ETV Bharat / city

আত্মহত্যা করতে যাচ্ছে ব্যক্তি, ফেসবুকের মেইল পেয়ে বাঁচাল পুলিশ

author img

By

Published : Jul 23, 2019, 3:10 PM IST

আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন এক ব্যক্তি । ফেসবুকে নিজের টাইমলাইনে সে কথা জানিয়েছিলেন । ফেসবুক থেকে খবর পেয়ে ওই ব্যক্তিকে বাঁচাল কসবা থানার পুলিশ ৷

লালবাজার

কসবা, 23 জুলাই : মানসিক অবসাদ ৷ আর সেই থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন এক ব্যক্তি । ফেসবুকে নিজের টাইমলাইনে সে কথা জানিয়েছিলেন তিনি । আর তাতেই বাঁচল প্রাণ । বাঁচাল কলকাতা পুলিশ ৷

গতকাল ফেসবুক কর্তৃপক্ষ লালবাজারে একটি মেইল করে । তারা জানায়, এই শহরের এক ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন । পুলিশ যেন উপযুক্ত ব্যবস্থা নেয় সেই অনুরোধ করে ফেসবুক কর্তৃপক্ষ । মেইল পাওয়ার পরেই সক্রিয় হয় লালবাজারের সাইবার সেল । জানা যায়, ওই ব্যক্তি একটি ভিডিয়ো আপলোড করেছেন নিজের টাইমলাইনে । সেখানেই তিনি জানিয়েছেন আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা । এরপরই কসবা থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ৷

সাইবার সেলের গোয়েন্দারা ফেসবুকের দেওয়া তথ্য এবং ওই যুবকের প্রোফাইল ঘেঁটে পোস্টটি কোন মোবাইল থেকে করা হয়েছে, তা বার করেন । এর পর সেই মোবাইলের IP অ্যাড্রেস থেকে যুবকের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করা হয় । দেখা যায়, সেটি কসবা থানা এলাকার তিলজলার পিকনিক গার্ডেন ৷

ফেসবুকে থাকা প্রতিটি মানুষের প্রতিটি পোস্টের উপর সজাগ দৃষ্টি রাখে কর্তৃপক্ষ । এর আগে দেখা গেছে হিংসাত্মক, নৃশংস, যৌনতা সংক্রান্ত মন্তব্য টাইমলাইন থেকে সরিয়ে দিয়েছে ফেসবুক । কিন্তু এভাবে কোনও জরুরি পোস্ট নিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে পুলিশে খবর দেওয়া বোধহয় প্রথম । এ ধরনের মেইল এর আগে এসেছে কি না তা মনে করতে পারছেন না দুঁদে গোয়েন্দারা । তবে ফেসবুক কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে । ফেসবুক লাইভ করে বা ফেসবুকে ভিডিয়ো আপলোড করে আত্মহত্যার ঘটনা এর আগে বেশ কয়েক বার ঘটেছে শহরে । এমন তৎপরতার সঙ্গে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে অনেকে ৷

কসবা, 23 জুলাই : মানসিক অবসাদ ৷ আর সেই থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন এক ব্যক্তি । ফেসবুকে নিজের টাইমলাইনে সে কথা জানিয়েছিলেন তিনি । আর তাতেই বাঁচল প্রাণ । বাঁচাল কলকাতা পুলিশ ৷

গতকাল ফেসবুক কর্তৃপক্ষ লালবাজারে একটি মেইল করে । তারা জানায়, এই শহরের এক ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন । পুলিশ যেন উপযুক্ত ব্যবস্থা নেয় সেই অনুরোধ করে ফেসবুক কর্তৃপক্ষ । মেইল পাওয়ার পরেই সক্রিয় হয় লালবাজারের সাইবার সেল । জানা যায়, ওই ব্যক্তি একটি ভিডিয়ো আপলোড করেছেন নিজের টাইমলাইনে । সেখানেই তিনি জানিয়েছেন আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা । এরপরই কসবা থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ৷

সাইবার সেলের গোয়েন্দারা ফেসবুকের দেওয়া তথ্য এবং ওই যুবকের প্রোফাইল ঘেঁটে পোস্টটি কোন মোবাইল থেকে করা হয়েছে, তা বার করেন । এর পর সেই মোবাইলের IP অ্যাড্রেস থেকে যুবকের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করা হয় । দেখা যায়, সেটি কসবা থানা এলাকার তিলজলার পিকনিক গার্ডেন ৷

ফেসবুকে থাকা প্রতিটি মানুষের প্রতিটি পোস্টের উপর সজাগ দৃষ্টি রাখে কর্তৃপক্ষ । এর আগে দেখা গেছে হিংসাত্মক, নৃশংস, যৌনতা সংক্রান্ত মন্তব্য টাইমলাইন থেকে সরিয়ে দিয়েছে ফেসবুক । কিন্তু এভাবে কোনও জরুরি পোস্ট নিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে পুলিশে খবর দেওয়া বোধহয় প্রথম । এ ধরনের মেইল এর আগে এসেছে কি না তা মনে করতে পারছেন না দুঁদে গোয়েন্দারা । তবে ফেসবুক কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে । ফেসবুক লাইভ করে বা ফেসবুকে ভিডিয়ো আপলোড করে আত্মহত্যার ঘটনা এর আগে বেশ কয়েক বার ঘটেছে শহরে । এমন তৎপরতার সঙ্গে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে অনেকে ৷

Intro:কলকাতা, 23 জুলাই: মানসিক অবসাদ। আত্মা থেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন এক ব্যক্তি। ফেসবুকে নিজের টাইমলাইনে সে কথা জানিয়েছিলেন তিনি। আর তাতেই বাঁচল প্রাণ। বাঁচালো কলকাতা পুলিশ। Body:পুলিশ সূত্রে খবর, গতকাল ফেসবুক কর্তৃপক্ষ লালবাজারে একটি ইমেইল করে। তারা জানায়, এই শহরের এক ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। পুলিশ যেন উপযুক্ত ব্যবস্থা নেয় সেই অনুরোধ করে ফেসবুক কর্তৃপক্ষ। ইমেইল পাওয়ার পরেই সক্রিয় হয় লালবাজারের সাইবার সেল। জানা যায়, ওই ব্যক্তি একটি ভিডিও আপলোড করেছেন নিজের টাইমলাইনে। সেখানেই জানিয়েছেন আত্মহত্যার কথা। ফেসবুকে থাকা প্রতিটি মানুষের প্রতিটি পোস্টের উপর সজাগ দৃষ্টি রাখে কর্তৃপক্ষ। অতীতে দেখা গেছে হিংসাত্মক, নৃশংস, সেক্সুয়াল কন্টেন্ট টাইমলাইন থেকে মুছে দিয়েছে ফেসবুক। কিন্তু এভাবে কোনও পোস্ট নিয়ে পুলিশে খবর দেওয়া বোধহয় প্রথম। লাইভ আছে তো এই ধরনের ইমেইল এর আগে এসেছে কিনা তা মনে করতে পারছেন না দুঁদে গোয়েন্দারা। তবে ফেসবুক কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।Conclusion:ইমেইল পাওয়ার পরেই সক্রিয় হয় সাইবার সেল। খবর দেওয়া হয় কসবা থানায়। ডিউটি অফিসার তড়িঘড়ি পৌঁছে যান ওই ব্যক্তির বাড়ি। কথা বলে পুলিশ বুঝতে পারে মানসিক সমস্যা রয়েছে তাঁর। তাকে সঙ্গে নিয়ে পুলিশ সটান পৌঁছে যায় মনোবিদের কাছে। আপাতত প্রাণ বেঁচেছে ওই ব্যক্তির।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.