কলকাতা, 1 জুন : বহরে বাড়ছে দল । রাজ্যে 2 থেকে আসন বেড়ে হয়েছে 18 । যোগদানও বাড়ছে দিন-দিন । আজ এই বিধায়ক, কাল ওই কাউন্সিলর আসছেনই । এর মাঝেই পুরোনো BJP কর্মীদের মনে প্রশ্ন জাগছে, দলে বেনোজল ঢুকছে না তো ? এমনিতে মণিরুল ইসলামকে নিয়ে বেশ চাপে রাজ্য নেতৃত্ব । শোনা যাচ্ছে, RSS নাকি মণিরুলের যোগদানের বিরোধিতা করছে । এই অবস্থায়, অনুপমের হাত ধরে মণিরুল BJP-তে আসায় ক্ষুব্ধ অনেকে । এদিকে, গতকাল সকাল থেকে সোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘোরাফেরা করছিল । পোস্টে লেখা, "মণিরুলকে BJP থেকে বহিষ্কার করা হয়েছে ।" যার জন্য RSS নেতৃত্বকে অনেকে ধন্যবাদও দেন । আদৌ কি এই পোস্টের সত্যতা আছে ? তাহলে কি সত্যিই বহিষ্কৃত হয়েছেন মণিরুল ।
এপ্রসঙ্গে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘুরিয়ে বলেন, "অসন্তোষ নেই । এই ধরনের দুশ্চিন্তা সবার মনেই আছে । যারা আমাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের কষ্ট দিয়েছে তারা আসছে পার্টিতে । স্বাভাবিকভাবে একটু দুশ্চিন্তা হয় । এটা পার্ট অফ দা গেম । রাজনীতিতে অনেক লোক আসেন, আসবেন । তাদের আমরা সেভাবে ব্যবহার করব । হজম করব । নাহলে পার্টি পারবে কী করে, ক্ষমতায় আসবে কী করে ? এভাবে এসেছে । আমরা তাদের সাফাইও করে দিয়েছি ।" তবে, এখনও যে মণিরুল দলেই আছেন তাও স্পষ্ট করে দেন তিনি ।
BJP-তে যোগদানের পর থেকে মণিরুলের প্রতিক্রিয়া মেলেনি । তবে, যার হাত ধরে তিনি BJP-তে গেছেন সেই অনুপম পড়েছেন দোলাচলে । RSS ঘনিষ্ঠ কয়েকজন নেতাও তাঁকে উঠতে-বসতে কথা শোনাচ্ছেন বলে খবর । সম্প্রতি হাওড়ার BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত প্রশ্ন করেন, "এই অনুপম আর কী কী করবে ?" BJP-র নিচুতলার কর্মীরাও বেশ ক্ষুব্ধ ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য নেতা বলছেন, "ওঁর মাথায় কেন্দ্রীয় নেতৃত্বের (পড়ুন মুকুল রায়) হাত আছে । তাই, কর্মী, সমর্থকরা চাইলেও এখনই মণিরুল-বিদায় হচ্ছে না ।"