কলকাতা, 13 ডিসেম্বর : 2001 সালের সংসদ হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Tribute to Parliament Attack Victims) ৷ সোমবার ছিল ভয়াবহ ওই ঘটনায় 20তম বর্ষ ৷ সেই উপলক্ষে এদিন একটি টুইট করেন মমতা ৷ সেদিনের হামলায় সংসদ ও সাংসদদের রক্ষার করার তাগিদে যাঁরা জীবন দান করেছিলেন, তাঁদের সকলকে স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘‘যে চরম বলিদান আপানারা দিয়েছেন, তার জন্য গোটা দেশ চিরকাল আপনাদের কুর্নিশ করবে ৷ আপনাদের নিঃস্বার্থ সেবার জন্য আমরা চিরকাল ঋণী থাকব ৷’’
আরও পড়ুন : Mamata on Alternative of BJP : ভোট ভাগাভাগি নয়, বিজেপির বিকল্প হতেই গোয়ায় তৃণমূল : মমতা
-
Lest we forget.
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Homage to all our brave security personnel who laid down their lives on this day in 2001 to protect our Parliament.
The entire nation salutes your supreme sacrifice. We will always remain grateful to you for your selfless service.
">Lest we forget.
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2021
Homage to all our brave security personnel who laid down their lives on this day in 2001 to protect our Parliament.
The entire nation salutes your supreme sacrifice. We will always remain grateful to you for your selfless service.Lest we forget.
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2021
Homage to all our brave security personnel who laid down their lives on this day in 2001 to protect our Parliament.
The entire nation salutes your supreme sacrifice. We will always remain grateful to you for your selfless service.
সংসদ হামলার শহিদদের স্মরণ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar Tribute to Parliament Attack Victims) ৷ তিনি লেখেন, ‘‘2001 সালের সংসদ হামলায় যাঁরা তাঁদের কর্তব্য পালন করতে গিয়ে জীবন দিয়েছিলেন, তাঁদের সকলকে আমার শ্রদ্ধার্ঘ্য ৷ তাঁদের সেবা এবং সর্বোচ্চ বলিদান দেশের প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করবে, যাতে তাঁরা রাষ্ট্রকেই সর্বাগ্রে রাখেন ৷’’
আরও পড়ুন : charchil alemao joins TMC : গোয়ায় এবার পাওয়ারের দল ভাঙালেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল তৃণমূলে
-
Tributes to our brave security personnel martyred in the line of duty during #ParliamentAttack in 2001.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Their service and supreme sacrifice inspires every citizen TO KEEP NATION FIRST.
National Security is paramount and calls for non compromising stance.
">Tributes to our brave security personnel martyred in the line of duty during #ParliamentAttack in 2001.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 13, 2021
Their service and supreme sacrifice inspires every citizen TO KEEP NATION FIRST.
National Security is paramount and calls for non compromising stance.Tributes to our brave security personnel martyred in the line of duty during #ParliamentAttack in 2001.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 13, 2021
Their service and supreme sacrifice inspires every citizen TO KEEP NATION FIRST.
National Security is paramount and calls for non compromising stance.
20 বছর আগে এই 13 ডিসেম্বরেই সংসদে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ ৷ সেদিন হঠাৎই সংসদ চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা ৷ তাতে মোট ন’জনের মৃত্যু হয় ৷ পাল্টা গুলিতে পাঁচ জঙ্গিকে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরাও ৷ ঘটনায় শহিদ ন’জনের মধ্যে ছিলেন দিল্লি পুলিশের পাঁচ সদস্য, সিআরপিএফ-এর একজন মহিলা জওয়ান, সংসদের দুই নিরাপত্তারক্ষী ও একজন ওয়ার্ড স্টাফ এবং একজন মালি ৷ ঘটনায় এক সাংবাদিকও গুরুতর জখম হন ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷