ETV Bharat / city

উত্তরপূর্বের রাজ্যগুলিকে NPR-এ অংশ না নেওয়ার আহ্বান মমতার - NPR এ অংশ না নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য এবং বিরোধী শাসিত রাজ্যগুলিকে NPR চালু করার আগে ভালোভাবে তা পড়ে দেখার অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি CAA বিরুদ্ধে সমস্ত রাজ্যকে রেজ্যুলেশন নেওয়ার আবেদন করেন ।

mamota
NPR এ অংশ না নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Jan 20, 2020, 2:58 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : সমস্ত রাজ্যকে CAA-র বিরুদ্ধে বিধানসভায় রেজো়লিউশন নেওয়ার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য এবং বিরোধী শাসিত রাজ্যগুলিকে NPR চালু করার আগে ভালোভাবে তা পড়ে দেখার অনুরোধ করলেন । আজ এক টুইটবার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুরোধ করেছেন ।

  • West Bengal CM Mamata Banerjee: I appeal to governments of all northeastern states and opposition ruled states that before taking any decision on conducting NPR, the state governments should study it carefully carefully. I appeal to all states to pass resolution against CAA. pic.twitter.com/MPNDzq92Ni

    — ANI (@ANI) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
আজ দমদম বিমানবন্দরে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, " NPR-NRC-এর সঙ্গে যুক্ত। উত্তরপূর্বের রাজ্যগুলিতে BJP যেমন আছে তেমন BJP-বিরোধীরাও আছে। ওদের আহবান করব যাতে তারা NPR এ অংশ না নেয়। তাদের NRC-CAA র বিরুদ্ধে রেজোলিউশন পাশ করতে বলব।" আজ দমদম বিমানবন্দরে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে একথা বলেন তিনি ।
উত্তরপূর্বের রাজ্যগুলিকে NPR এ অংশ না নেওয়ার আহ্বান মমতার

এই কথা বলার পরে মমতা টুইটেও লেখেন, "আমি উত্তর-পূর্বের সমস্ত রাজ্য এবং বিরোধীশাসিত রাজ্যগুলির সরকারগুলিকে আবেদন করছি যে NPR পরিচালনার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, রাজ্য সরকারগুলিকে সাবধানতার সঙ্গে এটি অধ্যয়ন করা উচিত। আমি সমস্ত রাজ্যকে CAA বিরুদ্ধে রেজ়োলিউশন পাশ করার জন্য আবেদন করছি। "

নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় CAA-এর বিরুদ্ধে ট্রেন অবরোধ, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CAA, NRC ও NPR-এর বিরুদ্ধে আন্দোলনে জাতীয়স্তরের প্রধান মুখ হয়ে উঠেছেন । এই রাজ্যের পাশাপাশি কেরালা, পঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে CAA-এর বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাবও পাশ হয়েছে । আজ দেশের সমস্ত রাজ্য সরকারকে CAA ও NPR-এর বিরুদ্ধে মমতা যে ভাবে প্রতিবাদ করতে বলেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

উত্তরবঙ্গ সফরে জারি থাকছে মমতার প্রতিবাদ ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, " উত্তরবঙ্গ উৎবের উদ্বোধন রয়েছে। যেমন বাংলায় বঙ্গবিভূষণ পুরস্কার হয় তেমনি উত্তরবঙ্গে বঙ্গরত্ন হয়। ৬ টি জেলা নিয়ে বঙ্গরত্ন সম্মান হবে। পরশু দিন আমার মিছিল রয়েছে NRC CAA র প্রতিবাদে।"

শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া শিবমন্দিরে একটি খেলার মাঠে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে নেমে বিকেল সাড়ে তিনটে নাগাদ শিবমন্দিরে যাবেন তিনি। উত্তরবঙ্গ উৎসবের সূচনা ছাড়াও উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্টকে বঙ্গরত্ন দেবেন। মঞ্চ থেকেই উদ্বোধন করবেন কাওয়াখালি এলাকায় তৈরি হওয়া শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন বহুতল ভবন ‘উত্তরীয়া’র। তারপর পাহাড়ে চলে যাবেন। ২২ জানুয়ারি NRC ও CAA-র বিরুদ্ধে পাহাড়ে মিছিল করার কথা মুখ্যমন্ত্রীর। ২৩ জানুয়ারি তিনি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন । আপাতত মঙ্গলবার কোনও অনুষ্ঠান সূচি নেই মুখ্যমন্ত্রীর। তবে বিনয় তামাং, অনিত থাপাদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

কলকাতা, 20 জানুয়ারি : সমস্ত রাজ্যকে CAA-র বিরুদ্ধে বিধানসভায় রেজো়লিউশন নেওয়ার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য এবং বিরোধী শাসিত রাজ্যগুলিকে NPR চালু করার আগে ভালোভাবে তা পড়ে দেখার অনুরোধ করলেন । আজ এক টুইটবার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুরোধ করেছেন ।

  • West Bengal CM Mamata Banerjee: I appeal to governments of all northeastern states and opposition ruled states that before taking any decision on conducting NPR, the state governments should study it carefully carefully. I appeal to all states to pass resolution against CAA. pic.twitter.com/MPNDzq92Ni

    — ANI (@ANI) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
আজ দমদম বিমানবন্দরে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, " NPR-NRC-এর সঙ্গে যুক্ত। উত্তরপূর্বের রাজ্যগুলিতে BJP যেমন আছে তেমন BJP-বিরোধীরাও আছে। ওদের আহবান করব যাতে তারা NPR এ অংশ না নেয়। তাদের NRC-CAA র বিরুদ্ধে রেজোলিউশন পাশ করতে বলব।" আজ দমদম বিমানবন্দরে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে একথা বলেন তিনি ।
উত্তরপূর্বের রাজ্যগুলিকে NPR এ অংশ না নেওয়ার আহ্বান মমতার

এই কথা বলার পরে মমতা টুইটেও লেখেন, "আমি উত্তর-পূর্বের সমস্ত রাজ্য এবং বিরোধীশাসিত রাজ্যগুলির সরকারগুলিকে আবেদন করছি যে NPR পরিচালনার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, রাজ্য সরকারগুলিকে সাবধানতার সঙ্গে এটি অধ্যয়ন করা উচিত। আমি সমস্ত রাজ্যকে CAA বিরুদ্ধে রেজ়োলিউশন পাশ করার জন্য আবেদন করছি। "

নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় CAA-এর বিরুদ্ধে ট্রেন অবরোধ, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CAA, NRC ও NPR-এর বিরুদ্ধে আন্দোলনে জাতীয়স্তরের প্রধান মুখ হয়ে উঠেছেন । এই রাজ্যের পাশাপাশি কেরালা, পঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে CAA-এর বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাবও পাশ হয়েছে । আজ দেশের সমস্ত রাজ্য সরকারকে CAA ও NPR-এর বিরুদ্ধে মমতা যে ভাবে প্রতিবাদ করতে বলেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

উত্তরবঙ্গ সফরে জারি থাকছে মমতার প্রতিবাদ ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, " উত্তরবঙ্গ উৎবের উদ্বোধন রয়েছে। যেমন বাংলায় বঙ্গবিভূষণ পুরস্কার হয় তেমনি উত্তরবঙ্গে বঙ্গরত্ন হয়। ৬ টি জেলা নিয়ে বঙ্গরত্ন সম্মান হবে। পরশু দিন আমার মিছিল রয়েছে NRC CAA র প্রতিবাদে।"

শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া শিবমন্দিরে একটি খেলার মাঠে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে নেমে বিকেল সাড়ে তিনটে নাগাদ শিবমন্দিরে যাবেন তিনি। উত্তরবঙ্গ উৎসবের সূচনা ছাড়াও উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্টকে বঙ্গরত্ন দেবেন। মঞ্চ থেকেই উদ্বোধন করবেন কাওয়াখালি এলাকায় তৈরি হওয়া শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন বহুতল ভবন ‘উত্তরীয়া’র। তারপর পাহাড়ে চলে যাবেন। ২২ জানুয়ারি NRC ও CAA-র বিরুদ্ধে পাহাড়ে মিছিল করার কথা মুখ্যমন্ত্রীর। ২৩ জানুয়ারি তিনি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন । আপাতত মঙ্গলবার কোনও অনুষ্ঠান সূচি নেই মুখ্যমন্ত্রীর। তবে বিনয় তামাং, অনিত থাপাদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Intro:উত্তরপূর্বের রাজ্যগুলিকে NPR এ অংশ না নেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, " NPR NRC র সঙ্গে যুক্ত। উত্তরপূর্বের রাজ্যগুলিকে বিজেপি যেমন আছে তেমন বিজেপি বিরোধীরাও আছে। ওদের আহবান করব যাতে তারা NPR এ অংশ না নেয়। তাদের NRC CAA র বিরুদ্ধে রিজলিউশন পাশ করতে বলব। আজ দমদম বিমানবন্দরে উত্তরবঙ্গ যাওয়ার আগে একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Body:উত্তরবঙ্গ সফর সম্পর্কে তিনি বলেন, " উত্তরবঙ্গ উত্সবের উদ্বোধন রয়েছে। যেমন বাংলায় বঙ্গবিভূষণ পুরস্কার হয় তেমনি উত্তরবঙ্গে বঙ্গরত্ন হয়। ৬ টি জেলা নিয়ে বঙ্গরত্ন সম্মান হবে। পরশু দিন আমার মিছিল রয়েছে NRC CAA র প্রতিবাদে। প্রসঙ্গত আজ সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া শিবমন্দিরে একটি খেলার মাঠে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা শিবমন্দিরে বিকেল সাড়ে তিনটায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উৎসবের সূচনা ছাড়াও উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্টকে বঙ্গরত্ন দেবেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই উদ্বোধন করবেন কাওয়াখালি এলাকায় তৈরি হওয়া শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন বহুতল ভবন ‘উত্তরীয়া’র। তারপর পাহাড়ে চলে যাবেন। ২২ জানুয়ারি এনআরসি, সিএএ বিরুদ্ধে পাহাড়ে মিছিল করার কথা মুখ্যমন্ত্রীর। ২৩ জানুয়ারি তিনি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন। আপাতত মঙ্গলবার কোনও অনুষ্ঠান সূচি নেই মুখ্যমন্ত্রীর। তবে বিনয় তামাং, অনীত থাপাদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.