ETV Bharat / city

হাথরসের ঘটনার প্রতিবাদে আজ রাজপথে মমতা - Mamata Banerjee to lead protest rally against Hathras incident

হাথরসের ঘটনার প্রতিবাদে আজ শহরে মিছিল করে প্রতিবাদ করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল 4টেয় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 2, 2020, 8:47 PM IST

Updated : Oct 3, 2020, 6:17 AM IST

কলকাতা, 3 অক্টোবর : হাথরসের ঘটনার প্রতিবাদে আজ শহরে মিছিল করে প্রতিবাদ করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেল 4টেয় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন তিনি ।

হাথরসের ঘটনা নিয়ে সরব বিরোধী দলগুলি । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গর্জে উঠেছে তৃণমূল শিবিরও । গতকাল হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়েছিলেন তৃণমূল সাংসদরা । পুলিশের তরফ থেকে বাধা পান তাঁরা । গ্রামে ঢোকার আগেই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডলের সঙ্গে পুলিশের চরম ধস্তাধস্তি হয়। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সঠিক পুলিশি তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, "এই ঘটনার পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। বাংলায় ধর্ষণের ঘটনা ঘটলে 72 ঘণ্টার মধ্যে আমরা তদন্ত করি।"

আরও পড়ুন : হাথরসে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধি দলকে, ধস্তাধস্তিতে পড়ে গেলেন ডেরেক

তবে হাথরসের ঘটনা নিয়ে আন্দোলনকে উচ্চতায় নিয়ে যেতে চাইছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । আজই পথে নামতে চলেছেন তিনি । বিকেল 4 টেয় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তি পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো । মমতার সঙ্গে এই মিছিলে পা মেলাবেন তৃণমূলের সর্বস্তরের নেতা ও কর্মীরা ।

হাথরসের ইশুকে সামনে রেখে দীর্ঘদিন পর BJP বিরোধী মিছিল সংগঠিত করতে রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী । একুশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন : হাথরসের ঘটনায় 'দোষীদের ফাঁসির' দাবি কেজরিওয়ালের

কলকাতা, 3 অক্টোবর : হাথরসের ঘটনার প্রতিবাদে আজ শহরে মিছিল করে প্রতিবাদ করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেল 4টেয় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন তিনি ।

হাথরসের ঘটনা নিয়ে সরব বিরোধী দলগুলি । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গর্জে উঠেছে তৃণমূল শিবিরও । গতকাল হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়েছিলেন তৃণমূল সাংসদরা । পুলিশের তরফ থেকে বাধা পান তাঁরা । গ্রামে ঢোকার আগেই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডলের সঙ্গে পুলিশের চরম ধস্তাধস্তি হয়। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সঠিক পুলিশি তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, "এই ঘটনার পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। বাংলায় ধর্ষণের ঘটনা ঘটলে 72 ঘণ্টার মধ্যে আমরা তদন্ত করি।"

আরও পড়ুন : হাথরসে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধি দলকে, ধস্তাধস্তিতে পড়ে গেলেন ডেরেক

তবে হাথরসের ঘটনা নিয়ে আন্দোলনকে উচ্চতায় নিয়ে যেতে চাইছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । আজই পথে নামতে চলেছেন তিনি । বিকেল 4 টেয় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তি পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো । মমতার সঙ্গে এই মিছিলে পা মেলাবেন তৃণমূলের সর্বস্তরের নেতা ও কর্মীরা ।

হাথরসের ইশুকে সামনে রেখে দীর্ঘদিন পর BJP বিরোধী মিছিল সংগঠিত করতে রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী । একুশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন : হাথরসের ঘটনায় 'দোষীদের ফাঁসির' দাবি কেজরিওয়ালের

Last Updated : Oct 3, 2020, 6:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.