ETV Bharat / city

Mamata Banerjee: স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে দেশের সেরা বাংলা, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী - শুভেন্দু অধিকারী

স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) তৈরিতে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ ৷ শুক্রবার সন্ধ্যায় টুইট করে এই নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

mamata-banerjee-says-bengal-ranked-1-in-india-in-formation-of-self-help-groups
Mamata Banerjee: স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে দেশের সেরা বাংলা, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Sep 16, 2022, 7:08 PM IST

Updated : Sep 16, 2022, 7:27 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : ফের শীর্ষে পশ্চিমবঙ্গ ৷ এবার স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) তৈরিতে শীর্ষস্থান দখল করল বাংলা ৷ শুক্রবার সন্ধ্যায় টুইট করে এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

এদিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পশ্চিমবঙ্গে 10.04 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ৷ সেখানে ভারত সেরা হয়েছে পশ্চিমবঙ্গ ৷ ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে (National Rural Livelihood Mission) এই শিরোপা পেয়েছে বাংলা ৷ এই স্বীকৃতি পাওয়ার জন্য প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, গত কয়েক বছরে একশো দিনের প্রকল্পে বিভিন্ন ক্য়াটাগরিতে কেন্দ্রীয় সরকারের দেওয়া মাপকাঠিতে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ ৷ একবার নয়, একাধিকবার এই পুরস্কার পেয়েছে বাংলা ৷ এবার স্বনির্ভর গোষ্ঠীতেও সেই পুরস্কার এল বাংলার মুকুটে ৷

প্রসঙ্গত, গতকালই এই পুরস্কার দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জানিয়েছিলেন, বাংলা বারবার সেরা হয় বলেই কেন্দ্রের মোদি সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে ৷ গতকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ পরে ভাষণ দিতে গিয়ে ওই অভিযোগ করেছিলেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে বাংলায় দুর্নীতির অভিযোগ উঠছে বারবার ৷ এই নিয়ে কেন্দ্রের কাছে অভিযোগ জমা পড়েছিল ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল খতিয়ে দেখে গিয়েছে ৷ প্রশাসন সূত্রে খবর, কোথাও কোনও গরমিল পেলেও সেই এলাকায় প্রকল্পের টাকা দেওয়া স্থগিত করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

  • Extremely delighted to share that with a total of 10.04L SHGs,
    West Bengal has achieved No.1 rank among all the states in India in the formation of Self Help Groups under National Rural Livelihood Mission.

    Congratulations to all the dedicated individuals who made it possible.

    — Mamata Banerjee (@MamataOfficial) September 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে বাংলা আবাস যোজনা-সহ বেশ কয়েকটি প্রকল্পের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদলে দিয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ কেন্দ্রের অন্য মন্ত্রীদেরও তিনি এই নিয়ে চিঠি লেখেন ৷ তার পরই এই প্রকল্পগুলিতেও টাকা বন্ধ হয়ে যায় বলে খবর ৷

এদিনের টুইটে অবশ্য মমতা কেন্দ্রের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি ৷ তবে রাজনৈতিক মহলের অনুমান, পরবর্তী কোনও কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিশ্চয় এই নিয়ে কেন্দ্রকে নিশানা করবেন ৷

আরও পড়ুন : প্রকল্প রূপায়ণে বাংলা এক নম্বরে বলেই টাকা আটকে রেখেছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর

কলকাতা, 16 সেপ্টেম্বর : ফের শীর্ষে পশ্চিমবঙ্গ ৷ এবার স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) তৈরিতে শীর্ষস্থান দখল করল বাংলা ৷ শুক্রবার সন্ধ্যায় টুইট করে এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

এদিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পশ্চিমবঙ্গে 10.04 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ৷ সেখানে ভারত সেরা হয়েছে পশ্চিমবঙ্গ ৷ ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে (National Rural Livelihood Mission) এই শিরোপা পেয়েছে বাংলা ৷ এই স্বীকৃতি পাওয়ার জন্য প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, গত কয়েক বছরে একশো দিনের প্রকল্পে বিভিন্ন ক্য়াটাগরিতে কেন্দ্রীয় সরকারের দেওয়া মাপকাঠিতে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ ৷ একবার নয়, একাধিকবার এই পুরস্কার পেয়েছে বাংলা ৷ এবার স্বনির্ভর গোষ্ঠীতেও সেই পুরস্কার এল বাংলার মুকুটে ৷

প্রসঙ্গত, গতকালই এই পুরস্কার দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জানিয়েছিলেন, বাংলা বারবার সেরা হয় বলেই কেন্দ্রের মোদি সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে ৷ গতকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ পরে ভাষণ দিতে গিয়ে ওই অভিযোগ করেছিলেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে বাংলায় দুর্নীতির অভিযোগ উঠছে বারবার ৷ এই নিয়ে কেন্দ্রের কাছে অভিযোগ জমা পড়েছিল ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল খতিয়ে দেখে গিয়েছে ৷ প্রশাসন সূত্রে খবর, কোথাও কোনও গরমিল পেলেও সেই এলাকায় প্রকল্পের টাকা দেওয়া স্থগিত করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

  • Extremely delighted to share that with a total of 10.04L SHGs,
    West Bengal has achieved No.1 rank among all the states in India in the formation of Self Help Groups under National Rural Livelihood Mission.

    Congratulations to all the dedicated individuals who made it possible.

    — Mamata Banerjee (@MamataOfficial) September 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে বাংলা আবাস যোজনা-সহ বেশ কয়েকটি প্রকল্পের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদলে দিয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ কেন্দ্রের অন্য মন্ত্রীদেরও তিনি এই নিয়ে চিঠি লেখেন ৷ তার পরই এই প্রকল্পগুলিতেও টাকা বন্ধ হয়ে যায় বলে খবর ৷

এদিনের টুইটে অবশ্য মমতা কেন্দ্রের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি ৷ তবে রাজনৈতিক মহলের অনুমান, পরবর্তী কোনও কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিশ্চয় এই নিয়ে কেন্দ্রকে নিশানা করবেন ৷

আরও পড়ুন : প্রকল্প রূপায়ণে বাংলা এক নম্বরে বলেই টাকা আটকে রেখেছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Last Updated : Sep 16, 2022, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.