কলকাতা, 5 সেপ্টেম্বর: সরকার চালাতে গেলে দুর্নীতি হয়, মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি টেনে আনলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) কথা ৷ শিক্ষক দিবস পালনের অনুষ্ঠানমঞ্চ থেকে মমতা বলেন, "বুদ্ধবাবুও বলেছিলেন চোরেদের সরকারে থাকব না ৷" তাঁর এই কথার অর্থ, সেই সময়ও সরকারে দুর্নীতি ছিল - এটাই বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Recalls Buddhadeb)৷
তাঁর সরকারের আমলে দুর্নীতি হয়েছে । প্রত্যক্ষ না হলেও পরোক্ষে সে কথা মেনে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে বাম সরকারের মন্ত্রীদের বক্তব্য উদ্ধৃত করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তাঁর পূর্বসূরি বাম সরকারও দুর্নীতিমুক্ত ছিল না । এ ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে অন্য রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ টেনে আনেন তিনি ।
এ দিন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি যা বললেন তার সারাংশ এই যে, সরকার চালাতে গেলে দুর্নীতি হয় । নিচুতলায় কেউ দুর্নীতি করলে তার দোষ এসে পড়ে উপর তলায় অর্থাৎ এখানেই তাঁর বক্তব্য, তাঁর সরকারের নিচু তলায় কেউ কেউ হয়তো দুর্নীতিতে যুক্ত বা এর জন্য বদনামের ভাগীদার হতে হচ্ছে তাঁকে ।
নিজের কথা কতটা বাস্তবিক তা প্রমাণ করতে অন্য রাজ্যের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী । এ ক্ষেত্রে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকারের ব্যাপম কেলেঙ্কারির উদাহরণও টানেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেখানে এই কেলেঙ্কারিতে 49 জনের মৃত্যু হয়েছে ।
ঠিক কী বলেছেন মমতা ! মুখ্যমন্ত্রীর কথায়, "কেউ কেউ আছে আমি খাব না, অন্যকে খেতেও দেব না । আমি বলি কাজ করতে করতে কোথাও যদি ভুল হয় তা হতেই পারে । কিন্তু তাঁকে শুধরে নেওয়া উচিত । মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির নাম শুনেছেন ? সেখানে শিক্ষামন্ত্রীকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কি ! 49 জন ইতিমধ্যেই সেখানে সুইসাইড করেছে । কাল আরও একটা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে । কেলেঙ্কারি করে থাকতে গেলে, নিচু তলার কেউ একজন করলে তার দায় এসে উপর তলায় পড়ে । এ বার নিচুতলাকে ধরতে গেলে সে পালিয়ে যায় । এ দিন নাম না করে বামেদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বড় বড় ডাকাতেরা ডাকাতি করলে দেখবেন, তাদের ধরা যায় না । তেমনি বামেরা ।"
আরও পড়ুন: আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপর, মন্তব্য মুখ্যমন্ত্রীর
তাঁর অভিযোগ, সিপিএম আমলের কোনও নথি নেই, তাই তারা পার পেয়ে যাচ্ছে । মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগের সুরে জানিয়েছেন, "বামফ্রন্ট সরকার চলে গেলেও এখনও সরকারি বিভিন্ন দফতরে আমাদের কিছু লোক রয়ে গিয়েছে। তারই সুযোগ নিয়ে দেখা গিয়েছে, অতীতের কোনও একটা নথিও আলমারিতে নেই ।" মুখ্যমন্ত্রী বলেন, "বদলায় বিশ্বাস করি না । তাই আজও তারা বহাল তবিয়তে এই কাজ করছেন । কিন্তু আলমারিতে গিয়ে দেখুন একটা নথিও আছে কি না । একটা কাগজও পাবেন না । আমাদের আমলের কাগজ আছে বলেই তো আপনি ভুল ধরতে পারছেন । আমাদের আমলে কাগজ আছে, ওদের আমলে কাগজ একটাও নেই ।"
এরপরই বুদ্ধবাবুর প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "বুদ্ধবাবুর কথা মনে আছে ? চোরেদের সরকারে আর কাজ করব না ! বিনয় চৌধুরীর কথা মনে পড়ে, তিনি বলেছিলেন, গভরর্নমেন্ট অফ দ্য কন্ট্রাকটর । ফর দ্য কন্ট্রাকটর । বাই দা কন্ট্রাকটর ।" এর সঙ্গে মমতার সংযোজন, "নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স । যে কাজ করে তাঁর ভুল করার অধিকার রয়েছে । অশোক গাঙ্গুলির সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সুসম্পর্ক নেই । তবে তিনি একটা রায়ের সময় বলেছিলেন, যদি দেখা যায় কাজ করার ক্ষেত্রে ভুল হয়েছে, সে ক্ষেত্রে ভুল সংশোধনের সুযোগ দেয়া উচিত ।"