ETV Bharat / city

Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার - Global Advisory Committee

করোনায় প্রায় দেড় বছর ধরে বন্ধ স্কুল-কলেজ ৷ কবে খুলবে স্কুল ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রয়েছে রাজ্যের ৷

mamata-banerjee-said-west-bengal-government-to-thinking-about-reopen-school-college-after-puja-vacation
Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার
author img

By

Published : Aug 5, 2021, 4:11 PM IST

Updated : Aug 5, 2021, 4:53 PM IST

কলকাতা, 5 অগস্ট : 2020 সালের মার্চে লকডাউন (Lockdown) শুরু হওয়ার পর থেকে বন্ধ স্কুল-কলেজ (School-College) ৷ কয়েকটি ক্লাসের জন্য মাঝে কয়েকদিন স্কুল খুলেছিল ৷ কিন্তু দ্বিতীয় ওয়েভের কারণে তা আবার বন্ধ হয়ে যায় ৷ এর মধ্যেই চলে এসেছে তৃতীয় ওয়েভের ভ্রুকূটি ৷ এই পরিস্থিতিতে কবে খুলবে স্কুল ? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র ৷

আরও পড়ুন : Mamata Banerjee: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

এদিন এই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান যে রাজ্য সরকার পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার চেষ্টা করা হবে ৷ একদিন অন্তর যদি ক্লাস করানো যায়, সেই নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য ৷

করোনা (Covid-19) মোকাবিলায় শুরুতেই একটি গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি (Global Advisory Committee) গড়েছিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ৷ এদিন সেই কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee) ৷ তিনি সাংবাদিক বৈঠকেও ছিলেন ৷

আরও পড়ুন : Mallikarjun Kharge : সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের রাজ্যসভায় ঢুকতে বাধা, সরব বিরোধী দলনেতা

করোনার তৃতীয় ওয়েভ নিয়ে রাজ্যের মানুষের প্রতি সতর্কবার্তা দিয়েছেন নোবেলজয়ী (Nobel Laureate) অর্থনীতিবিদ (Economist) ৷ তিনি জানান, করোনা মোকাবিলায় পরিকাঠামো পর্যাপ্ত রয়েছে পশ্চিমবঙ্গে ৷ প্রথমে ভয় না পেয়ে শুরুতেই যেন চিকিৎসা শুরু হয় ৷ দেরিতে চিকিৎসা শুরু হওয়ার জন্যই গতবার বেশি ক্ষতি হয়েছে ৷

একই সঙ্গে তিনি কেন্দ্রের ভ্যাকসিন নীতির সমালোচনা করেছেন ৷ ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন ৷ পেট্রোপণ্যে কেন্দ্র যেভাবে কর বাড়াচ্ছে, সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ করোনার জেরে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, দেশে সেই পরিস্থিতি স্বাভাবিক না হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ঠিক করা কঠিন বলে তিনি মনে করেছেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হকির সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ; টুইট মমতারও

কলকাতা, 5 অগস্ট : 2020 সালের মার্চে লকডাউন (Lockdown) শুরু হওয়ার পর থেকে বন্ধ স্কুল-কলেজ (School-College) ৷ কয়েকটি ক্লাসের জন্য মাঝে কয়েকদিন স্কুল খুলেছিল ৷ কিন্তু দ্বিতীয় ওয়েভের কারণে তা আবার বন্ধ হয়ে যায় ৷ এর মধ্যেই চলে এসেছে তৃতীয় ওয়েভের ভ্রুকূটি ৷ এই পরিস্থিতিতে কবে খুলবে স্কুল ? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র ৷

আরও পড়ুন : Mamata Banerjee: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

এদিন এই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান যে রাজ্য সরকার পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার চেষ্টা করা হবে ৷ একদিন অন্তর যদি ক্লাস করানো যায়, সেই নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য ৷

করোনা (Covid-19) মোকাবিলায় শুরুতেই একটি গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি (Global Advisory Committee) গড়েছিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ৷ এদিন সেই কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee) ৷ তিনি সাংবাদিক বৈঠকেও ছিলেন ৷

আরও পড়ুন : Mallikarjun Kharge : সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের রাজ্যসভায় ঢুকতে বাধা, সরব বিরোধী দলনেতা

করোনার তৃতীয় ওয়েভ নিয়ে রাজ্যের মানুষের প্রতি সতর্কবার্তা দিয়েছেন নোবেলজয়ী (Nobel Laureate) অর্থনীতিবিদ (Economist) ৷ তিনি জানান, করোনা মোকাবিলায় পরিকাঠামো পর্যাপ্ত রয়েছে পশ্চিমবঙ্গে ৷ প্রথমে ভয় না পেয়ে শুরুতেই যেন চিকিৎসা শুরু হয় ৷ দেরিতে চিকিৎসা শুরু হওয়ার জন্যই গতবার বেশি ক্ষতি হয়েছে ৷

একই সঙ্গে তিনি কেন্দ্রের ভ্যাকসিন নীতির সমালোচনা করেছেন ৷ ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন ৷ পেট্রোপণ্যে কেন্দ্র যেভাবে কর বাড়াচ্ছে, সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ করোনার জেরে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, দেশে সেই পরিস্থিতি স্বাভাবিক না হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ঠিক করা কঠিন বলে তিনি মনে করেছেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হকির সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ; টুইট মমতারও

Last Updated : Aug 5, 2021, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.