ETV Bharat / city

Mamata at BGBS 2022 : সুরক্ষিত বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর - Bengal Governor Jagdeep Dhankhar

গতকাল, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2022) শুরু হয় ৷ বৃহস্পতিবার তা শেষ হল ৷ শেষদিনের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) শিল্পপতিদের আহ্বান করলেন সুরক্ষিত বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগের জন্য (Mamata urges industrialists to invest in stable and safe Bengal) ৷

mamata urges industrialist to invest stable and safe bengal
Mamata at BGBS 2022 : সুরক্ষিত বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Apr 21, 2022, 2:42 PM IST

Updated : Apr 21, 2022, 3:52 PM IST

কলকাতা, 21 এপ্রিল : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিরোধীদের অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ শিল্পপতিদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, বাংলায় স্থিতিশীলতা রয়েছে ৷ বাংলা সুরক্ষিত জায়গা ৷ তাই এই রাজ্যে নিশ্চিন্ত বিনিয়োগ করা যেতে পারে (Mamata urges industrialists to invest in stable and safe Bengal) ৷

গতকাল, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2022) শুরু হয় নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ৷ উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar), গৌতম আদানি (Industrialist Gautam Adani)-সহ দেশ-বিদেশের বহু শিল্পপতি ৷

বৃহস্পতিবার সম্মেলনের শেষে আবার মুখ্যমন্ত্রী ভাষণ দেন ৷ সেখানেই তিনি শিল্পপতিদের উদ্দেশ্যে নিশ্চিন্তে বাংলায় বিনিয়োগের বার্তা দেন ৷ রাজনৈতিক মহলের দাবি, বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এই বার্তা দিয়ে আসলে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী ৷

কারণ, বিরোধীরা কয়েকদিন ধরেই এই বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করছে ৷ বিরোধীদের দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ৷ সেই কারণেই এখানে কেউ বিনিয়োগে রাজি হবেন না ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, বিরোধীদের এই প্রচার শিল্পপতিদের কানেও অবশ্যই যাবে ৷ সেই কারণেই একেবারে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়ে দিলেন এই রাজ্যের পরিস্থিতি স্থিতিশীল তাই এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করা যেতে পারে ৷

একই সঙ্গে তিনি এই সম্মেলন আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ যাঁরা এসেছেন, তাঁদেরও ধন্যবাদও দিয়েছেন তিনি ৷ সম্মেলনের উদ্বোধনের জন্য ধন্যবাদ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷

পাশাপাশি অতিমারীকে ভয় না পাওয়ার জন্যও বলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, বিপর্যয় আসবে যাবে ৷ উন্নয়ন থামানো যাবে না ৷ অতিমারী আসবে যাবে ৷ কোনও রোগ জীবনকে থামিয়ে দিতে পারে না ৷ তাই এটাকে সহজ ভাবে নিতে হবে ৷ আবার এলে লড়াই করব ৷

আরও পড়ুন : Bengal Global Business Summit : বন্দর ও নদী সংস্কারে নেদারল্যান্ডসের সাহায্য চায় বাংলা

কলকাতা, 21 এপ্রিল : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিরোধীদের অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ শিল্পপতিদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, বাংলায় স্থিতিশীলতা রয়েছে ৷ বাংলা সুরক্ষিত জায়গা ৷ তাই এই রাজ্যে নিশ্চিন্ত বিনিয়োগ করা যেতে পারে (Mamata urges industrialists to invest in stable and safe Bengal) ৷

গতকাল, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2022) শুরু হয় নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ৷ উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar), গৌতম আদানি (Industrialist Gautam Adani)-সহ দেশ-বিদেশের বহু শিল্পপতি ৷

বৃহস্পতিবার সম্মেলনের শেষে আবার মুখ্যমন্ত্রী ভাষণ দেন ৷ সেখানেই তিনি শিল্পপতিদের উদ্দেশ্যে নিশ্চিন্তে বাংলায় বিনিয়োগের বার্তা দেন ৷ রাজনৈতিক মহলের দাবি, বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এই বার্তা দিয়ে আসলে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী ৷

কারণ, বিরোধীরা কয়েকদিন ধরেই এই বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করছে ৷ বিরোধীদের দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ৷ সেই কারণেই এখানে কেউ বিনিয়োগে রাজি হবেন না ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, বিরোধীদের এই প্রচার শিল্পপতিদের কানেও অবশ্যই যাবে ৷ সেই কারণেই একেবারে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়ে দিলেন এই রাজ্যের পরিস্থিতি স্থিতিশীল তাই এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করা যেতে পারে ৷

একই সঙ্গে তিনি এই সম্মেলন আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ যাঁরা এসেছেন, তাঁদেরও ধন্যবাদও দিয়েছেন তিনি ৷ সম্মেলনের উদ্বোধনের জন্য ধন্যবাদ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷

পাশাপাশি অতিমারীকে ভয় না পাওয়ার জন্যও বলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, বিপর্যয় আসবে যাবে ৷ উন্নয়ন থামানো যাবে না ৷ অতিমারী আসবে যাবে ৷ কোনও রোগ জীবনকে থামিয়ে দিতে পারে না ৷ তাই এটাকে সহজ ভাবে নিতে হবে ৷ আবার এলে লড়াই করব ৷

আরও পড়ুন : Bengal Global Business Summit : বন্দর ও নদী সংস্কারে নেদারল্যান্ডসের সাহায্য চায় বাংলা

Last Updated : Apr 21, 2022, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.