কলকাতা, 6 ফেব্রুয়ারি: রবিবার সকালে প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর । ভারতরত্নের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee pays tribute to Lata Mangeshkar) । টুইটে তিনি লেখেন, "দেশের অন্যতম সঙ্গীতশিল্পী 'ভারতরত্ন' লতা মঙ্গেশকরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই।"
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেন সঙ্গীতশিল্পী থেকে শুরু করে সব জগতের একাধিক মানুষ। শোকপ্রকাশ করেন একাধিক রাষ্ট্রনেতা। টুইটে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেন আরও অনেকে। লতা মঙ্গেশকরের মৃত্যুতে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে গোটা দেশে। সোমবার পশ্চিমবঙ্গেও অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 15 দিন ধরে গোটা রাজ্যে লতার গান বাজবে বলেও জানান তিনি ৷
আরও পড়ুন : Modi mourns Lata Mangeshkars death : লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদি, পরিবারকে জানালেন সমবেদনা
-
I pay my heart-felt tribute to the departed icon of India, Bharatratna Lata Mangeshkar. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I pay my heart-felt tribute to the departed icon of India, Bharatratna Lata Mangeshkar. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 6, 2022I pay my heart-felt tribute to the departed icon of India, Bharatratna Lata Mangeshkar. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 6, 2022
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে বলেন, "আমরা এক কিংবদন্তি শিল্পীকে হারালাম। বাংলার এবং আমার সঙ্গে লতাজির আত্মিক সম্পর্ক ছিল। 2011 সালে রাজ্যে ক্ষমতায় এসে তাঁকে পুরস্কৃত ও সম্মানিত করতে চেয়েছিলাম। তবে, শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই সম্মান নিতে পারেননি। তাঁর অগণিত ভক্তদের আমি সমবেদনা জানাই।" আগামী 15দিন রাজ্যের সমস্ত জায়গায় লতাজির গান বাজানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 185টি বাংলা গান গেয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে 28 দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ মাল্টি অর্গান ফেলিওরের জন্যই কিন্নরকণ্ঠীর মৃত্যু হয় বলে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়।