ETV Bharat / city

Mamata Tribute to Parliament Attack Victims : সংসদ হামলায় শহিদদের শ্রদ্ধার্ঘ্য মমতার - সংসদ হামলা 2001

সংসদ হামলার 20তম বর্ষে শহিদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Tribute to Parliament Attack Victims) ৷ টুইটারে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar Tribute to Parliament Attack Victims) ৷

Mamata Banerjee Tribute to Parliament Attack Victims on Twitter
Mamata Banerjee Tribute to Parliament Attack Victims : সংসদ হামলায় শহিদদের শ্রদ্ধার্ঘ্য মমতার
author img

By

Published : Dec 13, 2021, 6:09 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর : 2001 সালের সংসদ হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Tribute to Parliament Attack Victims) ৷ সোমবার ছিল ভয়াবহ ওই ঘটনায় 20তম বর্ষ ৷ সেই উপলক্ষে এদিন একটি টুইট করেন মমতা ৷ সেদিনের হামলায় সংসদ ও সাংসদদের রক্ষার করার তাগিদে যাঁরা জীবন দান করেছিলেন, তাঁদের সকলকে স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘‘যে চরম বলিদান আপানারা দিয়েছেন, তার জন্য গোটা দেশ চিরকাল আপনাদের কুর্নিশ করবে ৷ আপনাদের নিঃস্বার্থ সেবার জন্য আমরা চিরকাল ঋণী থাকব ৷’’

আরও পড়ুন : Mamata on Alternative of BJP : ভোট ভাগাভাগি নয়, বিজেপির বিকল্প হতেই গোয়ায় তৃণমূল : মমতা

সংসদ হামলার শহিদদের স্মরণ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar Tribute to Parliament Attack Victims) ৷ তিনি লেখেন, ‘‘2001 সালের সংসদ হামলায় যাঁরা তাঁদের কর্তব্য পালন করতে গিয়ে জীবন দিয়েছিলেন, তাঁদের সকলকে আমার শ্রদ্ধার্ঘ্য ৷ তাঁদের সেবা এবং সর্বোচ্চ বলিদান দেশের প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করবে, যাতে তাঁরা রাষ্ট্রকেই সর্বাগ্রে রাখেন ৷’’

আরও পড়ুন : charchil alemao joins TMC : গোয়ায় এবার পাওয়ারের দল ভাঙালেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল তৃণমূলে

20 বছর আগে এই 13 ডিসেম্বরেই সংসদে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ ৷ সেদিন হঠাৎই সংসদ চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা ৷ তাতে মোট ন’জনের মৃত্যু হয় ৷ পাল্টা গুলিতে পাঁচ জঙ্গিকে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরাও ৷ ঘটনায় শহিদ ন’জনের মধ্যে ছিলেন দিল্লি পুলিশের পাঁচ সদস্য, সিআরপিএফ-এর একজন মহিলা জওয়ান, সংসদের দুই নিরাপত্তারক্ষী ও একজন ওয়ার্ড স্টাফ এবং একজন মালি ৷ ঘটনায় এক সাংবাদিকও গুরুতর জখম হন ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷

কলকাতা, 13 ডিসেম্বর : 2001 সালের সংসদ হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Tribute to Parliament Attack Victims) ৷ সোমবার ছিল ভয়াবহ ওই ঘটনায় 20তম বর্ষ ৷ সেই উপলক্ষে এদিন একটি টুইট করেন মমতা ৷ সেদিনের হামলায় সংসদ ও সাংসদদের রক্ষার করার তাগিদে যাঁরা জীবন দান করেছিলেন, তাঁদের সকলকে স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘‘যে চরম বলিদান আপানারা দিয়েছেন, তার জন্য গোটা দেশ চিরকাল আপনাদের কুর্নিশ করবে ৷ আপনাদের নিঃস্বার্থ সেবার জন্য আমরা চিরকাল ঋণী থাকব ৷’’

আরও পড়ুন : Mamata on Alternative of BJP : ভোট ভাগাভাগি নয়, বিজেপির বিকল্প হতেই গোয়ায় তৃণমূল : মমতা

সংসদ হামলার শহিদদের স্মরণ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar Tribute to Parliament Attack Victims) ৷ তিনি লেখেন, ‘‘2001 সালের সংসদ হামলায় যাঁরা তাঁদের কর্তব্য পালন করতে গিয়ে জীবন দিয়েছিলেন, তাঁদের সকলকে আমার শ্রদ্ধার্ঘ্য ৷ তাঁদের সেবা এবং সর্বোচ্চ বলিদান দেশের প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করবে, যাতে তাঁরা রাষ্ট্রকেই সর্বাগ্রে রাখেন ৷’’

আরও পড়ুন : charchil alemao joins TMC : গোয়ায় এবার পাওয়ারের দল ভাঙালেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল তৃণমূলে

20 বছর আগে এই 13 ডিসেম্বরেই সংসদে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ ৷ সেদিন হঠাৎই সংসদ চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা ৷ তাতে মোট ন’জনের মৃত্যু হয় ৷ পাল্টা গুলিতে পাঁচ জঙ্গিকে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরাও ৷ ঘটনায় শহিদ ন’জনের মধ্যে ছিলেন দিল্লি পুলিশের পাঁচ সদস্য, সিআরপিএফ-এর একজন মহিলা জওয়ান, সংসদের দুই নিরাপত্তারক্ষী ও একজন ওয়ার্ড স্টাফ এবং একজন মালি ৷ ঘটনায় এক সাংবাদিকও গুরুতর জখম হন ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.