ETV Bharat / city

Mamata to Inaugurate Kali Puja: বৃহস্পতিবার থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করছেন মমতা - মমতা বন্দ্যোপাধ্যায়

এ বছরের কালীপুজোর উদ্বোধন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই তিনি কালীপুজোর উদ্বোধন (Mamata to Inaugurate Kali Puja) শুরু করছেন ৷

Mamata Banerjee to start Kali Puja inauguration from Thursday
বৃহস্পতিবার থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করছেন মমতা
author img

By

Published : Oct 19, 2022, 2:15 PM IST

কলকাতা, 19 অক্টোবর: বৃহস্পতিবার থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বছর দুর্গাপুজোর উদ্বোধন দেবীপক্ষের আগে থেকেই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী । তাই নিয়ে বিরোধীদের কম সমালোচনা হয়নি । তবে কালীপুজোর ক্ষেত্রে, উত্তরবঙ্গ থেকে ফিরেই সরাসরি পুজো উদ্বোধনে মনোনিবেশ করবেন মুখ্যমন্ত্রী (Mamata to Inaugurate Kali Puja)। এখনও পর্যন্ত যা সূচি, তাতে আগামিকাল বিকেলেই মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন (Kali Puja inauguration) শুরু হয়ে যাবে ।

কলকাতা বিমানবন্দর থেকে নেমে তিনি সরাসরি মধ্য কলকাতার দুটি নামী পুজোর উদ্বোধন করবেন বলে খবর । এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের তালিকায় রয়েছে জানবাজার সম্মিলিত কালীপুজো, শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস, দেবেন্দ্র ঘোষ রোডের ইন্ডিয়া ক্লাব ও হরিশ মুখার্জি রোডের ভেনাস ক্লাব । এছাড়াও কালীপুজোতে নিজের বাড়িতেই ধুমধাম করে মাতৃ আরাধনা করেন মুখ্যমন্ত্রী । সেখানে নিজের হাতেই সবকিছু সামলান তিনি । কাজেই এ বার কালীপুজোর আগে সামগ্রিকভাবে তাঁর শিডিউলে ব্যস্ততা প্রচুর ।

আরও পড়ুন: হড়পা বানের কারণ জানতে তদন্ত চলছে, মালবাজারে জানালেন মুখ্যমন্ত্রী

বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লাবগুলির কালীপুজোর উদ্বোধন করে থাকেন, এ বারও তিনি সেগুলিরই উদ্বোধন করছেন । একইসঙ্গে জেলাগুলিতেও তাঁকে দিয়ে উদ্বোধনের চাহিদা রয়েছে । অন্যদিকে, তিনি দুর্গাপুজোর উদ্বোধন এ বছর প্রথম জেলায় জেলায় ভার্চুয়ালি করেছেন । দুর্গাপুজোর সময় তিন দফায় প্রায় এক হাজারের কাছাকাছি পুজোর উদ্বোধন করেছেন তিনি । এ বার সেই চাহিদা মেটাতে দুর্গাপুজোর মতো কালীপুজোতেও তিনি ভার্চুয়াল উদ্বোধন করেন কি না, সেটাই এখন দেখার ।

কলকাতা, 19 অক্টোবর: বৃহস্পতিবার থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বছর দুর্গাপুজোর উদ্বোধন দেবীপক্ষের আগে থেকেই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী । তাই নিয়ে বিরোধীদের কম সমালোচনা হয়নি । তবে কালীপুজোর ক্ষেত্রে, উত্তরবঙ্গ থেকে ফিরেই সরাসরি পুজো উদ্বোধনে মনোনিবেশ করবেন মুখ্যমন্ত্রী (Mamata to Inaugurate Kali Puja)। এখনও পর্যন্ত যা সূচি, তাতে আগামিকাল বিকেলেই মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন (Kali Puja inauguration) শুরু হয়ে যাবে ।

কলকাতা বিমানবন্দর থেকে নেমে তিনি সরাসরি মধ্য কলকাতার দুটি নামী পুজোর উদ্বোধন করবেন বলে খবর । এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের তালিকায় রয়েছে জানবাজার সম্মিলিত কালীপুজো, শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস, দেবেন্দ্র ঘোষ রোডের ইন্ডিয়া ক্লাব ও হরিশ মুখার্জি রোডের ভেনাস ক্লাব । এছাড়াও কালীপুজোতে নিজের বাড়িতেই ধুমধাম করে মাতৃ আরাধনা করেন মুখ্যমন্ত্রী । সেখানে নিজের হাতেই সবকিছু সামলান তিনি । কাজেই এ বার কালীপুজোর আগে সামগ্রিকভাবে তাঁর শিডিউলে ব্যস্ততা প্রচুর ।

আরও পড়ুন: হড়পা বানের কারণ জানতে তদন্ত চলছে, মালবাজারে জানালেন মুখ্যমন্ত্রী

বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লাবগুলির কালীপুজোর উদ্বোধন করে থাকেন, এ বারও তিনি সেগুলিরই উদ্বোধন করছেন । একইসঙ্গে জেলাগুলিতেও তাঁকে দিয়ে উদ্বোধনের চাহিদা রয়েছে । অন্যদিকে, তিনি দুর্গাপুজোর উদ্বোধন এ বছর প্রথম জেলায় জেলায় ভার্চুয়ালি করেছেন । দুর্গাপুজোর সময় তিন দফায় প্রায় এক হাজারের কাছাকাছি পুজোর উদ্বোধন করেছেন তিনি । এ বার সেই চাহিদা মেটাতে দুর্গাপুজোর মতো কালীপুজোতেও তিনি ভার্চুয়াল উদ্বোধন করেন কি না, সেটাই এখন দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.