ETV Bharat / city

BJP থেকে বহিষ্কৃত মণিরুল ? জল্পনা ওড়ালেন দিলীপ

author img

By

Published : Jun 1, 2019, 1:00 AM IST

Updated : Jun 1, 2019, 2:27 AM IST

BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘুরিয়ে বলেন, "দুশ্চিন্তা সবার মধ্যেই আছে । অসন্তোষ নয় । এটা পার্ট অফ দা গেম । রাজনীতিতে অনেক লোক আসে, আসবেনও । তাঁদের সঙ্গে আমরা সেভাবে ব্যবহারও করব । এভাবে এসেছে অনেকে । তাদের আমরা সাফাইও করেছি ।" তবে, এখনও যে মণিরুল দলেই আছেন তাও স্পষ্ট করে দেন তিনি ।

মণিরুল

কলকাতা, 1 জুন : বহরে বাড়ছে দল । রাজ্যে 2 থেকে আসন বেড়ে হয়েছে 18 । যোগদানও বাড়ছে দিন-দিন । আজ এই বিধায়ক, কাল ওই কাউন্সিলর আসছেনই । এর মাঝেই পুরোনো BJP কর্মীদের মনে প্রশ্ন জাগছে, দলে বেনোজল ঢুকছে না তো ? এমনিতে মণিরুল ইসলামকে নিয়ে বেশ চাপে রাজ্য নেতৃত্ব । শোনা যাচ্ছে, RSS নাকি মণিরুলের যোগদানের বিরোধিতা করছে । এই অবস্থায়, অনুপমের হাত ধরে মণিরুল BJP-তে আসায় ক্ষুব্ধ অনেকে । এদিকে, গতকাল সকাল থেকে সোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘোরাফেরা করছিল । পোস্টে লেখা, "মণিরুলকে BJP থেকে বহিষ্কার করা হয়েছে ।" যার জন্য RSS নেতৃত্বকে অনেকে ধন্যবাদও দেন । আদৌ কি এই পোস্টের সত্যতা আছে ? তাহলে কি সত্যিই বহিষ্কৃত হয়েছেন মণিরুল ।

এপ্রসঙ্গে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘুরিয়ে বলেন, "অসন্তোষ নেই । এই ধরনের দুশ্চিন্তা সবার মনেই আছে । যারা আমাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের কষ্ট দিয়েছে তারা আসছে পার্টিতে । স্বাভাবিকভাবে একটু দুশ্চিন্তা হয় । এটা পার্ট অফ দা গেম । রাজনীতিতে অনেক লোক আসেন, আসবেন । তাদের আমরা সেভাবে ব্যবহার করব । হজম করব । নাহলে পার্টি পারবে কী করে, ক্ষমতায় আসবে কী করে ? এভাবে এসেছে । আমরা তাদের সাফাইও করে দিয়েছি ।" তবে, এখনও যে মণিরুল দলেই আছেন তাও স্পষ্ট করে দেন তিনি ।

দিলীপ ঘোষের বক্তব্য

BJP-তে যোগদানের পর থেকে মণিরুলের প্রতিক্রিয়া মেলেনি । তবে, যার হাত ধরে তিনি BJP-তে গেছেন সেই অনুপম পড়েছেন দোলাচলে । RSS ঘনিষ্ঠ কয়েকজন নেতাও তাঁকে উঠতে-বসতে কথা শোনাচ্ছেন বলে খবর । সম্প্রতি হাওড়ার BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত প্রশ্ন করেন, "এই অনুপম আর কী কী করবে ?" BJP-র নিচুতলার কর্মীরাও বেশ ক্ষুব্ধ ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য নেতা বলছেন, "ওঁর মাথায় কেন্দ্রীয় নেতৃত্বের (পড়ুন মুকুল রায়) হাত আছে । তাই, কর্মী, সমর্থকরা চাইলেও এখনই মণিরুল-বিদায় হচ্ছে না ।"

কলকাতা, 1 জুন : বহরে বাড়ছে দল । রাজ্যে 2 থেকে আসন বেড়ে হয়েছে 18 । যোগদানও বাড়ছে দিন-দিন । আজ এই বিধায়ক, কাল ওই কাউন্সিলর আসছেনই । এর মাঝেই পুরোনো BJP কর্মীদের মনে প্রশ্ন জাগছে, দলে বেনোজল ঢুকছে না তো ? এমনিতে মণিরুল ইসলামকে নিয়ে বেশ চাপে রাজ্য নেতৃত্ব । শোনা যাচ্ছে, RSS নাকি মণিরুলের যোগদানের বিরোধিতা করছে । এই অবস্থায়, অনুপমের হাত ধরে মণিরুল BJP-তে আসায় ক্ষুব্ধ অনেকে । এদিকে, গতকাল সকাল থেকে সোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘোরাফেরা করছিল । পোস্টে লেখা, "মণিরুলকে BJP থেকে বহিষ্কার করা হয়েছে ।" যার জন্য RSS নেতৃত্বকে অনেকে ধন্যবাদও দেন । আদৌ কি এই পোস্টের সত্যতা আছে ? তাহলে কি সত্যিই বহিষ্কৃত হয়েছেন মণিরুল ।

এপ্রসঙ্গে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘুরিয়ে বলেন, "অসন্তোষ নেই । এই ধরনের দুশ্চিন্তা সবার মনেই আছে । যারা আমাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের কষ্ট দিয়েছে তারা আসছে পার্টিতে । স্বাভাবিকভাবে একটু দুশ্চিন্তা হয় । এটা পার্ট অফ দা গেম । রাজনীতিতে অনেক লোক আসেন, আসবেন । তাদের আমরা সেভাবে ব্যবহার করব । হজম করব । নাহলে পার্টি পারবে কী করে, ক্ষমতায় আসবে কী করে ? এভাবে এসেছে । আমরা তাদের সাফাইও করে দিয়েছি ।" তবে, এখনও যে মণিরুল দলেই আছেন তাও স্পষ্ট করে দেন তিনি ।

দিলীপ ঘোষের বক্তব্য

BJP-তে যোগদানের পর থেকে মণিরুলের প্রতিক্রিয়া মেলেনি । তবে, যার হাত ধরে তিনি BJP-তে গেছেন সেই অনুপম পড়েছেন দোলাচলে । RSS ঘনিষ্ঠ কয়েকজন নেতাও তাঁকে উঠতে-বসতে কথা শোনাচ্ছেন বলে খবর । সম্প্রতি হাওড়ার BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত প্রশ্ন করেন, "এই অনুপম আর কী কী করবে ?" BJP-র নিচুতলার কর্মীরাও বেশ ক্ষুব্ধ ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য নেতা বলছেন, "ওঁর মাথায় কেন্দ্রীয় নেতৃত্বের (পড়ুন মুকুল রায়) হাত আছে । তাই, কর্মী, সমর্থকরা চাইলেও এখনই মণিরুল-বিদায় হচ্ছে না ।"

Intro:
31-05-19


সুজয় ঘোষ, কলকাতা



বিজেপি থেকে বাদ মণিরুল? সত্যি না গুজব? কী জানালেন দিলীপ ঘোষ।






কলকাতাঃ লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম কে নাকি বিজেপি থেকে বহিস্কার করা হয়েছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এর পরই মনিরুল ইসলাম সম্পর্কে রাজ্য জুরেই জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গী ও মুকুল রায়ের হাত ধরে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মনিরুল ইসলাম কী দল থেকে বাদ পরলো? আজ বিজেপির রাজ্য দপ্তরে বসে এই জল্পনায় জল ঢাললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মনিরুল ইশুতে দিলীপ ঘোষ বলেন, তাকে বিহিস্কার ও দল থেকে বের করে দেওয়ার খবর সম্পূর্ন মিথ্যা। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তেই তাকে নেওয়া হয়েছে।।তবে তাকে বিহিস্কারের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিজেপির কোনও দলীয় কর্মী বা সমর্থক যদি এই কাজ করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।



মনিরুল ইসলাম বিজেপিতে যোগদান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পাটি বড় হচ্ছে এই সব ক্ষোভ- বিক্ষোভ দেখা যাবে। তবে কোনও খারাপ চিন্তা নয়। আমাদের ম্যান পাওয়ার ও মাসুল পাওয়ার দুটোই দরকার হয়। না হলে অর্জুন সিং জয়লাভ করত না।



বিজেপি সূত্রে খবর, মনিরুল ইসলাম কে দলে নেওয়ার পর RSS পক্ষে থেকে চরম বিরোধীতা শুরু হয়। একাধিক RSS নেতৃত্ব মনিরুল ইসলাম কে দলে নেওয়ার জন্য দলের অন্দরে ক্ষোভ উগরে দেন। এমন কী হাওড়ার বিজেপির প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। এর পর বিজেপি প্রার্থী অনুপম হাজরা কে কাঠগোড়ায় তোলা হয়। পালটা প্রতিক্রিয়া দেন অনুপম। তবে মনিরুল ইসলাম কে দলে নেওয়ার বিষয়ে এখন আড়া আড়ি ভাবে বিভক্ত RSS ও বিজেপি নেতৃত্ব।Body:কপিConclusion:
Last Updated : Jun 1, 2019, 2:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.