ETV Bharat / city

Mamata Slams Modi Govt : 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক থেকেও সরব মুখ্যমন্ত্রী - Mamata Slams Modi Government on MGNREGS Project

সোমবার পুরুলিয়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেখান থেকেই 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তিনি (Mamata Slams Modi Government on MGNREGS Project) ৷

mamata-slams-modi-government-on-mgnregs-project
Mamata Slams Modi Govt : 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক থেকেও সরব মুখ্যমন্ত্রী
author img

By

Published : May 30, 2022, 5:33 PM IST

কলকাতা, 30 মে : সাম্প্রতিক সময়ে প্রশাসনিক বৈঠকে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ একইভাবে সোমবার পুরুলিয়ার রবীন্দ্রভবনে আয়োজিত প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Purulia for Administrative Meeting) ।

এদিনও এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে রাজ্যের প্রাপ্য অর্থ না দেওয়ার জন্য একহাত নিয়েছেন (Mamata Slams Modi Government on MGNREGS Project) । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন । তিনি বলেন, ‘‘গত ডিসেম্বর মাস থেকে কেন্দ্র একশো দিনের প্রকল্পে কোনও টাকা রাজ্যকে দিচ্ছে না । ফলে গরিব সাধারণ মানুষ অসুবিধায় পড়েছে ।’’

এদিন প্রকল্প ধরে ধরে আলোচনার বদলে একটু অন্যভাবে প্রশাসনিক বৈঠক করেন এবং রাজ্য সরকারের কাছে আসা বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে নিয়ে এসে জেলা প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন । এদিন এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছাচ্ছে না । বহু মানুষকে সরকারি প্রকল্পের জন্য মধ্যস্বত্বভোগী বা দালালদের টাকা দিতে হচ্ছে ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, কীভাবে ভূমি দফতরে সরকারি কর্মচারীরা নিজেদের দায়িত্ব পালন করছেন না । এবং এর জেরে সাধারণ মানুষকে পকেট থেকে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে ।

এদিন রবীন্দ্রভবনের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জব কার্ড হোল্ডারদের অন্যান্য দফতরের কাজে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন । এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেহেতু কেন্দ্রীয় সরকার গরিব মানুষগুলোকে টাকা দিচ্ছে না, এক্ষেত্রে তাঁদের বেঁচে থাকার জন্য কাজের সংস্থান করা জরুরি ৷ তাই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাজে তাঁদের ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মমতা ৷

প্রসঙ্গত, গতকাল দুর্গাপুরে দাঁড়িয়েও 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । সে ক্ষেত্রে এর বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশও দিয়েছিলেন তিনি । এদিন প্রশাসনিক বৈঠক থেকে যথারীতি আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে দেখা গিয়েছে মমতাকে ।

আরও পড়ুন : Mamata Attacks Centre : একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মমতার

কলকাতা, 30 মে : সাম্প্রতিক সময়ে প্রশাসনিক বৈঠকে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ একইভাবে সোমবার পুরুলিয়ার রবীন্দ্রভবনে আয়োজিত প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Purulia for Administrative Meeting) ।

এদিনও এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে রাজ্যের প্রাপ্য অর্থ না দেওয়ার জন্য একহাত নিয়েছেন (Mamata Slams Modi Government on MGNREGS Project) । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন । তিনি বলেন, ‘‘গত ডিসেম্বর মাস থেকে কেন্দ্র একশো দিনের প্রকল্পে কোনও টাকা রাজ্যকে দিচ্ছে না । ফলে গরিব সাধারণ মানুষ অসুবিধায় পড়েছে ।’’

এদিন প্রকল্প ধরে ধরে আলোচনার বদলে একটু অন্যভাবে প্রশাসনিক বৈঠক করেন এবং রাজ্য সরকারের কাছে আসা বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে নিয়ে এসে জেলা প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন । এদিন এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছাচ্ছে না । বহু মানুষকে সরকারি প্রকল্পের জন্য মধ্যস্বত্বভোগী বা দালালদের টাকা দিতে হচ্ছে ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, কীভাবে ভূমি দফতরে সরকারি কর্মচারীরা নিজেদের দায়িত্ব পালন করছেন না । এবং এর জেরে সাধারণ মানুষকে পকেট থেকে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে ।

এদিন রবীন্দ্রভবনের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জব কার্ড হোল্ডারদের অন্যান্য দফতরের কাজে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন । এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেহেতু কেন্দ্রীয় সরকার গরিব মানুষগুলোকে টাকা দিচ্ছে না, এক্ষেত্রে তাঁদের বেঁচে থাকার জন্য কাজের সংস্থান করা জরুরি ৷ তাই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাজে তাঁদের ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মমতা ৷

প্রসঙ্গত, গতকাল দুর্গাপুরে দাঁড়িয়েও 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । সে ক্ষেত্রে এর বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশও দিয়েছিলেন তিনি । এদিন প্রশাসনিক বৈঠক থেকে যথারীতি আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে দেখা গিয়েছে মমতাকে ।

আরও পড়ুন : Mamata Attacks Centre : একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.