ETV Bharat / city

যশ মোকাবিলায় উপান্নে কন্ট্রোল রুম, 25 ও 26-এ রাত জাগবেন মমতা - যশ

গত বছর রাজ্যে আছড়ে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান ৷ বছর ঘুরতেই আরেক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি । ঘূর্ণিঝড় যশ নিয়ে বৈঠকে উদ্বিগ্ন দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । আগে থেকে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রশাসনকে । নবান্নের শীর্ষ কর্তা থেকে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন ।

mamata-banerjee-will-stay-at-night-in-upanna-control-room-to-deal-with-cyclone-yash
mamata-banerjee-will-stay-at-night-in-upanna-control-room-to-deal-with-cyclone-yash
author img

By

Published : May 22, 2021, 6:00 PM IST

কলকাতা, 22 মে : আমফানের মতোই যশ মোকাবিলায় রাত জাগবেন মুখ্যমন্ত্রী । আমফানের সময় ঘূর্ণিঝড় মোকাবিলায় নবান্নে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, এবারও নবান্ন লাগোয়া উপান্নে কন্ট্রোল রুম খোলা হচ্ছে । সেই কন্ট্রোল রুমে 25 ও 26 তারিখ রাতে থাকবেন তিনি।

গত বছর রাজ্যে আছড়ে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান ৷ বছর ঘুরতেই আরেক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি । ঘূর্ণিঝড় যশ নিয়ে বৈঠকে উদ্বিগ্ন দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । আগে থেকে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রশাসনকে । নবান্নের শীর্ষ কর্তা থেকে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন । প্রস্তুত রাখতে বলা হয়েছে উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলিকে । বিপর্যয় মোকাবিলা দফতরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে । পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল, ওষুধ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে । গত বছরের অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান তছনছ করে দিয়েছিল বাংলার উপকূলবর্তী জেলাগুলিকে ।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্কবার্তা জারি করল রাজ্য

উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই 24 পরগনা, পূ্র্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির পাশাপাশি কলকাতাতেও চলছে জোরদার প্রস্তুতি । কলকাতা পৌরনিগমে আলাদা কন্ট্রোলরুম খোলা হবে বলে জানা গিয়েছে । ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠকে দফায় দফায় আধিকারিকদের এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম । সমস্ত পৌরকর্মীর ছুটি বাতিল হয়েছে । ছুটি বাতিল হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের, পুলিশের ।

কলকাতা, 22 মে : আমফানের মতোই যশ মোকাবিলায় রাত জাগবেন মুখ্যমন্ত্রী । আমফানের সময় ঘূর্ণিঝড় মোকাবিলায় নবান্নে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, এবারও নবান্ন লাগোয়া উপান্নে কন্ট্রোল রুম খোলা হচ্ছে । সেই কন্ট্রোল রুমে 25 ও 26 তারিখ রাতে থাকবেন তিনি।

গত বছর রাজ্যে আছড়ে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান ৷ বছর ঘুরতেই আরেক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি । ঘূর্ণিঝড় যশ নিয়ে বৈঠকে উদ্বিগ্ন দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । আগে থেকে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রশাসনকে । নবান্নের শীর্ষ কর্তা থেকে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন । প্রস্তুত রাখতে বলা হয়েছে উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলিকে । বিপর্যয় মোকাবিলা দফতরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে । পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল, ওষুধ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে । গত বছরের অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান তছনছ করে দিয়েছিল বাংলার উপকূলবর্তী জেলাগুলিকে ।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্কবার্তা জারি করল রাজ্য

উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই 24 পরগনা, পূ্র্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির পাশাপাশি কলকাতাতেও চলছে জোরদার প্রস্তুতি । কলকাতা পৌরনিগমে আলাদা কন্ট্রোলরুম খোলা হবে বলে জানা গিয়েছে । ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠকে দফায় দফায় আধিকারিকদের এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম । সমস্ত পৌরকর্মীর ছুটি বাতিল হয়েছে । ছুটি বাতিল হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের, পুলিশের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.