ETV Bharat / city

Mamata Banerjee : বিজেপি আচ্ছে দিনের কথা বললে খারাপ দিন আসে, বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর

শীতকালীন অধিবেশনে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই ভাষণে তিনি সমালোচনা করলেন কেন্দ্রের মোদি সরকারের ৷

mamata banerjee slams bjp from west bengal assembly
Mamata Banerjee : বিজেপি আচ্ছে দিনের কথা বললে খারাপ দিন আসে, বিধানসভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Nov 9, 2021, 12:50 PM IST

Updated : Nov 9, 2021, 1:20 PM IST

কলকাতা, 9 নভেম্বর : বিরোধীহীন বিধানসভায় বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করলেন তিনি ৷ পাশাপাশি জানালেন, গত ছ’মাসে তাঁর সরকার ঠিক কী কী কাজ করেছে বাংলার মানুষের জন্য ৷

পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) এখন শীতকালীন অধিবেশন চলছে ৷ সেই অধিবেশনেই মঙ্গলবার ভাষণ দেন মুখ্যমন্ত্রী ৷ সেই সময়ই তিনি রাজ্য বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগেন ৷ এদিন নবনির্বাচিত চার তৃণমূল বিধায়ক শপথ নেন ৷

আরও পড়ুন : Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার যা প্রতিশ্রুতি দেয়, তাই পালন করে ৷ তিনি তাঁর সরকারের প্রতিশ্রুতি পূরণের খতিয়ানও তুলে ধরেন ৷ তাঁর সঙ্গেই কটাক্ষ করেন মোদি সরকারকে ৷ তাঁর কথায়, ‘‘অন্যরা বলে আচ্ছে দিন আয়েগা ৷ কিন্তু বুড়া (খারাপ) দিন আসে ৷ আমরা যা বলি সেটা করি ৷’’

আরও একাধিক ইস্যুতে তিনি তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ তার মধ্যে অন্যতম ভ্যাকসিন ইস্যু ৷ মমতার দাবি, করোনার ভ্যাকসিনের ডোজ উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র যে পরিমাণে পেয়েছে, বাংলা সেই পরিমাণে পায়নি ৷ কিন্তু বাংলা ভ্যাকসিন দেওয়ায় এক নম্বরে ৷ পশ্চিমবঙ্গে 8 কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে তাঁর দাবি৷

আরও পড়ুন : BJP : বাংলা কি পিছিয়ে থাকবে, জ্বালানি শুল্ক কমানো নিয়ে সুকান্তর নিশানায় মমতা

পেট্রোপণ্যের দাম কমানো নিয়েও তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে ভোট আছে বলেই দাম কমানো হয়েছে ৷ একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মোদি সরকারকে বিঁধেছেন তিনি ৷ এই প্রকল্পের সঙ্গে মিলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দির ঘোষণাকেও ৷ মমতার কথায়, ‘‘আমাদের প্রতিটি বাড়িতে লক্ষ্মীর ঝাঁপি থাকত ৷ সেখানে টাকা থাকত ৷ কিন্তু সেই লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নেওয়া হয়েছিল নোটবন্দি করে ৷ তা আবার ফিরিয়ে দেওয়া হল ৷’’

আরও পড়ুন : Subrata Mukherjee : বিধানসভায় সুব্রত স্মরণে মিলে গেল শাসক-বিরোধী পক্ষ

এদিন বিধানসভায় শপথ নেন উপনির্বাচনে জিতে আসা চারজন বিধায়ক ৷ তাঁদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে উল্লেখ করেন যে, এবার পুজোয় রাজ্যের কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি ৷ ছটপুজোতেও কোথাও কোনও অশান্তি হবে না বলে মমতা আশ্বাস দেন ৷

কলকাতা, 9 নভেম্বর : বিরোধীহীন বিধানসভায় বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করলেন তিনি ৷ পাশাপাশি জানালেন, গত ছ’মাসে তাঁর সরকার ঠিক কী কী কাজ করেছে বাংলার মানুষের জন্য ৷

পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) এখন শীতকালীন অধিবেশন চলছে ৷ সেই অধিবেশনেই মঙ্গলবার ভাষণ দেন মুখ্যমন্ত্রী ৷ সেই সময়ই তিনি রাজ্য বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগেন ৷ এদিন নবনির্বাচিত চার তৃণমূল বিধায়ক শপথ নেন ৷

আরও পড়ুন : Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার যা প্রতিশ্রুতি দেয়, তাই পালন করে ৷ তিনি তাঁর সরকারের প্রতিশ্রুতি পূরণের খতিয়ানও তুলে ধরেন ৷ তাঁর সঙ্গেই কটাক্ষ করেন মোদি সরকারকে ৷ তাঁর কথায়, ‘‘অন্যরা বলে আচ্ছে দিন আয়েগা ৷ কিন্তু বুড়া (খারাপ) দিন আসে ৷ আমরা যা বলি সেটা করি ৷’’

আরও একাধিক ইস্যুতে তিনি তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ তার মধ্যে অন্যতম ভ্যাকসিন ইস্যু ৷ মমতার দাবি, করোনার ভ্যাকসিনের ডোজ উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র যে পরিমাণে পেয়েছে, বাংলা সেই পরিমাণে পায়নি ৷ কিন্তু বাংলা ভ্যাকসিন দেওয়ায় এক নম্বরে ৷ পশ্চিমবঙ্গে 8 কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে তাঁর দাবি৷

আরও পড়ুন : BJP : বাংলা কি পিছিয়ে থাকবে, জ্বালানি শুল্ক কমানো নিয়ে সুকান্তর নিশানায় মমতা

পেট্রোপণ্যের দাম কমানো নিয়েও তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে ভোট আছে বলেই দাম কমানো হয়েছে ৷ একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মোদি সরকারকে বিঁধেছেন তিনি ৷ এই প্রকল্পের সঙ্গে মিলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দির ঘোষণাকেও ৷ মমতার কথায়, ‘‘আমাদের প্রতিটি বাড়িতে লক্ষ্মীর ঝাঁপি থাকত ৷ সেখানে টাকা থাকত ৷ কিন্তু সেই লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নেওয়া হয়েছিল নোটবন্দি করে ৷ তা আবার ফিরিয়ে দেওয়া হল ৷’’

আরও পড়ুন : Subrata Mukherjee : বিধানসভায় সুব্রত স্মরণে মিলে গেল শাসক-বিরোধী পক্ষ

এদিন বিধানসভায় শপথ নেন উপনির্বাচনে জিতে আসা চারজন বিধায়ক ৷ তাঁদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে উল্লেখ করেন যে, এবার পুজোয় রাজ্যের কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি ৷ ছটপুজোতেও কোথাও কোনও অশান্তি হবে না বলে মমতা আশ্বাস দেন ৷

Last Updated : Nov 9, 2021, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.