ETV Bharat / city

পুজো কমিটিকে আয়কর নোটিশ, ধরনায় বসবে তৃণমূল - পুজো কমিটিকে আয়কর নোটিশ

আয়কর দপ্তর একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠানোর প্রতিবাদে ফেসবুক পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা
author img

By

Published : Aug 11, 2019, 3:37 PM IST

Updated : Aug 11, 2019, 4:18 PM IST

কলকাতা, 11 অগাস্ট : আয়কর দপ্তর একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে । এর প্রতিবাদে মঙ্গলবার সুবোধ মল্লিক স্কয়্যারের সামনে ধরনায় বসবে তৃণমূল কংগ্রেস । এ কথা আজ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর দিতে বলায় অসন্তোষ প্রকাশ করেন মমতা ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, "উৎসব সকলের । কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না । এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে । বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে । আমাদের দাবি, দুর্গাপুজো কমিটিগুলির ওপর কোনও রকম ট্যাক্স বসানো চলবে না ।"

এই প্রসঙ্গে BJP-র সমালোচনা করে তিনি বলেন, "নির্বাচন এলে তারা হিন্দু-মুসলমান বিভেদ লাগায় । আমি শুধু একটা জিনিস বলতে চাই, যখন কোনও রাজনৈতিক দল অনুদান ব্যবহার করে নির্বাচনে লড়াই করে তখন তা আয়করের আওতায় আসে না । তাহলে মানুষের অনুদানে করা পুজো করতে কেন আয়কর দিতে হবে ?" তিনি আরও লেখেন, "আমি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি । এটি দুর্গাপুজোর অপমান । আমি খুব দুঃখ পেয়েছি । ওরা বাংলার মানুষকে সবসময় হেনস্থা করে ।"

কলকাতা, 11 অগাস্ট : আয়কর দপ্তর একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে । এর প্রতিবাদে মঙ্গলবার সুবোধ মল্লিক স্কয়্যারের সামনে ধরনায় বসবে তৃণমূল কংগ্রেস । এ কথা আজ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর দিতে বলায় অসন্তোষ প্রকাশ করেন মমতা ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, "উৎসব সকলের । কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না । এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে । বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে । আমাদের দাবি, দুর্গাপুজো কমিটিগুলির ওপর কোনও রকম ট্যাক্স বসানো চলবে না ।"

এই প্রসঙ্গে BJP-র সমালোচনা করে তিনি বলেন, "নির্বাচন এলে তারা হিন্দু-মুসলমান বিভেদ লাগায় । আমি শুধু একটা জিনিস বলতে চাই, যখন কোনও রাজনৈতিক দল অনুদান ব্যবহার করে নির্বাচনে লড়াই করে তখন তা আয়করের আওতায় আসে না । তাহলে মানুষের অনুদানে করা পুজো করতে কেন আয়কর দিতে হবে ?" তিনি আরও লেখেন, "আমি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি । এটি দুর্গাপুজোর অপমান । আমি খুব দুঃখ পেয়েছি । ওরা বাংলার মানুষকে সবসময় হেনস্থা করে ।"

Biligundlu (Tamil Nadu), Aug 11 (ANI): Water-level in Tamil Nadu's Hogenakkal Waterfall has increased after water was released from the Krishna Raja Sagara (KRS) Dam of Karnataka. The people in the low lying areas were asked to move to safer places. Few teams with the staffs of various government departments were formed and they are monitoring the overall situation.
Last Updated : Aug 11, 2019, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.