ETV Bharat / city

Man died by suicide after killing partner: গড়ফায় সঙ্গিনীকে হত্যা করে আত্মঘাতী বৃদ্ধ ! - আত্মঘাতী বৃদ্ধ

গড়ফায় সঙ্গিনীকে হত্যা করে আত্মঘাতী হলেন বৃদ্ধ (Man died by suicide after killing partner)৷ সঙ্গিনীকে খুন করে তাঁর পরিবারকে খবর দেন ওই বৃদ্ধ ৷ তারপর তিনি আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান (Kolkata murder)৷

Man died by suicide after killing partner in Kolkata
গড়ফায় সঙ্গিনীকে হত্যা করে আত্মঘাতী বৃদ্ধ !
author img

By

Published : Jun 22, 2022, 12:47 PM IST

কলকাতা, 22 জুন: সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ (Man died by suicide after killing partner)৷ গড়ফার শরৎ বোস কলোনির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । দেহ দুটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ।

গড়ফা থানা সূত্রের খবর, 5 বছর আগে ওই এলাকায় একটি ফ্ল্যাট কেনেন বছর 65-র গোবর্ধন শেঠ । তদন্তকারী আধিকারিকরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পারেন, সংশ্লিষ্ট ওই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত করতেন এক মহিলা । সেই মহিলা বেলেঘাটা এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ । তাঁর নাম শান্তি সিংহ (Garfa suicide)।

অভিযোগ, বুধবার গোবর্ধন শেঠ নামে ওই ব্যক্তি শান্তির পরিবারের সদস্যদের ফোন করে জানান, তিনি শান্তিকে শ্বাসরোধ করে খুন করেছেন । এই খবরটি প্রকাশ্যে আসার পর কিছুক্ষণের মধ্যেই স্থানীয় একটি রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় গোবর্ধনের নিথর দেহ । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দুজনের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত এবং সম্পর্কের টানাপোড়েন চলছিল । তার ফলেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে ।

আরও পড়ুন: Father Killed New Baby Girl : সদ‍্যজাত কন‍্যার গায়ের রঙ কালো ! গলা টিপে খুন করল 'গুণধর' বাবা

মহিলার দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা । কিন্তু তাঁকে প্রথমে মুখে বালিশ চেপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন হোমিসাইডের গোয়েন্দারা ।

কলকাতা, 22 জুন: সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ (Man died by suicide after killing partner)৷ গড়ফার শরৎ বোস কলোনির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । দেহ দুটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ।

গড়ফা থানা সূত্রের খবর, 5 বছর আগে ওই এলাকায় একটি ফ্ল্যাট কেনেন বছর 65-র গোবর্ধন শেঠ । তদন্তকারী আধিকারিকরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পারেন, সংশ্লিষ্ট ওই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত করতেন এক মহিলা । সেই মহিলা বেলেঘাটা এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ । তাঁর নাম শান্তি সিংহ (Garfa suicide)।

অভিযোগ, বুধবার গোবর্ধন শেঠ নামে ওই ব্যক্তি শান্তির পরিবারের সদস্যদের ফোন করে জানান, তিনি শান্তিকে শ্বাসরোধ করে খুন করেছেন । এই খবরটি প্রকাশ্যে আসার পর কিছুক্ষণের মধ্যেই স্থানীয় একটি রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় গোবর্ধনের নিথর দেহ । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দুজনের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত এবং সম্পর্কের টানাপোড়েন চলছিল । তার ফলেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে ।

আরও পড়ুন: Father Killed New Baby Girl : সদ‍্যজাত কন‍্যার গায়ের রঙ কালো ! গলা টিপে খুন করল 'গুণধর' বাবা

মহিলার দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা । কিন্তু তাঁকে প্রথমে মুখে বালিশ চেপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন হোমিসাইডের গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.