কলকাতা, 7 সেপ্টেম্বর : মঙ্গলে ঊষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা ৷
খনার বচনকে সামনে রেখেই ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Election) প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এমনিতেই দিনক্ষণ নিয়ে বেশি খুঁতখুঁতে তৃণমূলনেত্রী । আর তাই বুধবার থেকেই ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হিসাবে প্রচার শুরু করছেন তিনি । ওইদিনই দুপুর একটায় চেতলার অহীন্দ্র মঞ্চে একটি কর্মিসভার আয়োজন করা হয়েছে । এখনও পর্যন্ত যতদূর খবর, এই কর্মিসভা থেকেই বিধানসভার উপনির্বাচনের প্রচার শুরু করবেন মমতা ।
আরও পড়ুন : Abhishek Banerjee : জীবন দেব, মাথা নত করব না; ইডির জেরার পর বিজেপিকে হুঙ্কার অভিষেকের
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভবানীপুরে জোরদার প্রচার শুরু করেছে । ইতিমধ্যেই তৃণমূলনেত্রীর নামে দেওয়াল লিখন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় । বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের প্রার্থী হওয়ায় উৎসবের মেজাজে জোরদার প্রচার চলছে এখানে । তবে এই প্রচারে সামনের সারিতে থাকছেন সাধারণ কর্মী ও সমর্থকরাই ।
এবার দলের নেতা-কর্মীদের নিয়ে চেতলায় যে কর্মিসভা রয়েছে, তাতে যোগ দেবেন মমতা । আর এই দিন থেকেই ভবানীপুর ছাড়াও আরও দুই কেন্দ্রে 30 সেপ্টেম্বর যে ভোট রয়েছে, তারও প্রচারকার্য শুরু করবেন মমতা । এখনও পর্যন্ত খবর, তাতে বুধবারের এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়াও উপস্থিত থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, অন্যতম সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন ।
এদিকে তৃণমূল সূত্রের খবর পাওয়া গিয়েছে, পঞ্জিকা মেনে আগামী শুক্রবার নিজের মনোনয়ন জমা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই যতগুলো ওয়ার্ড রয়েছে, সেখানেও প্রচারের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে । বিভিন্ন নেতা-মন্ত্রীরা এই ওয়ার্ডগুলির প্রচার এর দায়িত্বে থাকছেন ।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, ভবানীপুর বিধানসভার 63 নম্বর ওয়ার্ডে প্রচারের দায়িত্বে থাকছেন প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । 71 এবং 72 নম্বর ওয়ার্ডের প্রচার এর দায়িত্বে থাকছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম দেখছেন 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড ।
আরও পড়ুন : PAC Issue : বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়, পিএসি নিয়ে রাজ্যপালের চিঠির জবাব বিমানের
গত বিধানসভা নির্বাচনে 74 নম্বর ওয়ার্ডে শোভনদেব চট্টোপাধ্যায় 750 ভোটে পিছিয়ে ছিলেন । সেই ওয়ার্ড উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে । কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমারকে । 73 নম্বর ওয়ার্ড দেখবেন কার্তিক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, 2011 সালে এই ভবানীপুর উপনির্বাচনে 49 হাজার 936 ভোটে জয়ী হয়েছিলেন মমতা । এরপর 2016-য় মমতার ব্যবধান ছিল 25 হাজার 301 ভোট । এবার তৃণমূলের লক্ষ্য এই আসনে রেকর্ড মার্জিনে তৃণমূল নেত্রীকে জিতিয়ে নিয়ে আসা । আর তাই এখন থেকেই সেই কাজে মনোনিবেশ করছে তৃণমূল ।
আরও পড়ুন : Suvendu Adhikari : গ্রেফতার করা যাবে না, হাইকোর্টের রক্ষাকবচে স্বস্তি শুভেন্দুর