ETV Bharat / city

মিছিলে সামিল হয়ে পকেটমারি, গ্রেপ্তার ব্যক্তি

মিছিলের ভিড়ে মিশে পকেটমারি ৷ অভিযোগ পেয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷

pickpocket
পকেটমার গ্রেপ্তার
author img

By

Published : Dec 28, 2019, 4:31 AM IST

কলকাতা, 28 ডিসেম্বর : রাজ্যজুড়ে চলছে CAA-NRC নিয়ে মিছিল । কেউ সরব হচ্ছেন বিরোধিতায় । কেউ সমর্থনে স্লোগান তুলছেন ৷ আর সেই ভিড়ে মিশেই পকেটমারির অভিযোগ ৷ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷

নাগরিকপঞ্জি সংশোধনী আইন নিয়ে কলকাতায় চারদিন পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো । সেই মিছিলে সামিল হয়েছে তৃণমূল কর্মী, সমর্থকরা । আর সেই মিছিলের ভিড়ে মিশে পকেটমারির অভিযোগ ৷ তৃণমূল এবং ছাত্রদের মিছিলে পকেটমারির অভিযোগ পায় পুলিশ । তারপর থেকে সব মিছিলে তারা নজর রাখছিল । BJP-র ধন্যবাদ মিছিলে ফের চুরি হয় চারটি মোবাইল । তার মধ্যে ছিল খড়গপুরের এক নেতার স্মার্টফোনও ।

তদন্তে নেমে BJP-র মিছিল থেকেই ওয়াচ সেকশন গ্রেপ্তার করে শেখ আলাউদ্দিন ওরফে বাড়িওয়ালা নামে এক ব্যক্তিকে । শ্যামবাজারে BJP-র সভা চলাকালীন গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতের কাছে উদ্ধার হয় 4টি স্মার্টফোন । আলাউদ্দিন স্বীকার করেছে, নানা মিছিল-মিটিংয়ে মিশে গিয়ে পকেটমারির কাজ অনেকদিন ধরেই করছে সে । মিটিং মিছিলে পকেটমারির সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলে সে জানিয়েছে ৷ বাকিদেরও ধরতে নজরদারি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ৷

কলকাতা, 28 ডিসেম্বর : রাজ্যজুড়ে চলছে CAA-NRC নিয়ে মিছিল । কেউ সরব হচ্ছেন বিরোধিতায় । কেউ সমর্থনে স্লোগান তুলছেন ৷ আর সেই ভিড়ে মিশেই পকেটমারির অভিযোগ ৷ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷

নাগরিকপঞ্জি সংশোধনী আইন নিয়ে কলকাতায় চারদিন পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো । সেই মিছিলে সামিল হয়েছে তৃণমূল কর্মী, সমর্থকরা । আর সেই মিছিলের ভিড়ে মিশে পকেটমারির অভিযোগ ৷ তৃণমূল এবং ছাত্রদের মিছিলে পকেটমারির অভিযোগ পায় পুলিশ । তারপর থেকে সব মিছিলে তারা নজর রাখছিল । BJP-র ধন্যবাদ মিছিলে ফের চুরি হয় চারটি মোবাইল । তার মধ্যে ছিল খড়গপুরের এক নেতার স্মার্টফোনও ।

তদন্তে নেমে BJP-র মিছিল থেকেই ওয়াচ সেকশন গ্রেপ্তার করে শেখ আলাউদ্দিন ওরফে বাড়িওয়ালা নামে এক ব্যক্তিকে । শ্যামবাজারে BJP-র সভা চলাকালীন গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতের কাছে উদ্ধার হয় 4টি স্মার্টফোন । আলাউদ্দিন স্বীকার করেছে, নানা মিছিল-মিটিংয়ে মিশে গিয়ে পকেটমারির কাজ অনেকদিন ধরেই করছে সে । মিটিং মিছিলে পকেটমারির সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলে সে জানিয়েছে ৷ বাকিদেরও ধরতে নজরদারি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ৷

Intro:কলকাতা, 27 ডিসেম্বর: রাজ‍্য জুড়েই চলছে CAA-NRC নিয়ে মিছিল। কেউ সরব হচ্ছেন বিরোধীতায়। কেউ স্লোগান তুলছেন সমর্থনে। লালবাজার বলছে, সমর্থন বা বিরোধীতা পথে নেমে যাই করুন, সেটা করবেন সাবধানে। কারণ, ভিড়ের মধ‍্যে মিশে যাচ্ছে ওরা। আর সুযোগ বুঝে আপনার পকেট কেটে পগাড় পার।



Body:নাগরিকপঞ্জি সংশোধনী আইন নিয়ে খাস কলকাতায় চারদিন পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। হয়েছে প্রচুর মানুষের জমায়েত। অনেকেই প্রবল আবেগে সুর চড়িয়েছেন CAA র বিরোধীতায়। গলা মিলিয়েছেন স্লোগানে। ভাবেননি সম মনোভাবাপন্ন পাশের মানুষটি স্লোগানে গলা মেলাতে মলাতেই সাফ করে দিতে পারে পকেট। তুলে নিতে পারে মোবাইল। অথচ হচ্ছে তাই। তৃণমূল এবং ছাত্রদের মিছিলে পকেটমারির অভিযোগ পায় পুলিশ। তারপর থেকেই সব মিছিলে নজর রাখছিল পুলিশ। BJPর ধন‍্যবাদ মিছিলে ফের চুরি হয় চারটি মোবাইল। তারমধ‍্যে ছিল খড়গপুরের এক নেতার স্মার্টফোনও।


Conclusion:তদন্তে নেমে বিজেপির মিছিল থেকেই ওয়াচ সেকশন গ্রেপ্তার করেছে শেখ আলাউদ্দিন ওরফে বাড়িওয়ালাকে। শ‍্যামবাজারে বিজেপির সভা চলাকালীন গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের কাছে উদ্ধার হয় 4টি স্মার্টফোন। আলাউদ্দিন স্বীকার করেছে নানা মিছিল মিটিংয়ে মিশে গিয়ে পকেটমারির কাজ অনেকদিন ধরেই করছে সে। এই অপরাধে যুক্ত আছে অনেকেই।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.