ETV Bharat / city

Money embezzlement: ভুয়ো ওয়েবসাইটে লক্ষাধিক টাকা গায়েব, প্রতারক গ্রেফতার বিহারে

নকল ওয়েবসাইট বানিয়ে ফাঁদ পেতেছিল সে ৷ আর বহু লোকের বিশ্বাস অর্জন করে প্রায় 52 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল ৷ শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত ৷

বিহার থেকে ধৃত প্রতারক
বিহার থেকে ধৃত প্রতারক
author img

By

Published : Nov 11, 2021, 1:28 PM IST

কলকাতা, 11 নভেম্বর : ভুয়ো ওয়েবসাইটে টাকা উধাওয়ের ঘটনা ঘটল কলকাতায় ৷ এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করে চম্পট দিয়েছিল প্রতারক ৷ বিহার থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

জানা গিয়েছে, ধৃতের নাম শিবু সারগী ৷ 34 বয়সী সারগী একাধিক সরকারি ও বেসরকারি ওয়েবসাইট বানিয়ে গল্প ফেঁদেছিল ৷ সেই ফাঁদে পা দিয়ে 52 লক্ষ টাকা খুইয়েছেন অনেকে ৷ অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন : Fraud Case: মেদিনীপুর পোস্ট অফিসে দালাল চক্র চালানোর অভিযোগে ধৃত 1

বেশ কিছু ফোনের আইপি ঠিকানা ট্র্যাক করে গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্ত মুম্বইতে আছে । এরপরে পুলিশ মুম্বইয়ে পৌঁছালে পুলিশের আসার আগাম খবর পেয়ে সেখানে থেকেও পালায় শিবু । পরে বিহারের দ্বারভাঙা জেলায় তার খোঁজ পান গোয়েন্দারা । শিবুকে বিহারের দ্বারভাঙা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এখন তাকে ট্রাঞ্জিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 11 নভেম্বর : ভুয়ো ওয়েবসাইটে টাকা উধাওয়ের ঘটনা ঘটল কলকাতায় ৷ এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করে চম্পট দিয়েছিল প্রতারক ৷ বিহার থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

জানা গিয়েছে, ধৃতের নাম শিবু সারগী ৷ 34 বয়সী সারগী একাধিক সরকারি ও বেসরকারি ওয়েবসাইট বানিয়ে গল্প ফেঁদেছিল ৷ সেই ফাঁদে পা দিয়ে 52 লক্ষ টাকা খুইয়েছেন অনেকে ৷ অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন : Fraud Case: মেদিনীপুর পোস্ট অফিসে দালাল চক্র চালানোর অভিযোগে ধৃত 1

বেশ কিছু ফোনের আইপি ঠিকানা ট্র্যাক করে গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্ত মুম্বইতে আছে । এরপরে পুলিশ মুম্বইয়ে পৌঁছালে পুলিশের আসার আগাম খবর পেয়ে সেখানে থেকেও পালায় শিবু । পরে বিহারের দ্বারভাঙা জেলায় তার খোঁজ পান গোয়েন্দারা । শিবুকে বিহারের দ্বারভাঙা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এখন তাকে ট্রাঞ্জিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.