ETV Bharat / city

নাগরিকত্ব ইশুতে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি মমতার - mass voting on CAA and NRC issue by UN demand Mamata Banerjee

তৃণমূল নেত্রী বলেন, "নিরপেক্ষ রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করতে দেওয়া হোক ৷ রাষ্ট্রসংঘ, মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হোক ৷ "

mass voting on CAA and NRC issue by UN demand Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 20, 2019, 8:08 AM IST

কলকাতা, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তিনদিন মিছিলের পর গতকাল রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভা থেকে গণভোটের দাবি তুললেন তৃণমূল নেত্রী ৷ BJP-কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, "CAA ও NRC-র উপর সারা দেশে একটা গণভোট হয়ে যাক ৷ নিরপেক্ষ রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করতে দেওয়া হোক ৷ রাষ্ট্রসংঘ, মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হোক ৷ "

তিনি আরও বলেন, "সেখানে তৃণমূলেরও থাকার দরকার নেই ৷ BJP-র থাকার দরকার নেই ৷ অন্য দলের থাকার দরকার নেই ৷ হিন্দু, মুসলমান, শিখ, ক্রিশ্চান কোনও কমিউনিটিরও থাকার দরকার নেই ৷ আমরা চাই তাঁরা একটা গণভোট সংগঠিত করুক ৷ আমরা দেখতে চাই দেশের ক'জন লোক মানছে, আর ক'জন মানছে না ৷ যদি না মানার সংখ্যা বেশি হয় তাহলে বলুন, পদত্যাগ করতে বাধ্য হবেন ৷ "

রানি রাসমোণি অ্যাভিনিউয়ের সভামঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC এর প্রতিবাদে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো

নরেন্দ্র মোদি ও অমিত শাহকে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, " আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না । সবকিছু হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় ৷ অস্তিত্ব হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় না ৷ এটা মাথায় রাখবেন ৷ "

কলকাতা, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তিনদিন মিছিলের পর গতকাল রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভা থেকে গণভোটের দাবি তুললেন তৃণমূল নেত্রী ৷ BJP-কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, "CAA ও NRC-র উপর সারা দেশে একটা গণভোট হয়ে যাক ৷ নিরপেক্ষ রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করতে দেওয়া হোক ৷ রাষ্ট্রসংঘ, মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হোক ৷ "

তিনি আরও বলেন, "সেখানে তৃণমূলেরও থাকার দরকার নেই ৷ BJP-র থাকার দরকার নেই ৷ অন্য দলের থাকার দরকার নেই ৷ হিন্দু, মুসলমান, শিখ, ক্রিশ্চান কোনও কমিউনিটিরও থাকার দরকার নেই ৷ আমরা চাই তাঁরা একটা গণভোট সংগঠিত করুক ৷ আমরা দেখতে চাই দেশের ক'জন লোক মানছে, আর ক'জন মানছে না ৷ যদি না মানার সংখ্যা বেশি হয় তাহলে বলুন, পদত্যাগ করতে বাধ্য হবেন ৷ "

রানি রাসমোণি অ্যাভিনিউয়ের সভামঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC এর প্রতিবাদে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো

নরেন্দ্র মোদি ও অমিত শাহকে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, " আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না । সবকিছু হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় ৷ অস্তিত্ব হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় না ৷ এটা মাথায় রাখবেন ৷ "

Intro:কলকাতা, ১৯ ডিসেম্বর: আজ রানি রাসমণি এভেনিউয়ের CAA বিরোধী সভা মঞ্চ থেকে গণ ভোটের দাবি তুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "যতদিন যাবে একটা করে ধাক্কা খাবেন। ধাক্কা যদি সামলাতে হয়, আর বুকের যদি পাটা থাকে তাহলে আসুন একটা ভোট হয়ে যাক। গণভোট । CAB এবং NRC -র ওপরে গণভোট হোক। দেখতে চাই কটা লোক মানছে আর কটা লোক মানছে না। যদি না মানার সংখ্যা বেশি থাকে তাহলে বলুন আপনারা রেজিগনেশন করতে বাধ্য হবেন।"




Body:পর পর ৩ দিন প্রতিবাদ মিছিলের পর আজ বিকেলে কলকাতার রানি রাসমণি এভেনিউতে বৃহত্তর সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাতে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতা-কর্মীরা।
মঞ্চ থেকে CAA নিয়ে মোদি- শাহর বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, "যতদিন যাবে একটা করে ধাক্কা খাবেন। ধাক্কা যদি সামলাতে হয় আর বুকের যদি পাটা থাকে তাহলে আসুন একটা ভোট হয়ে যাক। গণভোট । CAB এবং NRC -র ওপরে গণভোট হোক। আপনারা করবেন না । ইউনাইটেড নেশন করবে। নিরপেক্ষ প্রতিষ্ঠান ভোটের ব্যবস্থা করুক। ইউনাইটেড নেশন, হিউম্যান রাইটস কমিশনদের নিয়ে কমিটি গঠন করে হোক। সেখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্য কোনও পার্টির থাকার দরকার নেই । হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান বা অন্য কমিউনিটির থাকার দরকার নেই । আমরা চাই তাঁরা একটা গণভোট সংগঠিত করুক। দেখতে চাই কটা লোক মানছে আর কটা লোক মানছে না। যদি না মানার সংখ্যা বেশি থাকে তাহলে বলুন রেজিগনেশন করতে বাধ্য হবেন"।
নরেন্দ্র মোদি ও অমিত শাহদের উদ্দেশ্যে মমতা হুঁশিয়ারি দিয়ে জানান, " আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না। সবকিছু হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় কিন্তু অস্তিত্ব হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় না ।"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.