ETV Bharat / city

Mamata Banerjee : গুজরাতকে শেষ করে দিয়েছে, বিজেপিকে আক্রমণ মমতার

রবিবারের শেষবেলায় প্রচার সারলেন মমতা ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে তিনি অ-আ লেখা শাড়ি পরে প্রচার করলেন ভবানীপুরের যদুবাবুর বাজারে ৷ ভাষণের অনেকটাই বাংলার পাশাপাশি হিন্দি বলতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে ৷ স্বাভাবিকভাবেই নিশানায় ছিল বিজেপি ৷ তুলোধনা করলেন গেরুয়া শিবিরকে ৷

শেষ রবিবাসরীয় প্রচারে মমতা
শেষ রবিবাসরীয় প্রচারে মমতা
author img

By

Published : Sep 26, 2021, 6:03 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : শেষ রবিবাসরীয় প্রচারে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বললেন, বিজেপি গুজরাতকে শেষ করে দিয়েছে ৷ এত সুন্দর রাজ্য, তবু মানুষ যান না সেখানে ৷ তার সঙ্গে নিজের রাজ্যের প্রকল্পের তালিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে শান্তি বজায় রয়েছে ৷ ভাষণের অনেকটা মমতাকে হিন্দিতে বলতেও শোনা গেল এদিন ৷

এদিন খুব স্বাভাবিক ভাবেই মমতার নিশানায় ছিল বিজেপি ৷ বলেন, "গুজরাতে মানুষ ভয়ে কথা বলতে পারেন না ৷ বললে তাঁদের উপর অত্যাচার চালানো হয় ৷ গুজরাতকে শেষ করে দিয়েছে ৷" তার সঙ্গেই নিজের রাজ্যের তুলনা করে বলেন, "কিন্তু সেই জায়গায় বাংলায় শান্তি বজায় রয়েছে ৷ এখানে শান্তি রয়েছে বলেই বিশ্বশান্তি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল ৷"

এদিন মমতা স্পষ্ট জানান, বাংলার পর এবার পঞ্জাব, হরিয়ানায় যাওয়ার দরকার পড়লে তাও যেতে রাজি আছেন ৷ এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে এনআরসি, সিএএ, ত্রিপুরা ইস্যু-ও ৷ আসে তাঁর রোম সফর বাতিল প্রসঙ্গ-ও ৷ এদিন তাঁর সমস্ত যুক্তির শেষেই থাকে বিজেপিকে আক্রমণ ৷

গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি আগামিকাল শেষ দিনের প্রচারের কথা মনে করিয়ে দিয়ে দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশও দেন ৷ সেই সূত্রেই তাঁর মুখে শোনা যায় 'তৃণমূল-কুল-কুল' স্লোগান ৷ কর্মীদের কোনও ঝামেলায় যাতে তাঁরা না জড়ান তার কথা বলেন ৷

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী প্রসঙ্গও আসে মমতা বক্তব্যে ৷ তাতে বলেন, এদিন তিনি যে শাড়িটি পরে এসেছেন তাতে অ-আ লেখা রয়েছে ৷ শাড়ির পাড় তুলে দেখান দর্শকদের ৷ কয়েক লাইন আবৃত্তি করতেও শোনা যায় তাঁকে ৷

এদিন এরপর তিনি কালীঘাটের প্রচার সভায় পৌঁছন ৷ তবে যদুবাবুর বাজারে সভা শেষ করেন 'তৃণমূল-কুল-কুল' এবং 'জয় বাংলা' স্লোগান দিয়ে ৷ পাশাপাশি প্রায় সমস্ত সম্প্রদায়ের মানুষকে অভিবাদন জানিয়ে বক্তব্য শেষ করেন ৷ এখানে সভায় মুখ্যমন্ত্রীর ভাষণের শেষে ছিল নচিকেতার গানও ৷

আরও পড়ুন : Subramanian Swamy: কোন আইনে মমতাকে রোমে যেতে বাধা, বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন স্বামীর

কলকাতা, 26 সেপ্টেম্বর : শেষ রবিবাসরীয় প্রচারে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বললেন, বিজেপি গুজরাতকে শেষ করে দিয়েছে ৷ এত সুন্দর রাজ্য, তবু মানুষ যান না সেখানে ৷ তার সঙ্গে নিজের রাজ্যের প্রকল্পের তালিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে শান্তি বজায় রয়েছে ৷ ভাষণের অনেকটা মমতাকে হিন্দিতে বলতেও শোনা গেল এদিন ৷

এদিন খুব স্বাভাবিক ভাবেই মমতার নিশানায় ছিল বিজেপি ৷ বলেন, "গুজরাতে মানুষ ভয়ে কথা বলতে পারেন না ৷ বললে তাঁদের উপর অত্যাচার চালানো হয় ৷ গুজরাতকে শেষ করে দিয়েছে ৷" তার সঙ্গেই নিজের রাজ্যের তুলনা করে বলেন, "কিন্তু সেই জায়গায় বাংলায় শান্তি বজায় রয়েছে ৷ এখানে শান্তি রয়েছে বলেই বিশ্বশান্তি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল ৷"

এদিন মমতা স্পষ্ট জানান, বাংলার পর এবার পঞ্জাব, হরিয়ানায় যাওয়ার দরকার পড়লে তাও যেতে রাজি আছেন ৷ এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে এনআরসি, সিএএ, ত্রিপুরা ইস্যু-ও ৷ আসে তাঁর রোম সফর বাতিল প্রসঙ্গ-ও ৷ এদিন তাঁর সমস্ত যুক্তির শেষেই থাকে বিজেপিকে আক্রমণ ৷

গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি আগামিকাল শেষ দিনের প্রচারের কথা মনে করিয়ে দিয়ে দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশও দেন ৷ সেই সূত্রেই তাঁর মুখে শোনা যায় 'তৃণমূল-কুল-কুল' স্লোগান ৷ কর্মীদের কোনও ঝামেলায় যাতে তাঁরা না জড়ান তার কথা বলেন ৷

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী প্রসঙ্গও আসে মমতা বক্তব্যে ৷ তাতে বলেন, এদিন তিনি যে শাড়িটি পরে এসেছেন তাতে অ-আ লেখা রয়েছে ৷ শাড়ির পাড় তুলে দেখান দর্শকদের ৷ কয়েক লাইন আবৃত্তি করতেও শোনা যায় তাঁকে ৷

এদিন এরপর তিনি কালীঘাটের প্রচার সভায় পৌঁছন ৷ তবে যদুবাবুর বাজারে সভা শেষ করেন 'তৃণমূল-কুল-কুল' এবং 'জয় বাংলা' স্লোগান দিয়ে ৷ পাশাপাশি প্রায় সমস্ত সম্প্রদায়ের মানুষকে অভিবাদন জানিয়ে বক্তব্য শেষ করেন ৷ এখানে সভায় মুখ্যমন্ত্রীর ভাষণের শেষে ছিল নচিকেতার গানও ৷

আরও পড়ুন : Subramanian Swamy: কোন আইনে মমতাকে রোমে যেতে বাধা, বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন স্বামীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.