ETV Bharat / city

Mamata at BGBS 2022 : একি বললেন মুখ্যমন্ত্রী ! প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে গেলেন প্রীতিলতা জোয়ারদার - Bengal CM Mamata Banerjee

আজ, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ তাঁদের সামনেই বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বলতে গিয়ে ভুল করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

mamata-forgets-freedom-fighter-surname-at-bgbs-2022
Mamata at BGBS 2022 : একি বললেন মুখ্যমন্ত্রী ! প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে গেলেন প্রীতিলতা জোয়ারদার
author img

By

Published : Apr 20, 2022, 8:29 PM IST

কলকাতা, 20 এপ্রিল : বিশ্ববঙ্গ বাণিজ্যে সম্মেলনে বক্তব্য রাখতে উঠে স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে গিয়ে ভুল করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Forgets Freedom Fighter Surname at BGBS 2022) । বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম বলতে গিয়ে পদবী ভুলে গেলেন তিনি । প্রীতিলতা ওয়াদ্দেদারের বদলে প্রীতিলতা জোয়ারদার বলে ফেলেন তিনি ৷

প্রসঙ্গত, তার আগেই বক্তব্য রাখেন শিল্পপতি গৌতম আদানি (Industrialist Gautam Adani) । তিনি বাংলার সংস্কৃতি, সাহিত্য থেকে শুরু করে প্রতিটি বিষয় নির্ভুল ভাবে তুলে ধরেন । গুজরাটি এই শিল্পপতির বক্তব্যে একদিকে যেমন জায়গা পেয়েছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা ৷

একই ভাবে তিনি সফল ভাবে তুলে ধরেছেন বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের নামও । কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সুহাসিনী গঙ্গোপাধ্যায়, বীণা দাস, কমলা দাশগুপ্ত, সুচেতা কৃপালনি, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু-সহ একাধিক মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম সফলভাবে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন মঞ্চে তুলে ধরেন দেশের প্রথম সারির এই শিল্পপতি ।

কিন্তু তারপরেই বলতে উঠে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম ভুল বলেন মুখ্যমন্ত্রী (Bengal CM Mamata Banerjee) । মুখ্যমন্ত্রীর এই ভুল সম্পর্কে তাঁকে বিঁধতে ছাড়েনি রাজনৈতিক মহল । বিরোধী দল বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে আশ্চর্য হওয়ার কিছু নেই । এমনটা মাঝেমধ্যেই হয় । সঙ্গে তাঁদের টিপ্পনী, তবে এমন একটা মঞ্চ যেখানে বাংলাকে শোকেস করতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেখানে এমন ভুল না হওয়াই কাম্য ।

আরও পড়ুন : Mamata on Industry at BGBS 2022 : শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 20 এপ্রিল : বিশ্ববঙ্গ বাণিজ্যে সম্মেলনে বক্তব্য রাখতে উঠে স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে গিয়ে ভুল করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Forgets Freedom Fighter Surname at BGBS 2022) । বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম বলতে গিয়ে পদবী ভুলে গেলেন তিনি । প্রীতিলতা ওয়াদ্দেদারের বদলে প্রীতিলতা জোয়ারদার বলে ফেলেন তিনি ৷

প্রসঙ্গত, তার আগেই বক্তব্য রাখেন শিল্পপতি গৌতম আদানি (Industrialist Gautam Adani) । তিনি বাংলার সংস্কৃতি, সাহিত্য থেকে শুরু করে প্রতিটি বিষয় নির্ভুল ভাবে তুলে ধরেন । গুজরাটি এই শিল্পপতির বক্তব্যে একদিকে যেমন জায়গা পেয়েছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা ৷

একই ভাবে তিনি সফল ভাবে তুলে ধরেছেন বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের নামও । কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সুহাসিনী গঙ্গোপাধ্যায়, বীণা দাস, কমলা দাশগুপ্ত, সুচেতা কৃপালনি, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু-সহ একাধিক মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম সফলভাবে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন মঞ্চে তুলে ধরেন দেশের প্রথম সারির এই শিল্পপতি ।

কিন্তু তারপরেই বলতে উঠে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম ভুল বলেন মুখ্যমন্ত্রী (Bengal CM Mamata Banerjee) । মুখ্যমন্ত্রীর এই ভুল সম্পর্কে তাঁকে বিঁধতে ছাড়েনি রাজনৈতিক মহল । বিরোধী দল বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে আশ্চর্য হওয়ার কিছু নেই । এমনটা মাঝেমধ্যেই হয় । সঙ্গে তাঁদের টিপ্পনী, তবে এমন একটা মঞ্চ যেখানে বাংলাকে শোকেস করতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেখানে এমন ভুল না হওয়াই কাম্য ।

আরও পড়ুন : Mamata on Industry at BGBS 2022 : শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.