ETV Bharat / city

ওয়েস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গলের মধ্যে না কি ফারাক আছে, তথাগতকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ইস্টবেঙ্গলের শতবর্ষ অনুষ্ঠানে নাম না করে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "দেখুন আমার কানে কেউ কেউ দিল যে ইস্টবেঙ্গলের লোকেরা না কি শুধুই ইস্টবেঙ্গল । ওয়েস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গলের মধ্যে না কি ফারাক আছে । এটা শুনে আমি লজ্জিত বোধ করেছি ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 1, 2019, 10:42 PM IST

কলকাতা, 1 অগাস্ট : ইস্টবেঙ্গলের শতবর্ষ অনুষ্ঠানে নাম না করে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না বলে জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু, কর্মসূচিতে হাজির হন তিনি । মঞ্চ থেকে বলেন, "আজ গুরুত্বপূর্ণ দিন । ইস্টবেঙ্গলকে সকলে ভালোবাসে । একটা জগৎ আছে । সারা পৃথিবীতে ইস্টবেঙ্গলের দর্শক আছে । আমি একটা মিছিলে ছিলাম । তারপর মনটা কেমন করল তাই চলে এলাম ।"

এরপরই তিনি বলেন, "দেখুন আমার কানে কেউ কেউ দিল যে ইস্টবেঙ্গলের লোকেরা না কি শুধুই ইস্টবেঙ্গল । ওয়েস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গলের মধ্যে না কি ফারাক আছে । এটা শুনে আমি লজ্জিত বোধ করেছি । আমি এপারে জন্মেছি বলে সেটা নয় যে আমি ইস্টবেঙ্গলকে ভালোবাসি না । এই ধরনের মন্তব্য ইস্টবেঙ্গলের প্রতি অন্যায় । ইস্টবেঙ্গলের প্রতি অসম্মান । আমি মনে করি কতগুলি ইতিহাস তৈরি হয় যার কোনও ভৌগোলিক সীমারেখা থাকে না । আমাদের বাংলার ফুটবল ক্লাবগুলির জন্য সবাই গর্ববোধ করে । জীবন দিয়ে, প্রাণ, অন্তর দিয়ে গর্ববোধ করে । ক্লাবের জন্য জীবন দিতে তৈরি সবাই । কিন্তু ক্লাবের আসম্মান সহ্য করে না । তাই আজ আপনাদের আমি স্যালিউট জানাতে এসেছি । এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছি ।"

অনুষ্ঠান থেকে সরকারের তরফে যাতে ইস্টবেঙ্গল ক্লাবকে সম্মানিত করা হয় তার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । আরও বলেন, "আগামীকাল ডুরান্ড শুরু হচ্ছে । বাংলায় প্রথম হচ্ছে এই কাপ । আপনারা সবাই নিজে যাবেন । আপনাদের ক্লাবের অনুষ্ঠান একবছর ধরে হবে । আমার সরকার আপনাদেরই সরকার । কিছু করতে হলে আমাকে বলবেন । ইস্টবেঙ্গল ক্লাবকে সরকারের তরফে সম্মান জানানো হবে । জয় হিন্দ, জয় বাংলা, জয় ইস্টবেঙ্গল ।"

কয়েকদিন আগেই মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের একটি টুইটে প্রবল বিতর্ক তৈরি হয় । তথাগত লিখেছিলেন, "ইস্টবেঙ্গল ক্লাব তার শতবর্ষ উদ্‌যাপন করছে । পশ্চিমবঙ্গে বসে কীভাবে ইস্টবেঙ্গলকে সমর্থন করছেন, ইস্টবেঙ্গলের কর্তা বা সমর্থকদের কি তা মনে হচ্ছে না?"

কলকাতা, 1 অগাস্ট : ইস্টবেঙ্গলের শতবর্ষ অনুষ্ঠানে নাম না করে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না বলে জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু, কর্মসূচিতে হাজির হন তিনি । মঞ্চ থেকে বলেন, "আজ গুরুত্বপূর্ণ দিন । ইস্টবেঙ্গলকে সকলে ভালোবাসে । একটা জগৎ আছে । সারা পৃথিবীতে ইস্টবেঙ্গলের দর্শক আছে । আমি একটা মিছিলে ছিলাম । তারপর মনটা কেমন করল তাই চলে এলাম ।"

এরপরই তিনি বলেন, "দেখুন আমার কানে কেউ কেউ দিল যে ইস্টবেঙ্গলের লোকেরা না কি শুধুই ইস্টবেঙ্গল । ওয়েস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গলের মধ্যে না কি ফারাক আছে । এটা শুনে আমি লজ্জিত বোধ করেছি । আমি এপারে জন্মেছি বলে সেটা নয় যে আমি ইস্টবেঙ্গলকে ভালোবাসি না । এই ধরনের মন্তব্য ইস্টবেঙ্গলের প্রতি অন্যায় । ইস্টবেঙ্গলের প্রতি অসম্মান । আমি মনে করি কতগুলি ইতিহাস তৈরি হয় যার কোনও ভৌগোলিক সীমারেখা থাকে না । আমাদের বাংলার ফুটবল ক্লাবগুলির জন্য সবাই গর্ববোধ করে । জীবন দিয়ে, প্রাণ, অন্তর দিয়ে গর্ববোধ করে । ক্লাবের জন্য জীবন দিতে তৈরি সবাই । কিন্তু ক্লাবের আসম্মান সহ্য করে না । তাই আজ আপনাদের আমি স্যালিউট জানাতে এসেছি । এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছি ।"

অনুষ্ঠান থেকে সরকারের তরফে যাতে ইস্টবেঙ্গল ক্লাবকে সম্মানিত করা হয় তার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । আরও বলেন, "আগামীকাল ডুরান্ড শুরু হচ্ছে । বাংলায় প্রথম হচ্ছে এই কাপ । আপনারা সবাই নিজে যাবেন । আপনাদের ক্লাবের অনুষ্ঠান একবছর ধরে হবে । আমার সরকার আপনাদেরই সরকার । কিছু করতে হলে আমাকে বলবেন । ইস্টবেঙ্গল ক্লাবকে সরকারের তরফে সম্মান জানানো হবে । জয় হিন্দ, জয় বাংলা, জয় ইস্টবেঙ্গল ।"

কয়েকদিন আগেই মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের একটি টুইটে প্রবল বিতর্ক তৈরি হয় । তথাগত লিখেছিলেন, "ইস্টবেঙ্গল ক্লাব তার শতবর্ষ উদ্‌যাপন করছে । পশ্চিমবঙ্গে বসে কীভাবে ইস্টবেঙ্গলকে সমর্থন করছেন, ইস্টবেঙ্গলের কর্তা বা সমর্থকদের কি তা মনে হচ্ছে না?"

Intro:mamta


Body:cm


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.