কলকাতা, 15 অগস্ট: তাঁকে পর্যুদস্ত করতে কেন্দ্রীয় সরকার তাঁর বিশ্বস্ত সেনানীদের পিছনে যতই ইডি-সিবিআই লেলিয়ে দিক না কেন, নয়া ভারত গড়ার স্বপ্নদ দেখা তিনি ছাড়েননি ৷ স্বাধীনতার হীরকজয়ন্তী উদযাপনের পুণ্যলগ্নে টুইট করে সেকথা অনুগামীদের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর স্বপ্নের ভারতে কেউ ক্ষুধার্ত থাকবে না, কোনও মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে না ৷ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন জারি রেখে স্বাধীনতা দিবসে এমনই ইচ্ছেপ্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee shares her thought to build dream India) ৷
স্বাধীনতা দিবসের দুপুরে জোড়া টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যার প্রথম টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "ভারতের জন্য একটা স্বপ্ন পুষে রেখেছি আমি ৷ মানুষের জন্য আমি এমন একটা দেশ গড়তে চাই যে ভারতে কেউ ক্ষুধার্ত হিসেবে না, যেখানে কোন মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে না, যে দেশে প্রত্যেক শিশু শিক্ষার আলো পাবে, যে দেশে সকলের সমানাধিকার বজায় থাকবে, কোনও শক্তি সাধারণ মানুষের সম্প্রীতিকে বিভাজন করতে পারবে না ৷"
-
I have a dream for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
For the people, I want to build a nation where no one goes hungry, where no woman feels unsafe, where every child sees the light of education, where all are treated equally, where no oppressive forces divide the people & harmony defines the day.
(1/2)
">I have a dream for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2022
For the people, I want to build a nation where no one goes hungry, where no woman feels unsafe, where every child sees the light of education, where all are treated equally, where no oppressive forces divide the people & harmony defines the day.
(1/2)I have a dream for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2022
For the people, I want to build a nation where no one goes hungry, where no woman feels unsafe, where every child sees the light of education, where all are treated equally, where no oppressive forces divide the people & harmony defines the day.
(1/2)
দ্বিতীয় টুইটে মমতা লেখেন, "মহান দেশের নাগরিকদের কাছে আমার প্রতিশ্রুতি এই যে স্বপ্নের ভারত গড়ে তুলতে আমি প্রত্যেকদিন লড়াই করে যাব ৷ প্রিয় ভারতবাসী, ভারতের জন্য তোমাদের স্বপ্ন কী ?"
আরও পড়ুন: জানতাম দিদি পাশে থাকবেন, আইনজীবী মারফত মমতাকে কৃতজ্ঞতা অনুব্রতর
শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরুপাচার কাণ্ডে তাঁর দুই বিশ্বস্ত সেনানী পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল কোণঠাসা ৷ প্রথমজন প্রেসিডেন্সি সংশোধানাগারে এবং দ্বিতীয়জন দশ দিনের সিবিআই হেফাজতে ৷ সবমিলিয়ে কোণঠাসা মমতা গতকাল পার্থর বিধানসভা কেন্দ্রে গিয়েও অনুগামীদের সাহারা চেয়েছেন ৷ সিবিআই কোনওদিন তাঁর বাড়িতে হানা দিলে কর্মী-সমর্থকেরা তাঁর পাশে থাকবেন তো ? প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ পরদিন যদিও জোড়া টুইটে মমতা বোঝালেন কঠিন পরিস্থিতিতে ভেঙেও মচকাননি তিনি ৷