কলকাতা, 29 জুন : বাংলার নির্বাচনে তৃণমূলের (Trinamool Congress) জয়ের ধারা অব্যাহত রইল বুধবারও ৷ উত্তরবঙ্গের জিটিএ (GTA) ও শিলিগুড়ি মহকুমা পরিষদে (Siliguri Mahakuma Parishad) ভালো ফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ দক্ষিণবঙ্গেও যে ক’টি ওয়ার্ডে ভোট ছিল, সেখানেও অধিকাংশ জায়গায় তৃণমূলই জিতেছে ৷
তাই দলের জয় নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ বুধবার দুপুরে টুইট করে এই জয়ের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷
মমতা লিখেছেন, ‘‘উত্তর থেকে দক্ষিণে ভোটাররা আবারও মা-মাটি-মানুষের প্রার্থীদের উপর ভরসা রেখেছেন ৷ আমাদের সংকল্পের জন্য পাহাড়েও গণতন্ত্র হেসেছে৷ সকলকে প্রণাম ৷’’
-
Bengal voters from north to south show once again their overwhelming preference for our Ma- Mati- Manush candidates, while democracy smiles in the hills too thanks to our resolve. Salute to all!
— Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bengal voters from north to south show once again their overwhelming preference for our Ma- Mati- Manush candidates, while democracy smiles in the hills too thanks to our resolve. Salute to all!
— Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2022Bengal voters from north to south show once again their overwhelming preference for our Ma- Mati- Manush candidates, while democracy smiles in the hills too thanks to our resolve. Salute to all!
— Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2022
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 জুন জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে বকেয়া থাকা ভোট নেওয়া হয় ৷ একই সঙ্গে ভোট হয় পানিহাটি ও ঝালদা পৌরসভার দু’টি ওয়ার্ডে ৷ ওই দুই ওয়ার্ডের কাউন্সিলরকে খুন করা হয় গত 13 মার্চ ৷
বুধবার ফল প্রকাশিত ভোটের ৷ অধিকাংশ জায়গাতেই জিতেছে তৃণমূল ৷ পাহাড়ে প্রথমবার খাতা খুলেছে ঘাসফুল শিবির ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদের গ্রাম পঞ্চায়েত স্তরে এগিয়ে তৃণমূল ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পঞ্চায়েত সমিতির আসন ও মহকুমা পরিষদের আসনে গণনা সবেমাত্র শুরু হয়েছে ৷
আরও পড়ুন : GTA Election Result 2022: 27 আসনে জিতে জিটিএ-তে বিজিপিএম, শিলিগুড়ির গ্রাম পঞ্চায়েতে সবুজ-ঝড়