ETV Bharat / city

পুলিশ হেপাজতে মৃত্যুর ঘটনায় ক্লোজ় সিঁথি থানার 3 অফিসার - পুলিশি হেফাজতে মৃত্যু

সোমবার সন্ধ্যে ছ'টা নাগাদ পুলিশ হেপাজতে মৃত্যু হয় রাজকুমার সাউয়ের । এরপর ক্লোজ় করা হল সিঁথি থানার তিন অফিসারকে ।

Sinthi police station
Sinthi police station
author img

By

Published : Feb 12, 2020, 3:01 AM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি : যে ঘটনার তদন্তের জেরে মৃত্যু হয়েছে ব্যবসায়ী রাজকুমার সাউয়ের, তাতে একাধিক গাফিলতির বিষয় সামনে এসেছে । লালবাজারের শীর্ষ কর্তাদের কাছেও সেই বিষয়টি অনেকটাই স্পষ্ট । তার জেরে এবং পুলিশ হেপাজতে মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্তের স্বার্থে সিঁথি থানার তিন অফিসারকে ক্লোজ় করা হল । লালবাজার সূত্রে এখবর পাওয়া গেছে ।

জানা গেছে, এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সৌমেন্দ্র নাথ দাস, অরিন্দম দাস এবং সার্জেন্ট চিন্ময় মাহাত । এরমধ্যে সৌমেন্দ্রনাথ দাস গতকাল বুকে ব্যথা অনুভব করেন । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃত রাজকুমারের ভাই রাকেশ সাউয়ের অভিযোগের ভিত্তিতে ওই তিন অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মী হয়ে নিয়ম ভেঙে মারধর, জোর করে স্বীকারোক্তি আদায় এবং জোর করে আটকে রাখা ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে । একইসঙ্গে আরও দুটি মামলা দায়ের হয়েছে সিঁথি থানায় । একটি থানায় ভাঙচুর চালানোর জন্য । অন্যটি থানার সামনে দুই রাজনৈতিক দলের গন্ডগোলের জেরে । তিনটি মামলাতেই যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে লালবাজার ।

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে গতকাল রাজকুমার সাউয়ের দেহের ময়নাতদন্ত হয়েছে । এক্ষেত্রে নিয়ম হল তিন চিকিৎসকের একটি দল ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করবে । এই প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফি করতে হবে । আর তা মেনেই এই ময়নাতদন্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

লালবাজার সূত্রে জানা গেছে, চুরির ঘটনার তদন্তে পদ্ধতিগত ত্রুটি ছিল। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে । রাজকুমারবাবুকে কোনও নোটিশ ছাড়াই আটক করা হয়েছিল বলেও খবর । প্রসঙ্গত, সোমবার সন্ধ্যে ছ'টা নাগাদ পুলিশি হেপাজতে মৃত্যু হয় রাজকুমার সাউয়ের । ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে সিঁথি থানা এলাকা । থানায় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । পরে BJP-র তরফে দাবি করা হয়, রাজকুমার তাঁদের কর্মী ছিলেন । যদিও পরিবারের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে । এদিকে রাতের দিকে তৃণমূলকর্মীরা থানা এলাকায় জড়ো হন । ঘটনার জেরে BJP-তৃণমূল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

কলকাতা, 12 ফেব্রুয়ারি : যে ঘটনার তদন্তের জেরে মৃত্যু হয়েছে ব্যবসায়ী রাজকুমার সাউয়ের, তাতে একাধিক গাফিলতির বিষয় সামনে এসেছে । লালবাজারের শীর্ষ কর্তাদের কাছেও সেই বিষয়টি অনেকটাই স্পষ্ট । তার জেরে এবং পুলিশ হেপাজতে মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্তের স্বার্থে সিঁথি থানার তিন অফিসারকে ক্লোজ় করা হল । লালবাজার সূত্রে এখবর পাওয়া গেছে ।

জানা গেছে, এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সৌমেন্দ্র নাথ দাস, অরিন্দম দাস এবং সার্জেন্ট চিন্ময় মাহাত । এরমধ্যে সৌমেন্দ্রনাথ দাস গতকাল বুকে ব্যথা অনুভব করেন । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃত রাজকুমারের ভাই রাকেশ সাউয়ের অভিযোগের ভিত্তিতে ওই তিন অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মী হয়ে নিয়ম ভেঙে মারধর, জোর করে স্বীকারোক্তি আদায় এবং জোর করে আটকে রাখা ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে । একইসঙ্গে আরও দুটি মামলা দায়ের হয়েছে সিঁথি থানায় । একটি থানায় ভাঙচুর চালানোর জন্য । অন্যটি থানার সামনে দুই রাজনৈতিক দলের গন্ডগোলের জেরে । তিনটি মামলাতেই যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে লালবাজার ।

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে গতকাল রাজকুমার সাউয়ের দেহের ময়নাতদন্ত হয়েছে । এক্ষেত্রে নিয়ম হল তিন চিকিৎসকের একটি দল ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করবে । এই প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফি করতে হবে । আর তা মেনেই এই ময়নাতদন্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

লালবাজার সূত্রে জানা গেছে, চুরির ঘটনার তদন্তে পদ্ধতিগত ত্রুটি ছিল। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে । রাজকুমারবাবুকে কোনও নোটিশ ছাড়াই আটক করা হয়েছিল বলেও খবর । প্রসঙ্গত, সোমবার সন্ধ্যে ছ'টা নাগাদ পুলিশি হেপাজতে মৃত্যু হয় রাজকুমার সাউয়ের । ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে সিঁথি থানা এলাকা । থানায় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । পরে BJP-র তরফে দাবি করা হয়, রাজকুমার তাঁদের কর্মী ছিলেন । যদিও পরিবারের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে । এদিকে রাতের দিকে তৃণমূলকর্মীরা থানা এলাকায় জড়ো হন । ঘটনার জেরে BJP-তৃণমূল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.