ETV Bharat / city

Bhabanipur By Election: জমা জলের কারণে বাতিল ভবানীপুরে মমতার নির্বাচনী জনসভা - Priyanka Tibrewal

ভবানীপুরে মমতার প্রথম জনসভাতেই বাধা ৷ লাগাতার বৃষ্টিতে জমা জলের কারণে তৃণমূল সুপ্রিমোর প্রচার সভা বাতিল করা হল ৷ আগামিকাল ওই জনসভার আয়োজন করা হয়েছে ৷ সকাল থেকে সুধীর বসু স্ট্রিটে জল জমে রয়েছে ৷ পৌরনিগমের কর্মীরা সেই জল নামানোর চেষ্টা করলেও, জনসভা আয়োজন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি ৷

Mamata Banerjees First By Election Rally in Bhabanipur Assembly is uncertain due to water logging
জমা জলের কারণে অনিশ্চিত ভবানীপুরে মমতার প্রথম নির্বাচনী জনসভা
author img

By

Published : Sep 21, 2021, 3:49 PM IST

Updated : Sep 21, 2021, 5:31 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচনী জনসভা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু, সেই জনসভা এবার বাতিল করা হল ৷ গত দু’দিনের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে সুধীর বসু স্ট্রিট ৷ আর তার জেরেই সেখানে জনসভা করা গেল না বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে ৷ প্রথমে জানানো হয়েছিল, আজকে জমা জল নামলে সভা হলেও হতে পারে ৷ আর তার জন্য কলকাতা পৌরনিগমের কর্মীরা পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু করেছিলেন ৷

ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ছে কলকাতা পৌরনিগমের 77 নম্বর ওয়ার্ড ৷ যেখানকার বহু রাস্তায় এখনও জলমগ্ন হয়ে রয়েছে ৷ তার মধ্যে একটি রাস্তা সুধীর বসু স্ট্রিট ৷ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভা হওয়ার কথা ৷ কিন্তু, জমা জলে সেই জনসভা বাতিল করা হয়েছে ৷ এদিন সকালে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম সভাস্থল পরিদর্শনে যান ৷ এছাড়াও একবালপুর সংলগ্ন গোটা এলাকার বিভিন্ন রাস্তা তিনি ঘুরে দেখেন ৷ কিন্তু সর্বত্রই ছবিটা এক ৷ মুখ্য প্রশাসক জানিয়েছেন, এখনও জল জমে রয়েছে ৷ তাই মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা বাতিল করা হয়েছে ৷ তবে, রাস্তা থেকে জল দ্রুত সরাতে আপ্রাণ চেষ্টা করছেন কলকাতা পৌরনিগমের কর্মীরা ৷

আরও পড়ুন : Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট এই মুহূর্তে তৃণমূলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ নন্দীগ্রামে অল্প ভোটের মার্জিনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু পরাজিত হলেও মুখ্যমন্ত্রী পদে শপথ তিনিই নিয়েছেন ৷ তাই নিয়ম অনুযায়ী, তৃণমূলের জেতা কোনও একটি আসন থেকে ছ’মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে বিধায়ক হয়ে আসতে হবে ৷ তবেই তিনি মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন ৷ তাই নিজের ছেড়ে যাওয়া পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে ভোটে লড়ছেন মমতা ৷

আরও পড়ুন : Bhabanipur By Election Campaign: ভবানীপুর উপনির্বাচনে বিজেপির প্রচারে আসছেন স্মৃতি ইরানি

উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচার এবং জনসভা করছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ মমতা বন্দ্যোপাধ্যায় হাতেগোনা কয়েকদিন প্রচারে নেমেছেন ৷ অন্যদিকে, তাঁর প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল নিজে ভবানীপুর কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার সারছেন ৷ জনসংযোগের জন্য এবং মানুষের কাছে পৌঁছাতে সাধারণের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরচ্ছেন ৷ সব মিলিয়ে জমিয়ে প্রচার সারছেন তিনি ৷ তারই সঙ্গে, প্রিয়াঙ্কার হয়ে দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বও প্রচার শুরু করবেন আগামিকাল থেকে ৷ স্মৃতি ইরানি, হরদীপ সিং পুরী এবং মনোজ তেওয়ারি প্রচারে আসছেন ৷ ফলে মমতার নিজের হয়ে প্রচারে নামাটা আরও বেশি করে জরুরি হয়ে পড়েছে ৷

আরও পড়ুন : Sukanta Majumdar : বাঙালির অস্তিত্বের জন্য আরও শক্তিশালী বিজেপি গঠনই লক্ষ্য, বললেন সুকান্ত মজুমদার

কলকাতা, 21 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচনী জনসভা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু, সেই জনসভা এবার বাতিল করা হল ৷ গত দু’দিনের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে সুধীর বসু স্ট্রিট ৷ আর তার জেরেই সেখানে জনসভা করা গেল না বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে ৷ প্রথমে জানানো হয়েছিল, আজকে জমা জল নামলে সভা হলেও হতে পারে ৷ আর তার জন্য কলকাতা পৌরনিগমের কর্মীরা পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু করেছিলেন ৷

ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ছে কলকাতা পৌরনিগমের 77 নম্বর ওয়ার্ড ৷ যেখানকার বহু রাস্তায় এখনও জলমগ্ন হয়ে রয়েছে ৷ তার মধ্যে একটি রাস্তা সুধীর বসু স্ট্রিট ৷ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভা হওয়ার কথা ৷ কিন্তু, জমা জলে সেই জনসভা বাতিল করা হয়েছে ৷ এদিন সকালে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম সভাস্থল পরিদর্শনে যান ৷ এছাড়াও একবালপুর সংলগ্ন গোটা এলাকার বিভিন্ন রাস্তা তিনি ঘুরে দেখেন ৷ কিন্তু সর্বত্রই ছবিটা এক ৷ মুখ্য প্রশাসক জানিয়েছেন, এখনও জল জমে রয়েছে ৷ তাই মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা বাতিল করা হয়েছে ৷ তবে, রাস্তা থেকে জল দ্রুত সরাতে আপ্রাণ চেষ্টা করছেন কলকাতা পৌরনিগমের কর্মীরা ৷

আরও পড়ুন : Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট এই মুহূর্তে তৃণমূলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ নন্দীগ্রামে অল্প ভোটের মার্জিনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু পরাজিত হলেও মুখ্যমন্ত্রী পদে শপথ তিনিই নিয়েছেন ৷ তাই নিয়ম অনুযায়ী, তৃণমূলের জেতা কোনও একটি আসন থেকে ছ’মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে বিধায়ক হয়ে আসতে হবে ৷ তবেই তিনি মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন ৷ তাই নিজের ছেড়ে যাওয়া পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে ভোটে লড়ছেন মমতা ৷

আরও পড়ুন : Bhabanipur By Election Campaign: ভবানীপুর উপনির্বাচনে বিজেপির প্রচারে আসছেন স্মৃতি ইরানি

উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচার এবং জনসভা করছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ মমতা বন্দ্যোপাধ্যায় হাতেগোনা কয়েকদিন প্রচারে নেমেছেন ৷ অন্যদিকে, তাঁর প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল নিজে ভবানীপুর কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার সারছেন ৷ জনসংযোগের জন্য এবং মানুষের কাছে পৌঁছাতে সাধারণের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরচ্ছেন ৷ সব মিলিয়ে জমিয়ে প্রচার সারছেন তিনি ৷ তারই সঙ্গে, প্রিয়াঙ্কার হয়ে দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বও প্রচার শুরু করবেন আগামিকাল থেকে ৷ স্মৃতি ইরানি, হরদীপ সিং পুরী এবং মনোজ তেওয়ারি প্রচারে আসছেন ৷ ফলে মমতার নিজের হয়ে প্রচারে নামাটা আরও বেশি করে জরুরি হয়ে পড়েছে ৷

আরও পড়ুন : Sukanta Majumdar : বাঙালির অস্তিত্বের জন্য আরও শক্তিশালী বিজেপি গঠনই লক্ষ্য, বললেন সুকান্ত মজুমদার

Last Updated : Sep 21, 2021, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.