ETV Bharat / city

Student Credit Card : স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে হেল্পলাইন নম্বর চালু রাজ্যের, বিধানসভায় ঘোষণা শিক্ষামন্ত্রীর - Bengal CM Mamata Banerjee

2021 সালের বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) তৃণমূলের অন্যতম প্রতিশ্রুতি ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড ৷ তৃতীয়বার সরকারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) প্রতিশ্রুতি পালন করেন ৷ চালু হয় প্রকল্প ৷ এবার এই নিয়ে হেল্পলাইনও চালু করল রাজ্য সরকার (Mamata Govt starts Helpline Number for Student Credit Card) ৷

mamata-govt-starts-helpline-number-for-student-credit-card
Student Credit Card : স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে হেল্পলাইন নম্বর চালু রাজ্যের, বিধানসভায় ঘোষণা শিক্ষামন্ত্রীর
author img

By

Published : Jun 14, 2022, 8:41 PM IST

কলকাতা, 14 জুন : স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) নিয়ে সমস্যা জানাতে হেল্পলাইন চালু করল রাজ্য । মঙ্গলবার বিধানসভায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এই উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) । এদিন বিধানসভায় তিনি একটি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি ঘোষণা করেছেন (Mamata Govt starts Helpline Number for Student Credit Card) । ঋণ পেতে সমস্যায় পড়লে এই হেল্পলাইন এবং ইমেল আইডির সাহায্য নিতে পারেন পড়ুয়ারা ।

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা ঋণ পেতে কোনও সমস্যার মুখোমুখি হলে তারা হেল্পলাইন নম্বর 18001028014-এ কল করতে পারে বা wbscc@gmail.com-এ একটি ইমেল পাঠাতে পারে । এক্ষেত্রে শিক্ষা দফতর অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেবে ।

জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা বড় অংশই ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে চাইছে না । এই নিয়ে অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Bengal CM Mamata Banerjee) সরব হতে দেখা গিয়েছে । যেহেতু এই ঋণের গ্যারান্টার হিসাবে দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার । তাই এই ধরনের প্রত্যাখ্যান কাঙ্ক্ষিত নয় বলেই মত রাজ্য সরকারের ।

শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘‘কিছু কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঋণ দিতে চাইছে না । কিন্তু এই সংক্রান্ত সমস্যার কথা জেনে প্রতি মাসে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে । ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে মুখ্যসচিব, অর্থ সচিব এবং শিক্ষা সচিব প্রতি মাসে বৈঠক করছেন । আগে এই সমস্যা প্রবল ছিল । কিন্তু এখন ওঁরা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা বুঝতে পেরেছেন । সরকারই গ্যারেন্টার হচ্ছে । আস্তে আস্তে সব সমস্যা মিটছে । এখন বেশ কয়েকটি ব্যাঙ্ক ঋণ অনুমোদনের জন্য এগিয়ে এসেছে ।’’

এখনও পর্যন্ত শিক্ষা দফতরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যত আবেদন জমা পড়েছে, এদিন তার সংখ্যাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী । তিনি বলেন, ‘‘গত 28 ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জমা পড়েছে 1 লক্ষ 19 হাজার 169টি । এর মধ্যে মঞ্জুর হয়েছে 19 হাজার 996টি ।’’ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত যারা ক্রেডিট কার্ড পেয়েছে তাদের জন্য মোট বরাদ্দ অর্থের পরিমাণ 521.29 কোটি টাকা ।

আরও পড়ুন : Visitor Bill for Private Universities : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবার ভিজিটর শিক্ষামন্ত্রী, বিধানসভায় বিল পাস

কলকাতা, 14 জুন : স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) নিয়ে সমস্যা জানাতে হেল্পলাইন চালু করল রাজ্য । মঙ্গলবার বিধানসভায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এই উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) । এদিন বিধানসভায় তিনি একটি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি ঘোষণা করেছেন (Mamata Govt starts Helpline Number for Student Credit Card) । ঋণ পেতে সমস্যায় পড়লে এই হেল্পলাইন এবং ইমেল আইডির সাহায্য নিতে পারেন পড়ুয়ারা ।

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা ঋণ পেতে কোনও সমস্যার মুখোমুখি হলে তারা হেল্পলাইন নম্বর 18001028014-এ কল করতে পারে বা wbscc@gmail.com-এ একটি ইমেল পাঠাতে পারে । এক্ষেত্রে শিক্ষা দফতর অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেবে ।

জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা বড় অংশই ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে চাইছে না । এই নিয়ে অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Bengal CM Mamata Banerjee) সরব হতে দেখা গিয়েছে । যেহেতু এই ঋণের গ্যারান্টার হিসাবে দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার । তাই এই ধরনের প্রত্যাখ্যান কাঙ্ক্ষিত নয় বলেই মত রাজ্য সরকারের ।

শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘‘কিছু কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঋণ দিতে চাইছে না । কিন্তু এই সংক্রান্ত সমস্যার কথা জেনে প্রতি মাসে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে । ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে মুখ্যসচিব, অর্থ সচিব এবং শিক্ষা সচিব প্রতি মাসে বৈঠক করছেন । আগে এই সমস্যা প্রবল ছিল । কিন্তু এখন ওঁরা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা বুঝতে পেরেছেন । সরকারই গ্যারেন্টার হচ্ছে । আস্তে আস্তে সব সমস্যা মিটছে । এখন বেশ কয়েকটি ব্যাঙ্ক ঋণ অনুমোদনের জন্য এগিয়ে এসেছে ।’’

এখনও পর্যন্ত শিক্ষা দফতরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যত আবেদন জমা পড়েছে, এদিন তার সংখ্যাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী । তিনি বলেন, ‘‘গত 28 ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জমা পড়েছে 1 লক্ষ 19 হাজার 169টি । এর মধ্যে মঞ্জুর হয়েছে 19 হাজার 996টি ।’’ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত যারা ক্রেডিট কার্ড পেয়েছে তাদের জন্য মোট বরাদ্দ অর্থের পরিমাণ 521.29 কোটি টাকা ।

আরও পড়ুন : Visitor Bill for Private Universities : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবার ভিজিটর শিক্ষামন্ত্রী, বিধানসভায় বিল পাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.