ETV Bharat / city

Fake recruitment in KMC: কলকাতা পৌরনিগমে ঢুকে ভুয়ো চাকরির বন্দোবস্ত, লক্ষ লক্ষ টাকা নিয়ে শ্রীঘরে যুবক - ভুয়ো চাকরি

কলকাতা পৌরনিগমে ঢুকে ভুয়ো চাকরির বন্দোবস্ত করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল এক যুবক (Fake recruitment in KMC)৷ তাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ ৷

Man arrested for giving fake recruitment documents in KMC
কলকাতা পৌরসভায় ঢুকে ভুয়ো চাকরির বন্দোবস্ত, লক্ষ লক্ষ টাকা নিয়ে শ্রীঘরে যুবক
author img

By

Published : Jun 29, 2022, 2:25 PM IST

কলকাতা, 29 জুন: কলকাতা পৌরনিগমে ঢুকে মানুষকে ভুয়ো চাকরি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ মার্কেট থানার পুলিশ । ধৃতের নাম, অশ্বিনী মিশ্র । আটক করা হয়েছে তার সঙ্গীকেও ।

জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক নকল সার্টিফিকেট এবং কলকাতা পৌরনিগমের নথিপত্র (Kolkata crime news)। 2 যুবককে চাকরি দেওয়ার নাম করে কলকাতা পৌরনিগমে ডেকে আনে ওই ব্যক্তি । এরপর একেবারে কলকাতা পৌরনিগম চত্বরেই ওই দুই যুবককে নকল নথিপত্র হাতে তুলে দিয়ে কয়েক লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ধৃতের বিরুদ্ধে । এরপরেই সন্দেহ হয় দুই যুবকের । সঙ্গে সঙ্গে নিউ মার্কেট থানায় অভিযোগ জানানো হলে পুলিশ 2 ব্যক্তিকে আটক করে । রাতে নিউ মার্কেট থানায় কলকাতা পৌরনিগমের তরফ থেকে একটি অভিযোগ দায়ের হয়েছে । এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির অপর এক সঙ্গীকেও আটক করা হয়েছে ৷

আরও পড়ুন: সংশোধনাগারে ফোঁটা নিলেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মাথা দেবাঞ্জন

সম্প্রতি কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার হওয়া দেবাঞ্জন দেব একাধিকবার কলকাতা পৌরনিগমে ঢুকে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছিল (KMC recruitment)। সেই ঘটনার পর পৌরনিগমের ভিতরে পুলিশি ব্যবস্থা আরও মজবুত করা হয়। কিন্তু তার পরেও এ দিনের ঘটনার পর প্রশ্ন উঠছে কীভাবে পৌরনিগম চত্বরের ভিতর ঢুকে কোনও ব্যক্তি এই কাজ করতে পারে । আজ ধৃতকে আদালতে পেশ করা হয় ৷ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করবে নিউ মার্কেট থানার পুলিশ (Man arrested for giving fake recruitment documents in KMC)।

কলকাতা, 29 জুন: কলকাতা পৌরনিগমে ঢুকে মানুষকে ভুয়ো চাকরি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ মার্কেট থানার পুলিশ । ধৃতের নাম, অশ্বিনী মিশ্র । আটক করা হয়েছে তার সঙ্গীকেও ।

জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক নকল সার্টিফিকেট এবং কলকাতা পৌরনিগমের নথিপত্র (Kolkata crime news)। 2 যুবককে চাকরি দেওয়ার নাম করে কলকাতা পৌরনিগমে ডেকে আনে ওই ব্যক্তি । এরপর একেবারে কলকাতা পৌরনিগম চত্বরেই ওই দুই যুবককে নকল নথিপত্র হাতে তুলে দিয়ে কয়েক লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ধৃতের বিরুদ্ধে । এরপরেই সন্দেহ হয় দুই যুবকের । সঙ্গে সঙ্গে নিউ মার্কেট থানায় অভিযোগ জানানো হলে পুলিশ 2 ব্যক্তিকে আটক করে । রাতে নিউ মার্কেট থানায় কলকাতা পৌরনিগমের তরফ থেকে একটি অভিযোগ দায়ের হয়েছে । এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির অপর এক সঙ্গীকেও আটক করা হয়েছে ৷

আরও পড়ুন: সংশোধনাগারে ফোঁটা নিলেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মাথা দেবাঞ্জন

সম্প্রতি কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার হওয়া দেবাঞ্জন দেব একাধিকবার কলকাতা পৌরনিগমে ঢুকে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছিল (KMC recruitment)। সেই ঘটনার পর পৌরনিগমের ভিতরে পুলিশি ব্যবস্থা আরও মজবুত করা হয়। কিন্তু তার পরেও এ দিনের ঘটনার পর প্রশ্ন উঠছে কীভাবে পৌরনিগম চত্বরের ভিতর ঢুকে কোনও ব্যক্তি এই কাজ করতে পারে । আজ ধৃতকে আদালতে পেশ করা হয় ৷ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করবে নিউ মার্কেট থানার পুলিশ (Man arrested for giving fake recruitment documents in KMC)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.