কলকাতা, 22 জানুয়ারি : রাজ্য বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাশ করানোর আগেই তাল কাটল শাসক ও বিরোধীদের মধ্যে । আজ NRC ও NPR নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি । তাঁর বক্তব্য, NPR নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন মুখ্যমন্ত্রী ।
27 জানুয়ারি রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে শাসক এবং বিরোধী দলের বিধায়কেরা CAA বিরোধী প্রস্তাব পাশ করাতে চলেছে । এমতবস্থায় ঐক্যমত থাকার কথা শাসক ও বিরোধীদের । কিন্তু ঐক্যমত থাকা তো দূরের কথা, উলটে বাম-কংগ্রেস একজোট হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা করলেন । বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বিধানসভার মিডিয়া সেন্টারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তোপ দাগলেন ।
সুজন চক্রবর্তী বলেন, " 6 তারিখ প্রস্তাব পাশ হল । তারপর মুখ্যমন্ত্রীর দিল্লি গেলেন । ফিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন পশ্চিমবঙ্গে NRC হবে না । প্রস্তাব পাশ হওয়ার পরে একথা বললেন তিনি । তার কথা কি করে বিশ্বাস করবে মানুষ ।" এ-প্রসঙ্গে সুজন বাবু প্রশ্ন তোলেন, "ফিরে এসে সব টেলিভিশনে টানা আড়াই মাস ধরে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন । কার টাকা? NPR মানে সেন্সাস । 10 বছর অন্তর হয় । জেনে শুনে এসব মিথ্যা কথা বলেছিলেন কেন? মানুষকে ভুল বোঝাচ্ছিলেন NPR প্রসঙ্গে । আজকে উনি যে কথাগুলি বলছেন সেগুলি যদি ঠিক হয় তাহলে দু'দিন আগে যা বলেছিলেন তা ভুল? সরকারের কোষাগার থেকে এর জন্য কত টাকা খরচ করেছিলেন তিনি? কেন এই টাকা খরচ করে মানুষকে বিভ্রান্ত করেছিলেন?"
CAA বিরোধী প্রস্তাব পাশ করানোর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাম পরিষদীয় দল নেতা । এ-প্রসঙ্গে তার বক্তব্য, "ভারতবর্ষের একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরকারি পয়সায় মানুষকে NPR বিভ্রান্ত করছেন । তিনি কী করতে চান সে-বিষয়ে মানুষ যেমন সন্দিহান, তেমন আমরাও সন্দিহান ।"