ETV Bharat / city

লক্ষ্য দিল্লির মসনদ, শক্তি বাড়িয়ে 24’র জয়ের জন্য ঝাঁপাতে চাইছে তৃণমূল - Abhishek Banerjee

এবার নির্বাচনী কেন্দ্র ধরে সংগঠনকে সাজানোর প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে যৌথভাবে নতুনভাবে তৃণমূলের সংগঠনকে সাজানোর পরিকল্পনা নিয়েছে ৷ আর পিছনে মূল উদ্দেশ্য 2024 লোকসভা নির্বাচন ৷

mamata-banerjee-take-initiative-for-new-look-trinamool-congress-to-aim-2024-loksabha-election
লক্ষ্য দিল্লির মসনদ, শক্তি বাড়ুিয়ে 24’র জয়ের জন্য ঝাঁপাতে চাইছে তৃণমূল!
author img

By

Published : Jul 11, 2021, 8:04 PM IST

কলকাতা, 11 জুলাই : সংগঠনের দিক থেকে বরাবরই আরএসএস এবং বামপন্থী দলগুলিকে দেশের অন্যান্য রাজনৈতিক দলের থেকে বেশি শক্তিশালী হিসেবে ধরা হয় ৷ তুলনামূলকভাবে সংগঠিত দল হিসেবে তৃণমূলকে কখনও দেখা হয় না । কিন্তু, এবার খোলনলচে নতুনরূপে গড়ে তোলা হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ৷ আর সেই উদ্যোগের মূলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর ৷

সূত্রের খবর, সাংগঠনিকভাবে তৃণমূলকে শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো । তবে, তা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত । এতদিন জেলা ভিত্তিক সাংগঠনিক কমিটি গড়া হতো ৷ সেই মতো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজ এগোত । তবে, হাওড়ার মতো বড় জেলার ক্ষেত্রে শহর এবং গ্রামীণ দু’ভাগে সংগঠনকে ভাগ করা হয়েছি ৷

তৃণমূল সূত্রের খবর, এবার লোকসভা ভিত্তিক পৃথক জেলা কমিটির কায়দায় নতুন করে কমিটি করা হবে এবং ধাপে ধাপে তা একদম নিচের স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে ৷ প্রথম ধাপে লোকসভা ভিত্তিক কমিটি গঠন হবে ৷ তার নিচে অর্থাৎ, দ্বিতীয় ধাপে থাকবে বিধানসভা ভিত্তিক কমিটি এবং তার নিচে তৃতীয় ধাপে থাকবে পৌরনিগম, পৌরসভা এবং পঞ্চায়েত ভিত্তিক সংগঠন ৷ এক্ষেত্রে তৃণমূলের সাংগঠনকে একদম পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত ধাপে ধাপে সাজানো হবে ৷ এক্ষেত্রে মূল সংগঠনের পাশাপাশি শাখা সংগঠনগুলিকেও ঢেলে সাজানো হবে ৷

আরও পড়ুন : মহার্ঘ জ্বালানি, 11-12 ধর্নায় তৃণমূল; এবারও ভার্চুয়াল একুশে

এখানেই শেষ নয়, এক ব্যক্তি একাধিক সংগঠনিক দায়িত্ব আগামী দিনে নাও পেতে পারেন ৷ আগেই তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল, এক ব্যক্তি এক পদ ৷ সেই ঘোষণা মতোই দলীয় সংগঠন সাজানোর কাজ শুরু হয়েছে । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একুশের নির্বাচন শুধু তৃণমূল কংগ্রেসকে 213 টি আসনে জয়ী করেনি । মনস্তাত্ত্বিকভাবে তৃণমূলকে অনেকদূর এগিয়ে দিয়েছে । আর এর পিছনে অন্যতম কারণ, বিজেপির মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে তৃণমূলের লড়াই করে জেতা ৷

আরও পড়ুন : পূর্ণমন্ত্রী প্রাপ্তিতে বঞ্চিত বাংলা, বিজেপিকে খোঁচা তৃণমূলের; পাল্টা দিলীপের

এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভালভাবেই জানে 2024 লোকসভা নির্বাচনে ভাল ফল করতে গেলে, রাজ্যের ভোটের ফল আরও ভাল করতে হবে ৷ এক্ষেত্রে 42টি আসনের মধ্যে কম করে 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা ধরে নিয়ে এগোতে চাইছে রাজ্যের শাসক দল । আর এক্ষেত্রে আগের মতো শুধু শুকনো কথায় ভরসা করতে রাজি নয় তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর । একদম তৃণমূল স্তর থেকে সংগঠনের খোলনলচে বদলে নতুন করে লড়াই শুরু করতে চান তিনি ৷

কলকাতা, 11 জুলাই : সংগঠনের দিক থেকে বরাবরই আরএসএস এবং বামপন্থী দলগুলিকে দেশের অন্যান্য রাজনৈতিক দলের থেকে বেশি শক্তিশালী হিসেবে ধরা হয় ৷ তুলনামূলকভাবে সংগঠিত দল হিসেবে তৃণমূলকে কখনও দেখা হয় না । কিন্তু, এবার খোলনলচে নতুনরূপে গড়ে তোলা হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ৷ আর সেই উদ্যোগের মূলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর ৷

সূত্রের খবর, সাংগঠনিকভাবে তৃণমূলকে শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো । তবে, তা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত । এতদিন জেলা ভিত্তিক সাংগঠনিক কমিটি গড়া হতো ৷ সেই মতো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজ এগোত । তবে, হাওড়ার মতো বড় জেলার ক্ষেত্রে শহর এবং গ্রামীণ দু’ভাগে সংগঠনকে ভাগ করা হয়েছি ৷

তৃণমূল সূত্রের খবর, এবার লোকসভা ভিত্তিক পৃথক জেলা কমিটির কায়দায় নতুন করে কমিটি করা হবে এবং ধাপে ধাপে তা একদম নিচের স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে ৷ প্রথম ধাপে লোকসভা ভিত্তিক কমিটি গঠন হবে ৷ তার নিচে অর্থাৎ, দ্বিতীয় ধাপে থাকবে বিধানসভা ভিত্তিক কমিটি এবং তার নিচে তৃতীয় ধাপে থাকবে পৌরনিগম, পৌরসভা এবং পঞ্চায়েত ভিত্তিক সংগঠন ৷ এক্ষেত্রে তৃণমূলের সাংগঠনকে একদম পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত ধাপে ধাপে সাজানো হবে ৷ এক্ষেত্রে মূল সংগঠনের পাশাপাশি শাখা সংগঠনগুলিকেও ঢেলে সাজানো হবে ৷

আরও পড়ুন : মহার্ঘ জ্বালানি, 11-12 ধর্নায় তৃণমূল; এবারও ভার্চুয়াল একুশে

এখানেই শেষ নয়, এক ব্যক্তি একাধিক সংগঠনিক দায়িত্ব আগামী দিনে নাও পেতে পারেন ৷ আগেই তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল, এক ব্যক্তি এক পদ ৷ সেই ঘোষণা মতোই দলীয় সংগঠন সাজানোর কাজ শুরু হয়েছে । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একুশের নির্বাচন শুধু তৃণমূল কংগ্রেসকে 213 টি আসনে জয়ী করেনি । মনস্তাত্ত্বিকভাবে তৃণমূলকে অনেকদূর এগিয়ে দিয়েছে । আর এর পিছনে অন্যতম কারণ, বিজেপির মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে তৃণমূলের লড়াই করে জেতা ৷

আরও পড়ুন : পূর্ণমন্ত্রী প্রাপ্তিতে বঞ্চিত বাংলা, বিজেপিকে খোঁচা তৃণমূলের; পাল্টা দিলীপের

এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভালভাবেই জানে 2024 লোকসভা নির্বাচনে ভাল ফল করতে গেলে, রাজ্যের ভোটের ফল আরও ভাল করতে হবে ৷ এক্ষেত্রে 42টি আসনের মধ্যে কম করে 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা ধরে নিয়ে এগোতে চাইছে রাজ্যের শাসক দল । আর এক্ষেত্রে আগের মতো শুধু শুকনো কথায় ভরসা করতে রাজি নয় তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর । একদম তৃণমূল স্তর থেকে সংগঠনের খোলনলচে বদলে নতুন করে লড়াই শুরু করতে চান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.