কলকাতা, 13 অগাস্ট : দুর্গাপুজো কমিটির উপর আয়কর চাপানো নিয়ে বিতণ্ডা অব্যাহত ৷ ফের ফেসবুক পোস্টে আয়কর নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঢাকি, পুরোহিত, হস্তশিল্পীদের জন্য পুজো কমিটির TDS-এর মাধ্যমে কর নেওয়ার কথা বলা হয়েছে আয়কর দপ্তরের তরফেই, এমনটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ এই TDS-এর অর্থ টেরিবল ডিজ়াস্টার স্কিম, লিখেছেন মমতা ৷ একে 'পূজা জিজিয়া কর' বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷
দুর্গাপুজো কমিটিগুলোকে আয়কর দপ্তর নোটিশ ধরিয়েছে বলে অভিযোগ করে রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, মঙ্গলবার ধরনায় বসবে দলের বঙ্গজননী শাখা । সেই মতো ধরনায় বসেও তারা৷ কিন্তু রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আদৌ কোনও আয়কর নোটিশ পাঠানো হয়নি ৷ একথা জানায় কেন্দ্রীয় আয়কর দপ্তর (CBDT) ৷ তারা জানিয়েছে, পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে বলে যে প্রচার চলছে তা পুরোপুরি অসত্য ৷ এমন কোনও নোটিশ পাঠানোই হয়নি ৷ আজই এর প্রেক্ষিতে ফেসবুকে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানো হয়নি এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে CBDT, তবে তা সম্পূর্ণ ভুল ৷ কারণ গত বছরেও ইভেন্ট ম্যানেজমেন্টকে নোটিশ দেওয়া হয়েছিল কর কর্তৃপক্ষের তরফে ৷"
-
I have come to know just now that CBDT has issued a Press Release clarifying regarding notices to Durga Puja Committees for puja tax, which is popularly known as ‘Puja Jijia Tax’.
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here is my Facebook post pic.twitter.com/DSMjNUDnyF
">I have come to know just now that CBDT has issued a Press Release clarifying regarding notices to Durga Puja Committees for puja tax, which is popularly known as ‘Puja Jijia Tax’.
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2019
Here is my Facebook post pic.twitter.com/DSMjNUDnyFI have come to know just now that CBDT has issued a Press Release clarifying regarding notices to Durga Puja Committees for puja tax, which is popularly known as ‘Puja Jijia Tax’.
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2019
Here is my Facebook post pic.twitter.com/DSMjNUDnyF
তিনি এও বলেন, CBDT যে চলতি বছরে আয়কর নোটিশের কথা জানিয়েছে ৷ সেটি ঠিক ৷ কারণ পুজো চলতি বছরে হবে৷ নোটিশ তো পরের বছর ইশু করা হবে ৷ তাই এই ধরনের বিজ্ঞপ্তি আসলে ভুল পথে চালিত করা ছাড়া আর কিছুই নয় ৷
স্থানীয় মানুষের মনে সংশয় তৈরি করছে এই প্রেস বিজ্ঞপ্তি, লিখেছেন মমতা ৷ এর ফলে পুজো কমিটিগুলির মধ্যে মানসিক অস্থিরতা তৈরির কথাও লিখেছেন তিনি ৷
কর চাপিয়ে বাংলার সংস্কৃতির উপর আঘাত করা হচ্ছে ৷ তাঁর কথায়, "এটি উদ্দেশ্যপ্রণোদিত নয় কি না, তা আমি জানি না ৷ তবে এটা খারাপ রুচির পরিচয় ৷ কারণ সব ধর্ম, জাতি নির্বিশেষে উৎসব হল দুর্গাপুজো ৷ এটা জাতীয় উৎসব ৷ তাই যে কোনও ধরনের কর তুলে নেওয়া উচিত ৷" উৎসবকে উৎসবের মতো উদযাপন করতে দেওয়া উচিত বলেও উল্লেখ করেছেন তিনি ৷