ETV Bharat / city

21-এর মঞ্চে কী বার্তা দেবেন মমতা, তাকিয়ে তৃণমূল কর্মীরা - 21 জুলাই

আগেই মমতা বলেছেন, "এবারের শহিদ সমাবেশে আমাদের স্লোগান হবে EVM নয় ব্যালট চাই ।"

মমতা
author img

By

Published : Jul 21, 2019, 1:08 AM IST

Updated : Jul 21, 2019, 6:37 AM IST

কলকাতা, 21 জুলাই : BJP-র বিদায়ঘণ্টা বাজানোর ডাক দিয়েছিলেন ব্রিগেডে । জোর গলায় বলেছিলেন, "প্রধানমন্ত্রী মোদি এক্সপায়ারড ।" স্বপ্ন সার্থক হয়নি । উলটে লোকসভায় জোর ধাক্কা খেয়েছে দল । শতাংশের নিরিখে ভোট বাড়লেও আসন হারিয়েছে 12টি । আর মোদি ? মোদি-ম্যাজিক ফের কাজ করেছে দেশজুড়ে । বাংলাতেও 2 থেকে 18-য় পৌঁছে গেছে BJP । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- পদ্মের কাঁটায় 'বিদ্ধ' তৃণমূল ।

আজ 21 জুলাই । তৃণমূলের উদ্যোগে শহিদ সমাবেশ । মঞ্চে থাকবেন খোদ মমতা ব্যানার্জি । থাকবেন প্রশান্ত কিশোরও । দিক দিক থেকে লোক আসা শুরু হয়েছে । তৃণমূল নেতারা আশা করছেন, জনসমাগম হবে ভালোই । অনেকেই বলছেন, '10 লাখ পার হবে ।' সত্যিই কি তাই ? লোকসভার ধাক্কা আদৌ সামলাতে পারবে তৃণমূল ? রেজ়াল্ট বলছে, উত্তরবঙ্গে সংগঠন 'জ়িরো' । জঙ্গলমহলও মমতার হাত ছেড়েছে । বাকি রইল, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছুটা অংশ । আর অধিকারীগড় । এই দিয়ে কি বাজিমাত হবে ? তার থেকেও তৃণমূল কর্মীদের ভাবাচ্ছে একটি প্রশ্ন । কী বার্তা দেবেন মমতা ? "ফাইট তৃণমূল ফাইট", নাকি "সমঝে চলো প্রতিপক্ষকে ?"

mamata
এই ভিড় কি এবারও লক্ষ্য করা যাবে ?

আগেই মমতা বলেছেন, "এবারের শহিদ সমাবেশে আমাদের স্লোগান হবে EVM নয় ব্যালট চাই ।" কিন্তু, এই দাবি কি আদৌ সমীচীন । প্রশ্ন থেকে যায় । দেশজুড়ে EVM-এ ভোট হয় । সেখানে রাজ্যে কি না ব্যালট চাই ? তা সে যাই হোক, তৃণমূল কর্মীরা অত-শত বোঝেন না । তাঁদের কাছে দিদির কথা মন্ত্রের সমান । অনেকেই বলছেন, "দিদিকে দেখতে যাচ্ছি । দিদি যা বলে তাই শুনব । মেনে চলব ।"

21 জুলাই নিয়ে অনেকেরই সম্যক ধারণা নেই । 1993-র 21 শে জুলাই । তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মহাকরণ অভিযান । সেবার দাবি ছিল, নো এপিক - নো ভোট । পুলিশের গুলিতে খোয়া গেছিল 13টি প্রাণ । মাথা ফেটে রক্তাক্ত মমতা । এর 5 বছর পর কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন তিনি । পৃথকভাবে শুরু হয় শহিদ দিবস পালন ।

শহিদ দিবস এখন পুরোপুরিই তৃণমূলের । কংগ্রেস ছোটো অনুষ্ঠান করে । কিন্তু, তার বহর তৃণমূলের অনুষ্ঠানের ধারেকাছেও যায় না । তবে, এবারের পরিস্থিতি ভিন্ন । একদিকে, সংগঠন ভেঙে পড়ছে একাধিক জেলায় । অন্যদিকে, BJP বাড়ছে ক্রমশ । এমত অবস্থায় মমতার দিকেই তাকিয়ে তাঁর সৈন্যরা । আদৌ কি মমতা ফের একবার দলকে জাগিয়ে তুলতে পারবেন ? কীই বা বার্তা দেবেন তিনি ? BJP-র সঙ্গে ফের একবার সম্মুখ সমরে যাবেন ? নাকি 2021-র কথা ভেবে একটু সমঝে চলবেন ?

tmc
শহিদ দিবসের মঞ্চ খতিয়ে দেখতে ধর্মতলায় মমতা

তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, "মমতার উপর মানুষের বিশ্বাস এখনও অটুট । লড়ে উঠে এসেছেন উনি । দাঙ্গা, হিংসায় ভর করে ওঠেননি । তাই, মানুষ আসবে লাখে লাখে । কালো মাথার ভিড়ে ফিরে আসবে সেই পুরোনো ধর্মতলাই । আর মমতা কারোর ভয়ে কোনওদিন পিছিয়ে আসেন না । তিনি যুদ্ধজয়ের ডাকই দেবেন ।" ইঙ্গিতটা যে BJP-র দিকে তা স্পষ্ট । তবে, 21-র সমাবেশকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি BJP সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "শহিদও চুরি করেছে ওরা । সবাই তো কংগ্রেস কর্মী ছিলেন । এখন তৃণমূল নিজের নামে অনুষ্ঠান চালাচ্ছে । আর ক'দিন পর 21 জুলাইয়ের প্রোগ্রাম উঠে যাবে ।"

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, "মমতা একটা নাম । তবে, এবারের 21 জুলাইয়ের উপর নির্ভর করছে আগামীদিনের পরিস্থিতি । একে রবিবার । তার উপর সংগঠন অনেক জায়গায় ভেঙে পড়েছে । লাখ-লাখ জনতার ভিড় জমাতে না পারলে বলতে হবে মমতা-ফ্লপ । আর তা হলে 2021-এর বিধানসভা পার করতে সমস্যায় পড়বেন তৃণমূল সুপ্রিমো । আর যদি কালো মাথার ভিড় জমিয়ে দিতে পারেন, তাহলে বুঝতে হবে মমতা-জাদু অটুট । লোকসভায় ধাক্কা খাওয়ার পরও !"

কলকাতা, 21 জুলাই : BJP-র বিদায়ঘণ্টা বাজানোর ডাক দিয়েছিলেন ব্রিগেডে । জোর গলায় বলেছিলেন, "প্রধানমন্ত্রী মোদি এক্সপায়ারড ।" স্বপ্ন সার্থক হয়নি । উলটে লোকসভায় জোর ধাক্কা খেয়েছে দল । শতাংশের নিরিখে ভোট বাড়লেও আসন হারিয়েছে 12টি । আর মোদি ? মোদি-ম্যাজিক ফের কাজ করেছে দেশজুড়ে । বাংলাতেও 2 থেকে 18-য় পৌঁছে গেছে BJP । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- পদ্মের কাঁটায় 'বিদ্ধ' তৃণমূল ।

আজ 21 জুলাই । তৃণমূলের উদ্যোগে শহিদ সমাবেশ । মঞ্চে থাকবেন খোদ মমতা ব্যানার্জি । থাকবেন প্রশান্ত কিশোরও । দিক দিক থেকে লোক আসা শুরু হয়েছে । তৃণমূল নেতারা আশা করছেন, জনসমাগম হবে ভালোই । অনেকেই বলছেন, '10 লাখ পার হবে ।' সত্যিই কি তাই ? লোকসভার ধাক্কা আদৌ সামলাতে পারবে তৃণমূল ? রেজ়াল্ট বলছে, উত্তরবঙ্গে সংগঠন 'জ়িরো' । জঙ্গলমহলও মমতার হাত ছেড়েছে । বাকি রইল, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছুটা অংশ । আর অধিকারীগড় । এই দিয়ে কি বাজিমাত হবে ? তার থেকেও তৃণমূল কর্মীদের ভাবাচ্ছে একটি প্রশ্ন । কী বার্তা দেবেন মমতা ? "ফাইট তৃণমূল ফাইট", নাকি "সমঝে চলো প্রতিপক্ষকে ?"

mamata
এই ভিড় কি এবারও লক্ষ্য করা যাবে ?

আগেই মমতা বলেছেন, "এবারের শহিদ সমাবেশে আমাদের স্লোগান হবে EVM নয় ব্যালট চাই ।" কিন্তু, এই দাবি কি আদৌ সমীচীন । প্রশ্ন থেকে যায় । দেশজুড়ে EVM-এ ভোট হয় । সেখানে রাজ্যে কি না ব্যালট চাই ? তা সে যাই হোক, তৃণমূল কর্মীরা অত-শত বোঝেন না । তাঁদের কাছে দিদির কথা মন্ত্রের সমান । অনেকেই বলছেন, "দিদিকে দেখতে যাচ্ছি । দিদি যা বলে তাই শুনব । মেনে চলব ।"

21 জুলাই নিয়ে অনেকেরই সম্যক ধারণা নেই । 1993-র 21 শে জুলাই । তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মহাকরণ অভিযান । সেবার দাবি ছিল, নো এপিক - নো ভোট । পুলিশের গুলিতে খোয়া গেছিল 13টি প্রাণ । মাথা ফেটে রক্তাক্ত মমতা । এর 5 বছর পর কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন তিনি । পৃথকভাবে শুরু হয় শহিদ দিবস পালন ।

শহিদ দিবস এখন পুরোপুরিই তৃণমূলের । কংগ্রেস ছোটো অনুষ্ঠান করে । কিন্তু, তার বহর তৃণমূলের অনুষ্ঠানের ধারেকাছেও যায় না । তবে, এবারের পরিস্থিতি ভিন্ন । একদিকে, সংগঠন ভেঙে পড়ছে একাধিক জেলায় । অন্যদিকে, BJP বাড়ছে ক্রমশ । এমত অবস্থায় মমতার দিকেই তাকিয়ে তাঁর সৈন্যরা । আদৌ কি মমতা ফের একবার দলকে জাগিয়ে তুলতে পারবেন ? কীই বা বার্তা দেবেন তিনি ? BJP-র সঙ্গে ফের একবার সম্মুখ সমরে যাবেন ? নাকি 2021-র কথা ভেবে একটু সমঝে চলবেন ?

tmc
শহিদ দিবসের মঞ্চ খতিয়ে দেখতে ধর্মতলায় মমতা

তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, "মমতার উপর মানুষের বিশ্বাস এখনও অটুট । লড়ে উঠে এসেছেন উনি । দাঙ্গা, হিংসায় ভর করে ওঠেননি । তাই, মানুষ আসবে লাখে লাখে । কালো মাথার ভিড়ে ফিরে আসবে সেই পুরোনো ধর্মতলাই । আর মমতা কারোর ভয়ে কোনওদিন পিছিয়ে আসেন না । তিনি যুদ্ধজয়ের ডাকই দেবেন ।" ইঙ্গিতটা যে BJP-র দিকে তা স্পষ্ট । তবে, 21-র সমাবেশকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি BJP সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "শহিদও চুরি করেছে ওরা । সবাই তো কংগ্রেস কর্মী ছিলেন । এখন তৃণমূল নিজের নামে অনুষ্ঠান চালাচ্ছে । আর ক'দিন পর 21 জুলাইয়ের প্রোগ্রাম উঠে যাবে ।"

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, "মমতা একটা নাম । তবে, এবারের 21 জুলাইয়ের উপর নির্ভর করছে আগামীদিনের পরিস্থিতি । একে রবিবার । তার উপর সংগঠন অনেক জায়গায় ভেঙে পড়েছে । লাখ-লাখ জনতার ভিড় জমাতে না পারলে বলতে হবে মমতা-ফ্লপ । আর তা হলে 2021-এর বিধানসভা পার করতে সমস্যায় পড়বেন তৃণমূল সুপ্রিমো । আর যদি কালো মাথার ভিড় জমিয়ে দিতে পারেন, তাহলে বুঝতে হবে মমতা-জাদু অটুট । লোকসভায় ধাক্কা খাওয়ার পরও !"

New Delhi, Jul 20 (ANI): Reacting to the demise of former Delhi chief minister Sheila Dikshit, Pudducherry's Lieutenant Governor Kiran Bedi said the late senior Congress leader had changed the face of the national capital during her 15-year rule in Delhi. Bedi added that she personally saw the amount of development which happened in Delhi during Dikshit's tenure. Bedi called the three-time Delhi CM a cultural and polite woman.
Last Updated : Jul 21, 2019, 6:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.