ETV Bharat / city

'পূজা জিজিয়া কর', আয়কর দপ্তরকে ফের একহাত নিলেন মমতা - Income Tax

ঢাকি, পুরোহিত, হস্তশিল্পীদের জন্য পুজো কমিটির TDS-এর মাধ্যমে কর নেওয়ার কথা বলা হয়েছে আয়কর দপ্তরের তরফেই, এমনটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ এই TDS-এর অর্থ টেরিবল ডিজ়াস্টার স্কিম, লিখেছেন মমতা ৷ একে 'পূজা জিজিয়া কর' বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ৷

'পূজা জিজিয়া কর', আয়কর দপ্তরকে ফের একহাত নিলেন মমতা
author img

By

Published : Aug 13, 2019, 11:58 PM IST

কলকাতা, 13 অগাস্ট : দুর্গাপুজো কমিটির উপর আয়কর চাপানো নিয়ে বিতণ্ডা অব্যাহত ৷ ফের ফেসবুক পোস্টে আয়কর নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঢাকি, পুরোহিত, হস্তশিল্পীদের জন্য পুজো কমিটির TDS-এর মাধ্যমে কর নেওয়ার কথা বলা হয়েছে আয়কর দপ্তরের তরফেই, এমনটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ এই TDS-এর অর্থ টেরিবল ডিজ়াস্টার স্কিম, লিখেছেন মমতা ৷ একে 'পূজা জিজিয়া কর' বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷

দুর্গাপুজো কমিটিগুলোকে আয়কর দপ্তর নোটিশ ধরিয়েছে বলে অভিযোগ করে রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, মঙ্গলবার ধরনায় বসবে দলের বঙ্গজননী শাখা । সেই মতো ধরনায় বসেও তারা৷ কিন্তু রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আদৌ কোনও আয়কর নোটিশ পাঠানো হয়নি ৷ একথা জানায় কেন্দ্রীয় আয়কর দপ্তর (CBDT) ৷ তারা জানিয়েছে, পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে বলে যে প্রচার চলছে তা পুরোপুরি অসত্য ৷ এমন কোনও নোটিশ পাঠানোই হয়নি ৷ আজই এর প্রেক্ষিতে ফেসবুকে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানো হয়নি এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে CBDT, তবে তা সম্পূর্ণ ভুল ৷ কারণ গত বছরেও ইভেন্ট ম্যানেজমেন্টকে নোটিশ দেওয়া হয়েছিল কর কর্তৃপক্ষের তরফে ৷"

  • I have come to know just now that CBDT has issued a Press Release clarifying regarding notices to Durga Puja Committees for puja tax, which is popularly known as ‘Puja Jijia Tax’.

    Here is my Facebook post pic.twitter.com/DSMjNUDnyF

    — Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এও বলেন, CBDT যে চলতি বছরে আয়কর নোটিশের কথা জানিয়েছে ৷ সেটি ঠিক ৷ কারণ পুজো চলতি বছরে হবে৷ নোটিশ তো পরের বছর ইশু করা হবে ৷ তাই এই ধরনের বিজ্ঞপ্তি আসলে ভুল পথে চালিত করা ছাড়া আর কিছুই নয় ৷

স্থানীয় মানুষের মনে সংশয় তৈরি করছে এই প্রেস বিজ্ঞপ্তি, লিখেছেন মমতা ৷ এর ফলে পুজো কমিটিগুলির মধ্যে মানসিক অস্থিরতা তৈরির কথাও লিখেছেন তিনি ৷

কর চাপিয়ে বাংলার সংস্কৃতির উপর আঘাত করা হচ্ছে ৷ তাঁর কথায়, "এটি উদ্দেশ্যপ্রণোদিত নয় কি না, তা আমি জানি না ৷ তবে এটা খারাপ রুচির পরিচয় ৷ কারণ সব ধর্ম, জাতি নির্বিশেষে উৎসব হল দুর্গাপুজো ৷ এটা জাতীয় উৎসব ৷ তাই যে কোনও ধরনের কর তুলে নেওয়া উচিত ৷" উৎসবকে উৎসবের মতো উদযাপন করতে দেওয়া উচিত বলেও উল্লেখ করেছেন তিনি ৷

কলকাতা, 13 অগাস্ট : দুর্গাপুজো কমিটির উপর আয়কর চাপানো নিয়ে বিতণ্ডা অব্যাহত ৷ ফের ফেসবুক পোস্টে আয়কর নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঢাকি, পুরোহিত, হস্তশিল্পীদের জন্য পুজো কমিটির TDS-এর মাধ্যমে কর নেওয়ার কথা বলা হয়েছে আয়কর দপ্তরের তরফেই, এমনটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ এই TDS-এর অর্থ টেরিবল ডিজ়াস্টার স্কিম, লিখেছেন মমতা ৷ একে 'পূজা জিজিয়া কর' বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷

দুর্গাপুজো কমিটিগুলোকে আয়কর দপ্তর নোটিশ ধরিয়েছে বলে অভিযোগ করে রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, মঙ্গলবার ধরনায় বসবে দলের বঙ্গজননী শাখা । সেই মতো ধরনায় বসেও তারা৷ কিন্তু রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আদৌ কোনও আয়কর নোটিশ পাঠানো হয়নি ৷ একথা জানায় কেন্দ্রীয় আয়কর দপ্তর (CBDT) ৷ তারা জানিয়েছে, পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে বলে যে প্রচার চলছে তা পুরোপুরি অসত্য ৷ এমন কোনও নোটিশ পাঠানোই হয়নি ৷ আজই এর প্রেক্ষিতে ফেসবুকে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানো হয়নি এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে CBDT, তবে তা সম্পূর্ণ ভুল ৷ কারণ গত বছরেও ইভেন্ট ম্যানেজমেন্টকে নোটিশ দেওয়া হয়েছিল কর কর্তৃপক্ষের তরফে ৷"

  • I have come to know just now that CBDT has issued a Press Release clarifying regarding notices to Durga Puja Committees for puja tax, which is popularly known as ‘Puja Jijia Tax’.

    Here is my Facebook post pic.twitter.com/DSMjNUDnyF

    — Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এও বলেন, CBDT যে চলতি বছরে আয়কর নোটিশের কথা জানিয়েছে ৷ সেটি ঠিক ৷ কারণ পুজো চলতি বছরে হবে৷ নোটিশ তো পরের বছর ইশু করা হবে ৷ তাই এই ধরনের বিজ্ঞপ্তি আসলে ভুল পথে চালিত করা ছাড়া আর কিছুই নয় ৷

স্থানীয় মানুষের মনে সংশয় তৈরি করছে এই প্রেস বিজ্ঞপ্তি, লিখেছেন মমতা ৷ এর ফলে পুজো কমিটিগুলির মধ্যে মানসিক অস্থিরতা তৈরির কথাও লিখেছেন তিনি ৷

কর চাপিয়ে বাংলার সংস্কৃতির উপর আঘাত করা হচ্ছে ৷ তাঁর কথায়, "এটি উদ্দেশ্যপ্রণোদিত নয় কি না, তা আমি জানি না ৷ তবে এটা খারাপ রুচির পরিচয় ৷ কারণ সব ধর্ম, জাতি নির্বিশেষে উৎসব হল দুর্গাপুজো ৷ এটা জাতীয় উৎসব ৷ তাই যে কোনও ধরনের কর তুলে নেওয়া উচিত ৷" উৎসবকে উৎসবের মতো উদযাপন করতে দেওয়া উচিত বলেও উল্লেখ করেছেন তিনি ৷

Onboard, Aug 13 (ANI): Kerala Chief Minister Pinarayi Vijayan conducted aerial survey of the flood affected areas in the state on August 13. Around, 88 people have died in 14 districts of Kerala since August 08 due to floods. At least, 40 people are reported missing in the state. Earlier, flight operations were resumed at Cochin International Airport on August 11. Authorities have been put on high alert. The India Meteorological Department (IMD) has issued a red alert for Kannur, Kasaragod and Wayanad in view of heavy rain forecast.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.