কলকাতা, 11 জুন : ইসলাম ধর্ম এবং মহম্মদকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা (BJP national spokesperson Nupur Sharma ) ৷ তারপর থেকেই ক্রমশ উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত । আঁচ পৌঁছেছে হাওড়াতেও । গত দু'দিনে গঙ্গাপাড়ের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে সোমবার পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে হয়েছে রাজ্যকে । তাতেও হিংসা ও অশান্তি ক্রমশ বেড়েই চলেছে (Mamata Banerjee slams BJP) ।
এই ইস্যুতেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের প্রশাসনিক প্রধান টুইট বার্তায় জানিয়ে দিলেন, এসব বরদাস্ত করা হবে না । কঠোর ব্যবস্থা নেওয়া হবে । একইসঙ্গে গোটা ঘটনায় পদ্মশিবিরকে কাঠগড়ায় তুলে তিনি জানিয়েছেন, বিজেপির পাপের ফল জনগণ বরদাস্ত করবে না ।
আরও পড়ুন : হাওড়া গ্রামীণ ও সিটি পুলিশ এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা
অন্যদিকে, হাওড়ার ঘটনা জানিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন একাধিক বিজেপি নেতা । সৌমিত্র খাঁ লিখেছেন, ''স্বরাষ্ট্রমন্ত্রী! বাংলা জ্বলছে, বাঁচান ।'' চিঠি পাঠিয়ে হাওড়ার ঘটনা সামাল দেওয়ার জন্য সেনা নামানোর অনুরোধও করেছেন শুভেন্দু অধিকারী, প্রিয়ঙ্কা টিবরেওয়ালের মতো বিজেপি নেতা-নেত্রীরা।
-
आदरणीय श्री @AmitShah जी, पश्चिम बंगाल की दमनकारी, अत्याचारी, असामाजिक तत्वों को मजबूत करने वाली तथा संविधान के मूल्यों को समाप्त करने वाली सरकार से राज्य को बचाएं । पश्चिम बंगाल में कोई सुरक्षित नहीं है, अतः अनुरोध है कृपया केंद्रीय बलों के हाथ पश्चिम बंगाल की सुरक्षा दें ।। pic.twitter.com/XNCSSLzvs7
— Saumitra khan (@KhanSaumitra) June 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">आदरणीय श्री @AmitShah जी, पश्चिम बंगाल की दमनकारी, अत्याचारी, असामाजिक तत्वों को मजबूत करने वाली तथा संविधान के मूल्यों को समाप्त करने वाली सरकार से राज्य को बचाएं । पश्चिम बंगाल में कोई सुरक्षित नहीं है, अतः अनुरोध है कृपया केंद्रीय बलों के हाथ पश्चिम बंगाल की सुरक्षा दें ।। pic.twitter.com/XNCSSLzvs7
— Saumitra khan (@KhanSaumitra) June 11, 2022आदरणीय श्री @AmitShah जी, पश्चिम बंगाल की दमनकारी, अत्याचारी, असामाजिक तत्वों को मजबूत करने वाली तथा संविधान के मूल्यों को समाप्त करने वाली सरकार से राज्य को बचाएं । पश्चिम बंगाल में कोई सुरक्षित नहीं है, अतः अनुरोध है कृपया केंद्रीय बलों के हाथ पश्चिम बंगाल की सुरक्षा दें ।। pic.twitter.com/XNCSSLzvs7
— Saumitra khan (@KhanSaumitra) June 11, 2022
প্রসঙ্গত, বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যেই বড় বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ যা বিশেষত ভারতীয় কূটনীতির জন্য, সুদূরপ্রসারী হতে পারে । ইতিমধ্যেই ওই মন্তব্যের পর সৌদি আরব, কাতার, ইরানের মতো ইসলামীয় দেশে ভারতীয় দূতকে ডেকে পাঠানো হয়েছে ।