কলকাতা, 15 জুন: দাদাকে বালিশ চাপা দিয়ে খুন ভাইয়ের (Man kills brother)। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ । হাড় হিম করা এই ঘটনা খাস কলকাতার ৷ ঘটেছে মঙ্গলবার রাতে বাঁশদ্রোণী থানা এলাকায় । ঘটনাস্থলে গিয়েছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে (Kolkata murder case)।
জানা গিয়েছে, ওই ব্যক্তি থানায় গিয়ে পুলিশকে জানান যে, তিনি তাঁর দাদাকে খুন করেছেন ৷ তিনি বলেন, রাতে দাদা ঘুমোচ্ছিলেন ৷ সেই সময় বালিশ চাপা দিয়ে তিনি দাদাকে খুন করেছেন ৷ এরপর ওই ব্যক্তিকে নিয়ে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে দেখে, সেখানে ওই ব্যক্তির দাদার দেহ পড়ে রয়েছে ৷
এ বিষয়ে কলকাতা পুলিশের ডিসি এসএসডি অদ্রীশ পাঠকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ৷ কিন্তু তদন্তের স্বার্থে তাঁর পরিচয় জানাতে চাননি তিনি ৷
সূত্রের খবর, ওই এলাকায় দুই ভাই দীর্ঘদিন ধরে বসবাস করত । আটক ব্যক্তির দাদা বহুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন । জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি সংস্থায় কাজ করতেন ৷ বেশ কয়েক বছর আগে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ এরপর সংশ্লিষ্ট কোম্পানি থেকে তাঁকে অবসর দেওয়া হয় ।
আরও পড়ুন: Minor Girl Rape in Habra : হাবড়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাবালক
পুলিশের অনুমান, টাকা-পয়সাকে কেন্দ্র করে মাঝেমধ্যেই পরিবারে অশান্তি লেগে থাকত । ঠান্ডা মাথায় বালিশ চাপা দিয়ে দাদাকে খুন করেছে ভাই । তদন্তে নেমে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, মৃত ওই ব্যক্তি বেশ কয়েক বছর আগে থেকেই অসুস্থ । গত কয়েক মাস আগে তাঁর মা মারা যান ।
জানা গিয়েছে, মৃত ব্যক্তি যে সংস্থায় কাজ করতেন সেই সংস্থা থেকে মাসে 15,000 টাকা পেনশন পেতেন । কিন্তু বেশ কয়েক মাস ধরে ওই পেনশনের 15,000 টাকা বন্ধ ছিল ৷ ফলে সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছিল ৷ সেই কারণেই কি দাদাকে খুন করেছে ভাই ? ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা (Man kills brother and surrender before Kolkata police)।