ETV Bharat / city

Mamata Banerjee : কয়লা মাফিয়াদের সঙ্গে একই হোটেলে ছিলেন মোদির মন্ত্রীরা, পালটা তির মমতার - তৃণমূল ছাত্র পরিষদ

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালি ভাষণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ করোনার জেরে গতবারও এই সমাবেশ ভার্চুয়ালি হয়েছিল ৷

mamata banerjee slams bjp on ed cbi issue from tmcp foundation day programme
Mamata Banerjee : দিল্লি যখন পারে না, তখন ইডি-সিবিআই ব্যবহার করে, অভিযোগ মমতার
author img

By

Published : Aug 28, 2021, 3:09 PM IST

Updated : Aug 28, 2021, 5:18 PM IST

কলকাতা, 28 অগস্ট : কয়লা পাচার-কাণ্ড (Coal Scam) নিয়ে এবার বিজেপিকে পালটা নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আসানসোলের হোটেলে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) মন্ত্রীরা কয়লা মাফিয়াদের (Coal Mafia) সঙ্গে বৈঠকও করেছেন বলে শনিবার দাবি করেছেন মমতা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আজ, শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED) ৷ অভিষেকের স্ত্রীকেও নোটিস দিয়েছে ইডি৷ সেই নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা ৷ সরাসরি অভিযোগ করলেন যে দিল্লি যখন পারে না, তখন ইডি-সিবিআই (CBI) লেলিয়ে দেয় ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে রোখা যাবে না, চ্যালেঞ্জ অভিষেকের

এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকার ও বিজেপিকে এই নিশানা করেছেন তৃণমূল নেত্রী ৷ ওই একই মঞ্চ থেকে আগেই এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার পর মমতাও এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, কয়লা রাজ্যের হাতে নেই ৷ সেখানে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ (CISF) ৷ এই ইস্যুতে শুধু তৃণমূলকে ধরলে চলবে না ৷

বিজেপিকে (BJP) তাঁর হুঁশিয়ারি, একটা ইডি দেখালে তিনিও কাগজ পাঠাতে পারেন ৷ তাঁর কাছে বিজেপি নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ৷ বিজেপি নেতাদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ রয়েছে ৷ কিন্তু তিনি কিছুই করেন না বলে জানান মমতা ৷ তাই বিজেপিকে তাঁর চ্যালেঞ্জ, একটা আঙুল দেখালে, বাকি আঙুল তিনিও তুলতে পারেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লাকাণ্ডে সস্ত্রীক অভিষেককে হাজিরার নির্দেশ ইডির

একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে কোনও কেন্দ্রীয় সংস্থার বিরোধী তিনি নন ৷ তিনি বিজেপির বিরুদ্ধে ৷ কেন মানবাধিকার কমিশনকে (NHRC) বিজেপি ব্যবহার করছে, তিনি সেই প্রশ্ন তুলেছেন ৷ তাঁর অভিযোগ, মানবাধিকার কমিশনে সব বিজেপির সদস্য ৷ পুরো কমিশনের রাজনীতিকরণ করা হয়েছে ৷

মমতার দাবি, ইডির তদন্ত করতে গেলে আরও অনেক কিছুতে করতে হবে ৷ কোভিড ভ্যাকসিন নিয়ে তদন্ত হওয়া উচিত ৷ সেন্ট্রাল ভিস্তা নিয়ে তদন্ত হওয়া উচিত৷ ইলেক্টরাল বন্ড নিয়েও তদন্ত হওয়া উচিত ৷ সবকিছুতেই তাঁর ও তাঁর পরিবারের দিকে আঙুল তোলা হয় বলে তিনি অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন : Dilip Ghosh : শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি, রাজনীতির জায়গা নয়; বিশ্বভারতী নিয়ে মন্তব্য দিলীপের

অন্যদিকে আফগানিস্তান প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে ৷ তাঁর প্রশ্ন, আফগানিস্তান থেকে কেন আগে সেনা সরানো হল ? কেন আগে সকলকে সুরক্ষিত ভাবে আনা হল না ?

কলকাতা, 28 অগস্ট : কয়লা পাচার-কাণ্ড (Coal Scam) নিয়ে এবার বিজেপিকে পালটা নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আসানসোলের হোটেলে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) মন্ত্রীরা কয়লা মাফিয়াদের (Coal Mafia) সঙ্গে বৈঠকও করেছেন বলে শনিবার দাবি করেছেন মমতা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আজ, শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED) ৷ অভিষেকের স্ত্রীকেও নোটিস দিয়েছে ইডি৷ সেই নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা ৷ সরাসরি অভিযোগ করলেন যে দিল্লি যখন পারে না, তখন ইডি-সিবিআই (CBI) লেলিয়ে দেয় ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে রোখা যাবে না, চ্যালেঞ্জ অভিষেকের

এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকার ও বিজেপিকে এই নিশানা করেছেন তৃণমূল নেত্রী ৷ ওই একই মঞ্চ থেকে আগেই এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার পর মমতাও এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, কয়লা রাজ্যের হাতে নেই ৷ সেখানে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ (CISF) ৷ এই ইস্যুতে শুধু তৃণমূলকে ধরলে চলবে না ৷

বিজেপিকে (BJP) তাঁর হুঁশিয়ারি, একটা ইডি দেখালে তিনিও কাগজ পাঠাতে পারেন ৷ তাঁর কাছে বিজেপি নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ৷ বিজেপি নেতাদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ রয়েছে ৷ কিন্তু তিনি কিছুই করেন না বলে জানান মমতা ৷ তাই বিজেপিকে তাঁর চ্যালেঞ্জ, একটা আঙুল দেখালে, বাকি আঙুল তিনিও তুলতে পারেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লাকাণ্ডে সস্ত্রীক অভিষেককে হাজিরার নির্দেশ ইডির

একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে কোনও কেন্দ্রীয় সংস্থার বিরোধী তিনি নন ৷ তিনি বিজেপির বিরুদ্ধে ৷ কেন মানবাধিকার কমিশনকে (NHRC) বিজেপি ব্যবহার করছে, তিনি সেই প্রশ্ন তুলেছেন ৷ তাঁর অভিযোগ, মানবাধিকার কমিশনে সব বিজেপির সদস্য ৷ পুরো কমিশনের রাজনীতিকরণ করা হয়েছে ৷

মমতার দাবি, ইডির তদন্ত করতে গেলে আরও অনেক কিছুতে করতে হবে ৷ কোভিড ভ্যাকসিন নিয়ে তদন্ত হওয়া উচিত ৷ সেন্ট্রাল ভিস্তা নিয়ে তদন্ত হওয়া উচিত৷ ইলেক্টরাল বন্ড নিয়েও তদন্ত হওয়া উচিত ৷ সবকিছুতেই তাঁর ও তাঁর পরিবারের দিকে আঙুল তোলা হয় বলে তিনি অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন : Dilip Ghosh : শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি, রাজনীতির জায়গা নয়; বিশ্বভারতী নিয়ে মন্তব্য দিলীপের

অন্যদিকে আফগানিস্তান প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে ৷ তাঁর প্রশ্ন, আফগানিস্তান থেকে কেন আগে সেনা সরানো হল ? কেন আগে সকলকে সুরক্ষিত ভাবে আনা হল না ?

Last Updated : Aug 28, 2021, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.