কসবা, 23 জুলাই : মানসিক অবসাদ ৷ আর সেই থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন এক ব্যক্তি । ফেসবুকে নিজের টাইমলাইনে সে কথা জানিয়েছিলেন তিনি । আর তাতেই বাঁচল প্রাণ । বাঁচাল কলকাতা পুলিশ ৷
গতকাল ফেসবুক কর্তৃপক্ষ লালবাজারে একটি মেইল করে । তারা জানায়, এই শহরের এক ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন । পুলিশ যেন উপযুক্ত ব্যবস্থা নেয় সেই অনুরোধ করে ফেসবুক কর্তৃপক্ষ । মেইল পাওয়ার পরেই সক্রিয় হয় লালবাজারের সাইবার সেল । জানা যায়, ওই ব্যক্তি একটি ভিডিয়ো আপলোড করেছেন নিজের টাইমলাইনে । সেখানেই তিনি জানিয়েছেন আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা । এরপরই কসবা থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ৷
সাইবার সেলের গোয়েন্দারা ফেসবুকের দেওয়া তথ্য এবং ওই যুবকের প্রোফাইল ঘেঁটে পোস্টটি কোন মোবাইল থেকে করা হয়েছে, তা বার করেন । এর পর সেই মোবাইলের IP অ্যাড্রেস থেকে যুবকের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করা হয় । দেখা যায়, সেটি কসবা থানা এলাকার তিলজলার পিকনিক গার্ডেন ৷
ফেসবুকে থাকা প্রতিটি মানুষের প্রতিটি পোস্টের উপর সজাগ দৃষ্টি রাখে কর্তৃপক্ষ । এর আগে দেখা গেছে হিংসাত্মক, নৃশংস, যৌনতা সংক্রান্ত মন্তব্য টাইমলাইন থেকে সরিয়ে দিয়েছে ফেসবুক । কিন্তু এভাবে কোনও জরুরি পোস্ট নিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে পুলিশে খবর দেওয়া বোধহয় প্রথম । এ ধরনের মেইল এর আগে এসেছে কি না তা মনে করতে পারছেন না দুঁদে গোয়েন্দারা । তবে ফেসবুক কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে । ফেসবুক লাইভ করে বা ফেসবুকে ভিডিয়ো আপলোড করে আত্মহত্যার ঘটনা এর আগে বেশ কয়েক বার ঘটেছে শহরে । এমন তৎপরতার সঙ্গে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে অনেকে ৷