কলকাতা, 1 সেপ্টেম্বর: এই পৃথিবী একটাই দেশ । আর উৎসবই আমাদের জাতি। বৃহস্পতিবার রেড রোডে ইউনেস্কোর প্রতিনিধিদের ধন্যবাদ জানানোর মঞ্চ থেকে এভাবেই বিশ্বব্যাপী ঐক্যের বার্তা তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee thanks UNESCO)। তাঁর বক্তব্যে রাষ্ট্রীয় সীমানা, ধর্মীয় বৈপরীত্য মুছে দেওয়ার চেষ্টা করলেন তিনি । এ দিন উৎসবের মাধ্যমে সৃষ্টি হল এক বৃহত্তর গণসমাজের (Durga Puja 2022)। মুখ্যমন্ত্রী বারবারই বলেন, ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার । এখানে আক্ষরিক অর্থে দুর্গাপুজোর যে সর্বজনীনতা সেটাই তুলে ধরার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী (Mamata on United World)।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করেছেন । সেখানেই সংকীর্ণতার গণ্ডি মুছে ফেলার ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "ইউনেস্কোর তরফে এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ জুগিয়েছে । এটাই ভবিষ্যতের পাথেয় । আজকের এই মঞ্চ সর্ব ধর্ম-বর্ণের মেলবন্ধন ঘটিয়েছে । ব্রিটিশ কাউন্সিলকে দিয়ে একটি সমীক্ষা করিয়েছিলাম আমরা । সেই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে এ রাজ্যে 40 কোটি টাকার ব্যবসা হয় । কত মানুষ উপকৃত হন এর মাধ্যমে । অতএব আমাদের জাতিগত পরিচয় হল আমাদের এই উৎসব । আমাদের জাত আমাদের একতা । আমাদের জাত মানবতা । আমরা সকলেই ঐক্যবদ্ধ ।"
আরও পড়ুন: তিলোত্তমার দুর্গাপুজোর সাক্ষী থাকুন, ইউনেসকো প্রতিনিধিদের আহ্বান সৌরভের
মিছিল নগরী কলকাতা এতদিন রাজনীতি, নিজেদের আত্মাভিমান, নিজেদের চাওয়া পাওয়া নিয়ে মিছিল করতে দেখেছে । কিন্তু পয়লা সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় ভিন্নতা রাজনৈতিক বৈরী ভুলে দেবীকে সাদরে বরণ করে নেওয়ার জন্য মিছিল করার ডাক দিয়েছিলেন । সফলভাবে সেই মিছিল সম্পন্ন করার পর এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "আজকে থেকে পুজো শুরু হয়ে গেল । যে যেমন করে পারুন আনন্দ করুন । মনটাকে খুশি রাখুন । সবুজ রাখুন । মানবিক ও উন্মুক্ত রাখুন । হৃদয়টাকে বড় করুন । হৃদয় খোলা রাখুন । বাংলা নতুন করে জাগাক সকলকে ।"
কথা বলতে বলতে এতটাই আপ্লুত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান যে তিনি বলেন, "আমার বলার ভাষা ফুরোচ্ছে না । বিজয়া দশমীর কার্নিভাল করে আমরা একটা ইতিহাস তৈরি করেছিলাম । আজ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর বাংলার মাটিতে একটা নতুন ইতিহাস রচনা হল ।"