার্চ : ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড । এবার ঘটনাস্থল ট্যাংরা থানা এলাকার চিনা বাজারের একটি কাপড়ের গুদাম (massive fire breaks out at Tangra) । শনিবার বিকেল নাগাদ হঠাৎই আগুন লেগে যায় ওই কাপড়ের গুদামে ৷ আগুনের লেলিহান শিখা ক্রমে ছড়াতে শুরু করে ৷ ঘটনাস্থলে গিয়েছে দমকলের 15টি ইঞ্জিন ৷ আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ আগুন নেভাতে গিয়ে দমকল বিভাগের চারজন অসুস্থ হয়ে পড়েন ৷ প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের এনআরএস নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমসিম খাচ্ছেন দমকলের কর্মীরা ৷ দমকল মন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করে এদিন এই অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ট্যাংরায় কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন

আরও পড়ুন : ক্লাব নির্বাচনের মনোনয়নকে ঘিরে মোহনবাগানে ধুন্ধুমার, আহত বেশ কয়েকজন

ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । দমকল সূত্রে খবর ওই কাপড়ের গুদামে একাধিক দাহ্য বস্তু মজুত থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে । আগুনের গ্রাসে চলে গিয়েছে ওই কারখানার একাংশ ৷ আগুন ছড়িয়েছে পাশের এক বহুতলেও ৷ কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা ৷

Last Updated : Mar 12, 2022, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.