ETV Bharat / city

Modi-Mamata : সংসদে নয়া বিদ্যুৎ বিল পাশের আগেই মোদিকে প্রতিবাদপত্র মমতার - Mamata Banerjee

ইলেকট্রিসিটি (অ্যামেন্ডমেন্ট) বিল, 2020-কে সংসদে পাশ করানোর যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে ৷ এই নিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

mamata banerjee writes letter to pm narendra modi on electricity amendment bill 2020
সংসদে নয়া বিদ্যুৎ আইন পাসের আগেই মোদিকে প্রতিবাদপত্র মমতার
author img

By

Published : Aug 7, 2021, 5:15 PM IST

Updated : Aug 7, 2021, 7:21 PM IST

কলকাতা, 7 অগস্ট : নয়া বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি (অ্যামেন্ডমেন্ট) বিল, 2020-কে সংসদে পাশ করানোর যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

এই বিলটি গত বছরই সংসদে (Parliament) পেশ হওয়ার কথা ছিল । কিন্তু তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের বাধার ফলে সেটা সেবার পেশ করা হয়নি । কিন্তু এবার ফের সেই বিলটিকে সংসদে পেশ করিয়ে পাশ করানোর জন্য সচেষ্ট হয়েছে কেন্দ্রীয় সরকার ।

আরও পড়ুন : মুখ ফসকালেন মুকুল, তরজা জারি ঘাস-পদ্মে

চিঠিতে মুখ্যমন্ত্রী জানান যে এই নয়া বিদ্যুৎ বিল (Electricity Bill) একদিকে যেমন মানুষের স্বার্থের পরিপন্থী, তেমনই অন্যদিকে এই বিল বিদ্যুৎক্ষেত্রে আইন প্রণয়ন এবং পরিচালনার ক্ষেত্রে রাজ্যের ক্ষমতা পুরোপুরি খর্ব করবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এই নয়া বিদ্যুৎ বিল বিদ্যুৎক্ষেত্রে রাজ্যের ক্ষমতা খর্ব করে সুবিধা করে দেবে অপ্রচলিত এবং লাইসেন্সবিহীন বেসরকারি সংস্থাগুলিকে ।

মমতার দাবি, এর ফলে মুনাফাসর্বস্ব বেসরকারি সংস্থাগুলি ঝুঁকবে শুধু লাভজনক শহরকেন্দ্রিক এবং বাণিজ্যিক বিদ্যুৎ বণ্টনের ক্ষেত্রে ৷ অন্যদিকে রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎবণ্টন সংস্থাগুলির হাতে পরে থাকবে শুধু গ্রামীণ ক্ষেত্রে বিদ্যুৎ বণ্টনের দ্বায়িত্ব ৷ এর ফলে রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎবণ্টন সংস্থাগুলি ধীরে ধীরে রুগ্ন হয়ে পড়বে ।

mamata banerjee writes letter to pm narendra modi on electricity amendment bill 2020
মোদিকে প্রতিবাদপত্র মমতার

আরও পড়ুন : By election : দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে তৃণমূল

মমতার বক্তব্য, যদিও এই নয়া বিদ্যুৎ বিলে গ্রাহকের স্বাধীনতা থাকবে একাধিক বিদ্যুৎ বণ্টন সংস্থার থেকে কোনও একটিকে বেছে নেওয়ার ৷ কিন্তু দেখা যাবে যে প্রকৃতপক্ষে এর ফলে নতুন বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি নিজেদের ইচ্ছেমতো দাম ঠিক করেছে, যার ফলে ভোগান্তির শিকার হবে সমাজের সব শ্রেণীর মানুষ ।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন যে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনগুলির ক্ষমতা খর্ব করা এবং রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎবণ্টন সংস্থাগুলিকে অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়াই হল এই নয়া বিদ্যুৎ বিলের লক্ষ্য ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জঙ্গলমহলকে ধন্যবাদ জানাতে দু’দিনের সফরে সোমবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 7 অগস্ট : নয়া বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি (অ্যামেন্ডমেন্ট) বিল, 2020-কে সংসদে পাশ করানোর যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

এই বিলটি গত বছরই সংসদে (Parliament) পেশ হওয়ার কথা ছিল । কিন্তু তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের বাধার ফলে সেটা সেবার পেশ করা হয়নি । কিন্তু এবার ফের সেই বিলটিকে সংসদে পেশ করিয়ে পাশ করানোর জন্য সচেষ্ট হয়েছে কেন্দ্রীয় সরকার ।

আরও পড়ুন : মুখ ফসকালেন মুকুল, তরজা জারি ঘাস-পদ্মে

চিঠিতে মুখ্যমন্ত্রী জানান যে এই নয়া বিদ্যুৎ বিল (Electricity Bill) একদিকে যেমন মানুষের স্বার্থের পরিপন্থী, তেমনই অন্যদিকে এই বিল বিদ্যুৎক্ষেত্রে আইন প্রণয়ন এবং পরিচালনার ক্ষেত্রে রাজ্যের ক্ষমতা পুরোপুরি খর্ব করবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এই নয়া বিদ্যুৎ বিল বিদ্যুৎক্ষেত্রে রাজ্যের ক্ষমতা খর্ব করে সুবিধা করে দেবে অপ্রচলিত এবং লাইসেন্সবিহীন বেসরকারি সংস্থাগুলিকে ।

মমতার দাবি, এর ফলে মুনাফাসর্বস্ব বেসরকারি সংস্থাগুলি ঝুঁকবে শুধু লাভজনক শহরকেন্দ্রিক এবং বাণিজ্যিক বিদ্যুৎ বণ্টনের ক্ষেত্রে ৷ অন্যদিকে রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎবণ্টন সংস্থাগুলির হাতে পরে থাকবে শুধু গ্রামীণ ক্ষেত্রে বিদ্যুৎ বণ্টনের দ্বায়িত্ব ৷ এর ফলে রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎবণ্টন সংস্থাগুলি ধীরে ধীরে রুগ্ন হয়ে পড়বে ।

mamata banerjee writes letter to pm narendra modi on electricity amendment bill 2020
মোদিকে প্রতিবাদপত্র মমতার

আরও পড়ুন : By election : দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে তৃণমূল

মমতার বক্তব্য, যদিও এই নয়া বিদ্যুৎ বিলে গ্রাহকের স্বাধীনতা থাকবে একাধিক বিদ্যুৎ বণ্টন সংস্থার থেকে কোনও একটিকে বেছে নেওয়ার ৷ কিন্তু দেখা যাবে যে প্রকৃতপক্ষে এর ফলে নতুন বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি নিজেদের ইচ্ছেমতো দাম ঠিক করেছে, যার ফলে ভোগান্তির শিকার হবে সমাজের সব শ্রেণীর মানুষ ।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন যে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনগুলির ক্ষমতা খর্ব করা এবং রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎবণ্টন সংস্থাগুলিকে অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়াই হল এই নয়া বিদ্যুৎ বিলের লক্ষ্য ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জঙ্গলমহলকে ধন্যবাদ জানাতে দু’দিনের সফরে সোমবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Last Updated : Aug 7, 2021, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.