ETV Bharat / city

Kolkata Dengue Situation: কলকাতার দক্ষিণ জুড়ে বাড়বাড়ন্ত ডেঙ্গির, উত্তরে খানিক স্বস্তি

পুজোর মুখে ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়ছে ৷ দক্ষিণ কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উত্তর কলকাতার থেকে কিছুটা বেশি ( Cases of Dengue is Increasing Across South Kolkata) । নাগরিকদের অসেচনতার জন্যই যত্রতত্র মশার লার্ভা জন্মাচ্ছে বলে মনে করা হচ্ছে ।

Kolkata Dengue Situation
কলকাতার দক্ষিণ জুড়ে বাড়বাড়ন্ত ডেঙ্গির
author img

By

Published : Sep 27, 2022, 6:55 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: শহরের মোট ডেঙ্গি (Dengue) আক্রান্তের 76 শতাংশই দক্ষিণ এবং সংযুক্ত কলকাতার । বোরো নম্বর 8 থেকে বোরো নম্বর 16 বাসিন্দারাই আক্রান্ত বেশি হচ্ছে বলে দাবি কলকাতা পৌরনিগমের (Cases of Dengue is Increasing Across South Kolkata)।

পৌরনিগমের তথ্য বলছে, দক্ষিণ শুধু আক্রান্তের ক্ষেত্রে এগিয়ে নেই, মশা লার্ভার উৎসস্থল থেকেও এগিয়ে । বিভিন্ন জায়গায় একাধিক ডেঙ্গি মশার লার্ভা মিলছে । কারণ হিসেবে নাগরিকদের অসচেতন মনোভাবই ফুটে উঠছে ৷

আরও পড়ুন : কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ভিন্নমত মেয়র ও ডেপুটি মেয়র

পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, শহরকে উত্তর এবং দক্ষিণ কলকাতায় ভাগ করেছেন করা হয়েছে । দমদম, কাশিপুর চত্বর থেকে শুরু করে মধ্য ও কলকাতার বেলেঘাটা, মল্লিকবাজার, পার্ক সার্কাস, আংশিক বালিগঞ্জ এলাকা 1 নম্বর বোরো থেকে 7 নম্বর বোরোর উত্তর কলকাতা পার্টে ধরা হচ্ছে । বাকি 8 নম্বর বোরো থেকে 16 নম্বর বোরোকে দক্ষিণ পার্টে ধরছে ।

ভবানীপুর, গার্ডেনরিচ থেকে বেহালা, টালিগঞ্জ, যাদবপুর পড়ছে দক্ষিণে । রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত শহরে 1044 জন ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছেন । উত্তর ভাগে আক্রান্ত মাত্র 248 জন । মাত্র 24 শতাংশ । দক্ষিণ ভাগে আক্রান্ত সংখ্যা 796 জন । শতাংশের বিচারে 76 শতাংশ ।

আরও পড়ুন : ডেঙ্গি নিয়ে বৈঠকে কলকাতার মেয়র

কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানাচ্ছেন, ডেঙ্গির ক্ষেত্রে এই ঘটনা নতুন নয় । দক্ষিণ ও সংযুক্ত এলাকায় বরাবর বেশি থাকে । কিন্তু এবার আক্রান্তের চিত্রটা বেশি উদ্বেগের । নির্মীয়মাণ বহুতলগুলিও চিন্তার অন্যতম প্রধান কারণ । সেই জায়গায় একাধিক মশার লার্ভা পাওয়া যাচ্ছে । সেই থেকে আশপাশের এলাকায় ডেঙ্গি ছড়াচ্ছে ।

উল্লেখ্য, ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে জেলা-সহ শহর কলকাতায় বেশকিছু মৃত্যুর ঘটনা সামনে এসেছে ৷ 2 দিন আগেই ডেঙ্গি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মহানগরের ডেঙ্গি পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক । কলকাতা পৌরনিগম এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে । গত দু'বছর ডেঙ্গি ছিল না । কারণ করোনার সময় সকলেই ঘরবন্দি ছিলেন । এই বছর ডেঙ্গির উদ্বেগ বেড়েছে । বিশেষ করে পুজোর আগে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় সংশ্লিষ্ট মহল ।

কলকাতা, 27 সেপ্টেম্বর: শহরের মোট ডেঙ্গি (Dengue) আক্রান্তের 76 শতাংশই দক্ষিণ এবং সংযুক্ত কলকাতার । বোরো নম্বর 8 থেকে বোরো নম্বর 16 বাসিন্দারাই আক্রান্ত বেশি হচ্ছে বলে দাবি কলকাতা পৌরনিগমের (Cases of Dengue is Increasing Across South Kolkata)।

পৌরনিগমের তথ্য বলছে, দক্ষিণ শুধু আক্রান্তের ক্ষেত্রে এগিয়ে নেই, মশা লার্ভার উৎসস্থল থেকেও এগিয়ে । বিভিন্ন জায়গায় একাধিক ডেঙ্গি মশার লার্ভা মিলছে । কারণ হিসেবে নাগরিকদের অসচেতন মনোভাবই ফুটে উঠছে ৷

আরও পড়ুন : কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ভিন্নমত মেয়র ও ডেপুটি মেয়র

পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, শহরকে উত্তর এবং দক্ষিণ কলকাতায় ভাগ করেছেন করা হয়েছে । দমদম, কাশিপুর চত্বর থেকে শুরু করে মধ্য ও কলকাতার বেলেঘাটা, মল্লিকবাজার, পার্ক সার্কাস, আংশিক বালিগঞ্জ এলাকা 1 নম্বর বোরো থেকে 7 নম্বর বোরোর উত্তর কলকাতা পার্টে ধরা হচ্ছে । বাকি 8 নম্বর বোরো থেকে 16 নম্বর বোরোকে দক্ষিণ পার্টে ধরছে ।

ভবানীপুর, গার্ডেনরিচ থেকে বেহালা, টালিগঞ্জ, যাদবপুর পড়ছে দক্ষিণে । রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত শহরে 1044 জন ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছেন । উত্তর ভাগে আক্রান্ত মাত্র 248 জন । মাত্র 24 শতাংশ । দক্ষিণ ভাগে আক্রান্ত সংখ্যা 796 জন । শতাংশের বিচারে 76 শতাংশ ।

আরও পড়ুন : ডেঙ্গি নিয়ে বৈঠকে কলকাতার মেয়র

কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানাচ্ছেন, ডেঙ্গির ক্ষেত্রে এই ঘটনা নতুন নয় । দক্ষিণ ও সংযুক্ত এলাকায় বরাবর বেশি থাকে । কিন্তু এবার আক্রান্তের চিত্রটা বেশি উদ্বেগের । নির্মীয়মাণ বহুতলগুলিও চিন্তার অন্যতম প্রধান কারণ । সেই জায়গায় একাধিক মশার লার্ভা পাওয়া যাচ্ছে । সেই থেকে আশপাশের এলাকায় ডেঙ্গি ছড়াচ্ছে ।

উল্লেখ্য, ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে জেলা-সহ শহর কলকাতায় বেশকিছু মৃত্যুর ঘটনা সামনে এসেছে ৷ 2 দিন আগেই ডেঙ্গি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মহানগরের ডেঙ্গি পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক । কলকাতা পৌরনিগম এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে । গত দু'বছর ডেঙ্গি ছিল না । কারণ করোনার সময় সকলেই ঘরবন্দি ছিলেন । এই বছর ডেঙ্গির উদ্বেগ বেড়েছে । বিশেষ করে পুজোর আগে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় সংশ্লিষ্ট মহল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.